বাংলাদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াটওয়াশ করে ওয়ানডে সুপার লিগের যাত্রা শুরু করেছিল টাইগাররা। তবে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে সুপার লিগের পয়েন্ট তালিকায় বড়সড় ধাক্কা খেয়েছে তামিমবাহিনী। কিউইদের বিপক্ষে সিরিজ হেরে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় তিন ধাপ অবনমন ঘটেছে বাংলাদেশের।
সিরিজ শুরুর আগে টাইগারদের পয়েন্ট ছিল ৩০, সিরিজ শেষেও তাই। সমান ৩০ পয়েন্ট রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজেরও। এর মধ্যে নিউজিল্যান্ড ও আফগানিস্তান তিনটি করে, ইংল্যান্ড ৭টি এবং বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ৬টি করে ম্যাচ খেলেছে। নেট রানরেটে পিছিয়ে থাকার কারনেই বাংলাদেশের অবস্থান পঞ্চম স্থানে।
সর্বোচ্চ ৪০ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া নিউজিল্যান্ড দ্বিতীয়, আফগানিস্তান তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ স্থানে অবস্থান করছে। ষষ্ঠ স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের অবস্থান সাতে আর ভারত রয়েছে অষ্টম স্থানে।