নাটকীয় জয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩০৩ রানের টার্গেট ২ বল ও ৩ উইকেট হাতে রেখে সিরিজ নিশ্চিত করে সফরকারীরা।
অথচ অস্ট্রেলিয়ার শুরুটা ছিল একেবারেই নড়বড়ে। ৭৩ রান তুলতেই তারা হারিয়ে বসেছিল ৫ উইকেট। সেখান থেকে গ্লেন ম্যাক্সওয়েল ও আলেক্স চ্যারি জুটি বেঁধে দলকে জেতান। ষষ্ঠ উইকেটে তারা দুজন রেকর্ড ২১২ রান তুলে জয় হাতের নাগালে নিয়ে আসেন।
ম্যাক্সওয়েল ৯০ বলে ৪টি চার ও ৭ ছক্কায় ১০৮ রান করে আউট হন। আর চ্যারি ১১৪ বল খেলে ৭টি চার ও ২ ছক্কায় করেন ১০৬ রান।
শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১০ রান। মিচেল স্টার্ক আদিল রশিদকে প্রথম বলে ছক্কা ও এরপর চার হাঁকিয়ে দুই বল আগেই জয়ের বন্দরে দলকে পৌঁছে দেন।
বল হাতে ইংল্যান্ডের ক্রিস ওকস ও জো রুট ২টি করে উইকেট নেন।
তার আগে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম দুই বলেই দুই উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে জনি বেয়ারস্টোর সেঞ্চুরি (১১২) এবং স্যাম বিলিংস (৫৭) ও ক্রিস ওকসের (৫৩) হাফ সেঞ্চুরিতে ভর করে ৩০২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করে ৭ উইকেট হারিয়ে।
বল হাতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা ৩টি করে উইকেট নেন।
ম্যাচ ও সিরিজ সেরা নির্বাচিত হন গ্লেন ম্যাক্সওয়েল।