সোহেল রানা, মালয়েশিয়া প্রতিনিধি।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের আটকে আবারও ব্যাপক ধরপাকড়ে যাচ্ছে অভিবাসন বিভাগ। এ ছাড়া জেলে বন্দি অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। সেদেশের সিনিয়র সিকিউরিটি মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন, মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে অবৈধ অভিবাসীদের মধ্যে। তাই অবৈধ অভিবাসীদের আটকে অভিযান চালানো হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন জেলখানায় বন্দি অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। তবে যেসব অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করা হবে। আগামী জুন থেকে বিদেশিরাও মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে তবে তাদের হোম কোয়ারেন্টাইনের জন্য মালয় রিঙ্গিত ২১০০ (৪০ হাজার ৫০০ টাকা) দিতে হবে। তাহলে তাদের প্রবেশ করতে দেওয়া হবে।
দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ বলেন, তিনটি ডিটেনশন ক্যাম্পে বিদেশি অভিবাসীদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২শর বেশি। যার মধ্যে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা ৫১ জন। এ ছাড়াও ২ হাজারের বেশি অভিবাসীর রিপোর্ট এখনও হাতে আসেনি। যার কারণে ওই তিনটি ডিটেনশন ক্যাম্পে কর্মরত ইমিগ্রেশন অফিসারদের করোনা ঝুঁকি থাকায় তাদেরও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।