খুলনায় ঈদ জামাত শেষে কোলাকুলি, হাত মেলানোতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
এছাড়া, খুলনার কোথাও এবার উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না বলেও জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়
খুলনায় ঈদ-উল-ফিতরের জামাত এবার সার্কিট হাউজ ময়দানে হচ্ছে না। শুধু তাই না, খুলনার কোথাও উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ হবে না। ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় খুলনা টাউন জামে মসজিদে। খুলনা জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তি এসব বিধি সম্পর্কে জানানো হয়।
সেখানে আরও বলা হয়েছে, ঈদের নামাজ আদায়ের সময়ে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে কাতারে দাঁড়াতে হবে।
এক কাতার অন্তর এক কাতার করে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে।
মসজিদের অজুর স্থানে সাবান ও স্যানিটাইজার রাখতে হবে।
মুসুল্লিদের বাসা থেকে অজু করে ও মাস্ক পরে মসজিদে আসতে হবে।
জামাত শেষে কোলাকুলি ও পরস্পর হাত মেলানো যাবে না।
মসজিদে কার্পেট বিছানো যাবে না। মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে এবং মুসুল্লিগণ বাড়ি থেকে নিজনিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।
মসজিদের টুপি ও জায়নামাজ ব্যবহার করা যাবে না।
শিশু, বয়োবৃদ্ধ, যে কোন অসুস্থ ব্যক্তি, অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন না।
এছাড়া, ঈদ উপলক্ষ্যে রাস্তায় যত্রতত্র গেট নির্মাণ ও ব্যানার টাঙানো যাবে না। ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠানের সুবিধার্থে মুসল্লিদের অজুর জন্য সার্কিট হাউজ, টাউন জামে মসজিদ ও কোর্ট মসজিদে খুলনা ওয়াসা মুসল্লিদের অজুর জন্য পানির ব্যবস্থা রাখবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।