ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ৭ কলেজের অন্তর্ভুক্তি বাতিল করা অথবা বহাল রাখার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। লন্ডন থেকে দেশে ফেরার পর তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
২৪ জুলাই বুধবার সচিবালয়ে ঈদ-উল-আযহার প্রস্তুতি এবং মহাসড়কে সংস্কারসহ নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব তথ্য জানান সেতুমন্ত্রী।
৭ কলেজ অধিভুক্তির বিষয়ে সরকার সজাগ আছে জানিয়ে ধর্মঘট না করার অনুরোধ জানিয়ে এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘এই বিষয়টি প্রধানমন্ত্রীকে আমরা জানিয়েছি। তিনি আসলে যৌক্তিক বাস্তবসম্মত বিষয়টি বিবেচনা করবেন। কিন্তু এর আগে তারা যেন রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট না দেয়, জনদুর্ভোগ সৃষ্টি না করে। সেই ব্যাপারে তাদের অনুরোধ করছি, তারা যেন ধর্মঘটের পথ থেকে বিরত থাকে।
উল্লেখ্য, বেশ কিছুদিন যাবত ৭ কলেজের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইতোমধ্যেই তারা ক্লাস-পরীক্ষাসহ সকল কিছু বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক ভবনে তালা লাগিয়ে দিয়েছেন। অপরদিকে সময়েমতো পরীক্ষা নেওয়া, সময়মতো ফল প্রকাশসহ বিভিন্ন বিষয় নিয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাও প্রায়ই আন্দোলনে নামছেন। এ কলেজগুলোর মধ্যে আছে ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।