বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। এদিকে, ইতালিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০০ জনে দাঁড়িয়েছে। আন্তর্জাতিকভাবে এই ভাইরাসের মারাত্মক প্রকোপ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই এ ধরনের খবর পাওয়া গেল।
ইউরোপে করোনাভাইরাসে সংক্রমণের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ইতালি। দেশটিতে গত ২৪ ঘন্টার মধ্যে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পেল।
বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইতালিতে নতুনভাবে এই ভাইরাসের সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রথমবারের মতো ভাইরাসটি চীনের বাইরে দ্রুত ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের উদ্ভব হয়েছে চীন থেকেই।
বিশ্বব্যাপী প্রায় ৪০টি দেশের ৮০ হাজারেরও বেশি মানুষ নভেল করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ডিসেম্বরে ভাইরাসটির প্রাদুর্ভাব ঘটেছে। এই ভাইরাসে আক্রান্তদের সংখ্যাগরিষ্ঠই চীনের বাসিন্দা।
সূত্র : বিবিসি