করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে গতকাল রবিবার নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর কাছে ৫০ হাজার মাস্ক, ৫০০ পিপিই ও দুই ট্রাক (৭০০ প্যাকেট) খাদ্যসামগ্রী হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
এর আগে গত বুধবার সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরকে এক হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক দেয় বসুন্ধরা গ্রুপ। এ ছাড়া গত শনিবার ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) ২৫ হাজার মাস্ক দেয় প্রতিষ্ঠানটি। ওই দিন সকাল ১১টার দিকে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সাইফুল হকের কাছে ২৫ হাজার মাস্ক হস্তান্তর করেন সায়েম সোবহান আনভীর ও সাফওয়ান সোবহান। গত ২৯ মার্চ সায়েম সোবহান আনভীর প্রধানমন্ত্রীর করোনা মোকাবেলার তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় দুস্থ ও নিম্ন আয়ের অনেক পরিবারকে খাদ্য সহায়তাও দেওয়া হচ্ছে।