33 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সাংবাদিকতায় আগ্রহী প্রতিনিধি নিয়োগ করা হবে

জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল উচ্চকণ্ঠডটকম এর জন্য সারাদেশের প্রতিটি জেলা ও প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।দেশের সকল জেলা-উপজেলা প্রতিনিধি,থানা প্রতিনিধি,কলেজ / বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ফটো সাংবাদিক,বিজ্ঞাপন প্রতিনিধিসহ দেশের প্রতিটি বিভাগীয় শহরে ব্যুরো চীফ, জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেয়া হবে । যারা অনলাইন সংবাদ প্রকাশনার সাথে সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করতে ইচ্ছুক তারাই কেবল এই নিয়োগ প্রক্রিযায় অংশ গ্রহণ করতে পারবেন। সকল পদে পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন।

শর্তাবলী:

১। অবশ্যই ইন্টারনেট সংযোগসহ স্মার্টফোন থাকতে হবে ।কম্পিউটার/ক্যামেরা থাকলে আরো ভালো।
২। উচ্চকণ্ঠডটকম যেহেতু অনলাইন পত্রিকা সেহেতু প্রতিনিধিদের অনলাইনে সক্রিয় থাকতে হবে।
৩। সংবাদ ও সংশ্লিষ্ট ছবি ইমেইলে প্রেরণ করতে হবে।
৪। আবেদনপত্র বাছাই পরবর্তী মনোনীতদের প্রতিনিধি হিসেবে চুড়ান্ত নিয়োগ দেয়া হবে।
৫। প্রতিনিধিদের অফিস থেকে নিয়োগ পত্র, আইডি কার্ড ও ভিজিটিং কার্ড প্রদান করা হবে।
৬।প্রয়োজনে অফিসের দেয়া এসাইনমেন্ট এর ক্ষেত্রে প্রতিনিধিদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে।
৭। এছাড়া ও থাকছে আরো অন্যান্য সুযোগ-সুবিধা যা চুড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিদের সময় অনুযায়ী নোটিশ আকারে জানানো হবে।

যোগ্যতা: এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সাংবাদিকতায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।(কলেজে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীরা আবেদন করতে পারবে)।

যোগাযোগ:
ই-মেইল: [email protected]
ওয়েব সাইট: https://ucchakontha.com

সাংবাদিক হিসেবে যোগদান করার জন্য নিচের ফর্ম টি ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে আমাদেরকে ইমেইল করে অথবা আমাদের পেজে ইনবক্স করে পাঠিয়ে দিন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

RocketplayRocketplay casinoCasibom GirişJojobet GirişCasibom Giriş GüncelCasibom Giriş AdresiCandySpinzDafabet AppJeetwinRedbet SverigeViggoslotsCrazyBuzzer casinoCasibomJettbetKmsauto DownloadKmspico ActivatorSweet BonanzaCrazy TimeCrazy Time AppPlinko AppSugar rush