করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় নিজেদের যথাযথ সুরক্ষা সরঞ্জাম না থাকায় বুলগেরিয়ায় অন্তত ৮৫ জন চিকিৎসক পদত্যাগ করেছেন।
এছাড়াও দেশটির রাজধানী সোফিয়ার দুটি হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নার্সও পদত্যাগ করেছেন। এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদ মাধ্যম আলজাজিরা।
বুলগেরিয়ান সংসদ দেশটিতে জরুরি অবস্থা জারির একদিন পরেই এমন ঘটনা ঘটল।
চিকিৎসকদের অভিযোগ, হাসপাতালগুলোতে যথাযথ সুরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হচ্ছে না। করোনা ভাইরাস থেকে বাঁচতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
দেশটির সোফিযা সেকেন্ড সিটি হাসপাতালের চিকিৎসক ক্যামেলিয়া বাচোভস্কা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরাকে জানান, হাসপাতালে করোনাভাইরাস রোগীর চিকিৎসার জন্য তাদের কাছে তথ্য আসার পর তিনিসহ আরও ৮৪জন সহকর্মী পদত্যাগ করেছেন।
তিনি বলেন, হাসপাতালটিতে পর্যন্ত সুরক্ষা জিনিসপত্র নেই এবং এটি কেবল আমাদের হাসপাতালেই তা নয়। অন্যদেরও নেই। এই কারণে বুলগেরিয়ার বেশিরভাগ চিকিৎসক অসুস্থতার ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে যারা বয়স্ক চিকিৎসক তারা উচ্চ ঝুঁকি ক্যাটাগরিতে রয়েছেন।
গত সপ্তাহেও একই কারণে বুলগেরিয়ার সেন্ট সোফিয়া হাসপাতাল থেকে ছয়জন ডাক্তার পদত্যাগ করেছেন। করোনা ভাইরাসে বুলগেরিয়ায় এখন পর্যন্ত ৯২ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন দুজন।