ভারতে লঞ্চ হলো হুয়াওয়ে ওয়াচ জিটি অ্যাকটিভের। এই বছর মার্চ মাসে হুয়াওয়ে পি৩০ লাইট-এর সাথে এই স্মার্টওয়াচ লঞ্চ করেছিল চীনের কোম্পানিটি। নতুন হুয়াওয়ে ওয়াচ জিটি অ্যাকটিভ এর দাম ১৫ হাজার ৯৯০ টাকা।
হুয়াওয়ে ওয়াচ জিটি অ্যাকটিভে রয়েছে একটি ১.৩৯ ইঞ্চি AMOLED ডিসপ্লে। কোম্পানি জানিয়েছে হালকা ওজনের জন্য দীর্ঘক্ষণ এই ঘড়ি হাতে পরে থাকলেও কোন সমস্যা হবে না।তবে হুয়াওয়ে ওয়াচ জিটি অ্যাকটিভ’র প্রধান আকর্ষণ দুই সপ্তাহ ব্যাটারি ব্যাক আপ। এই স্মার্টওয়াচে থাকছে হার্ট রেট সেন্সর আর স্লিপ মনিটারিং। এই স্মার্টওয়াচ নিজে থেকেই ঘরের মধ্যে ও বাইরের অ্যাকটিভিটি বুঝে নিতে পারবে।
ঘুমের খেয়াল রাখতে হুয়াওয়ে ওয়াচ জিটি অ্যাকটিভ তে থাকছে TruSleep 2.0। আর হার্ট রেটের খেয়াল রাখতে এই স্মার্টওয়াচে থাকছে TruSeen 3.0। এছাড়াও ভালো ঘুমের জন্য ২০০ টা পরামর্শ দেবে হুয়াওয়ে ওয়াচ জিটি অ্যাকটিভ।