প্লে-অফের আগে প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার মাঠে নেমেছিল পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানস ও লাহোর কালান্দার্স। তবে সে প্রস্তুতিতে ম্যাচে টি-টোয়েন্টিসুলভ ব্যাটিং করতে পারেননি লাহোর কালান্দার্সে হয়ে খেলা বাংলাদেশের তামিম ইকবাল। টাইগার ওয়ানডে অধিনায়কের ব্যাটে রান আসলেও ধীরগতির ব্যাটিং করেছেন তিনি।
প্রথমে ব্যাট করে লাহোর কালান্দার্স ২০ ওভারে ৬ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে। লাহোরে পক্ষে তামিমের করেন ৩৮ বলে ৩৭ রান, টি-টোয়েন্টির তুলনায় যা ধীরগতির ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল। ৩৩ বলে ৪৯ রানের ইনিংস খেলেন তিনি।
জবাবে ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে জিতে যায় মুলতান সুলতানস। মুলতানের পক্ষে সর্বোচ ৩৮ রান করেন রবি বোপারা।
আগামীকাল শনিবার তামিমের দল লাহোর কালান্দার্স প্লে-অফের এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে খেলবে।
লাহোর কালান্দার্স স্কোয়াড : তামিম ইকবাল, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, ডেভিড উইজ, শাহীন শাহ আফ্রিদি, উসমান শিনওয়ারি, সামিত পেটেল, হারিফ রউফ, সোহেল আখতার, আঘা সালমান, বেন ডাঙ্ক, ফারজান রাজা, জাহিদ আলি, আবিদ আলি, মোহাম্মদ ফাইজান, মাজ খান, ডেন ভিলাস ও ডিলবার হোসেন।