আম্ফানে রাজশাহীর আম-লিচুর ব্যাপক ক্ষতি, নিহত ১

0
143

রাতেই রাজশাহীতে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ‌আম্ফান। প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজশাহীর বিভিন্ন বাগানের বিপুলসংখ্যক আম ঝরে পড়েছে মাটিতে। এছাড়া ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক গণমাধ্যমকে বলেছেন, ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ব্যাপক ঝড়-ঝাপটা গেছে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে। প্রবল ঝড়ে রাজশাহীর বাগানের ২০ শতাংশ আম ঝরে গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে মনোয়ারা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের বারুইপাড়ার ইসহাক আলীর স্ত্রী। বাড়ির পাশে আম গাছের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে তিনি করোনা সতর্কতায় হোম কোয়ারেন্টিনে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here