রাজধানীবাসীর সুরক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আটটি ক্রাইম বিভাগের পক্ষ থেকে ওয়াটার ক্যানন ব্যবহার করে জীবানুনাশক ছিটানোর উদ্যোগ নিয়েছে। 

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশনায় বুধবার থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে। 

কর্মসূচির আওতায় প্রতিদিন দুবার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবানুনাশক ঔষধ ছিটানো হবে।

ডিএমপির আটটি ওয়াটার ক্যানন আট ক্রাইম বিভাগের উদ্যোগে প্রথমবার সকাল ১০টা হতে ১২টা এবং ২য় বার বিকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবানুনাশক ঔষধ ছিটাবে, যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছে ডিএমপি।