সানাউল্লাহ দোহা(কাতার)প্রতিনিধি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের রাষ্ট্রদূত করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের সমস্যার সমাধানকে প্রাধান্য দিতে কাতারসহ উপসাগরীয় অঞ্চলের দেশসমূহের রাষ্ট্রদূতদের ব্রিফ করেছে বাংলাদেশ। আজ বুধবার রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমেদ এসব দেশের রাষ্ট্রদূতদের ব্রিফ করেন। ব্রিফিংয়ে উপসাগরীয় অঞ্চলের দেশসমূহের মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান এবং ইরাকের রাষ্টদূত ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ব্রিফিং শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদূতদের সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমেদ জানান, তারা আশা করছেন এই ব্রিফিংয়ের পর ওই দেশগুলোর কাছ থেকে ভালো সাড়া পাবেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, ব্রিফিংয়ে শ্রমিকদের সমস্যার বিষয়গুলো সহানুভূতির সাথে বিবেচনা করার জন্য দেশগুলোকে অনুরোধ করা হয়েছে। দেশে এসে আটকাপড়া শ্রমিকদের মধ্যে প্রায় ৬ হাজার ইতিমধ্যে তাদের কর্মস্থলে ফিরে গেছেন এবং অন্যরাও চলে যাবেন।পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে ১ লাখ ৩৭ হাজারের মতো প্রবাসী দেশে ফিরেছিলেন।