শ্রীলঙ্কায় করোনাভাইরাসের সংক্রামণ এড়াতে দেশজুড়ে জারি করা হয়েছে কারফিউ। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে কারফিউ আরোপ করার কথা রয়েছে। চলবে আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত।

সূত্র বিবিসি

করোনার কারণে মাত্র একদিন আগেই আগামী মাসে অনুষ্ঠিতব্য নির্বাচন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যেই দেশটিতে কারফিউ জারি হলো। যদিও এর আগে নির্বাচন পেছানোর কোনো কারণ নেই বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

কিন্তু দেশজুড়ে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হয়েছে প্রশাসন। গত তিনদিনে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬০। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিনজন। তবে করোনায় সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।