আর দুই সপ্তাহের মধ্যেই করোনাভাইরাসের টিকা বাজারে আসবে বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের তৈরি টিকা আগস্টের মাঝামাঝি বাজারে চলে আসবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
বলা হয়েছে, ১০ অগস্ট বা তার আগেই নতুন এই টিকা বাজারে আনার সরকারি অনুমোদন মিলে যেতে পারে। রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউট এই টিকা তৈরি করছে। চূড়ান্ত অনুমোদন পেলে সবার আগে ফ্রন্টলাইনে থাকা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ করোনা যোদ্ধাদের ওপর এই টিকা প্রয়োগ করা হবে বলেও জানানো হয়েছে। খবর সিএনএন ও ওয়াল স্ট্রিট জার্নালের।
রাশিয়ার টিকাটি বানিয়েছে গ্যামেলেই ইনস্টিটিউট অব এপিডেমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি নামের একটি প্রতিষ্ঠান। এতে অর্থায়ন করেছে রাশিয়ার সভেরিন ওয়েলথ ফান্ড। প্রতিষ্ঠানটির প্রধান কিরিল দিমিত্রিয়েভ গতকাল সিএনএনকে জানান, ১০ আগস্ট কিংবা তার আগেই তাঁদের টিকা বাজারে ছাড়া হবে। তবে সবার আগে এটি পাবেন স্বাস্থ্যকর্মীরা। তিনি বলেন, ‘১৯৫৭ সালে রাশিয়া যখন বিশ্বের প্রথম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট পাঠায়, তখন আমেরিকানরা হতবাক হয়ে গিয়েছিল। এবার টিকা নিয়েও আমরা একই ধরনের চমক দেখাতে চাই।’