চুনারুঘাট প্রতিনিধিঃ

লগডাউন বাস্তবায়নে করোনা’র দ্বিতীয় ঢেউ সামাল দিতে সরকারের নির্দেশনায় ইমামদের ভুমিকা ও মাহে রমজানে মসজিদের তারাবির নামাজসহ সকল কাজে স্বাস্থবিধি মেনে চলার জন্য চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের উলামায়েকেরাম,মসজিদের ইমাম,বাজার কমিটি ও শুশিল সমাজের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান সনজু চৌধুরী।

(১৩ এপ্রিল) মঙ্গলবার সকালে আহম্মদাবাদ ইউনিয়ন মিলনায়তনে স্বাস্থবিধি মেনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আঃ লতিফ,আমুরোড হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলা উদ্দিন,বীরমুক্তিযোদ্ধা হাজী আঃ রহমান আজাদ,সাবেক চেয়ারম্যান ও রাজার বাজার কমিটি’র সভাপতি আবুল কাসেম,চুনারুঘাট থানার পক্ষে এসআই এআইকে দেওয়ান সম্রাট,এএসআই আঃ রহিম,ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা ক্বারী আঃ হালিম হারুন,সেক্রেটারি কাজী আঃ হাই,বনগাঁও মসজিদের ইমাম আঃহাই সেলিম, সাংবাদিক নরুল,চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আঃ রাজ্জাক রাজু, ইউনিয়ন পরিষদের সদস্য হাজী আঃ রউপ,ফরিদ মিয়া,নটবর রুদ্রপাল, চন্দ্রতাতী, সফিকুর রহমান সাপু,শাফিয়া বেগম,আমুরোড বাজার কমিটি’র সভাপতি মোস্তাক আখনজি,সেক্রেটারি সাংবাদিক এমএ বাতেন, সাংবাদিক নুরুল আমিন, আমু চা বাগান পঞ্চায়েত কমিটি’র সভাপতি ধনেশ্বর বোনার্জি ও সেক্রেটারি মহেশ্বর উড়াং,স্বপন আহমেদ প্রমুখ।

মাহে রমজানের পবিত্রতা রক্ষা,দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা,মসজিদে ২০ জনের অধিক মুসল্লি নামাজ না পড়া,বিনা কারনে ঘর থেকে বের না হওয়া,প্রয়োজনে মাস্ক পড়ে বের হওয়াসহ সকল নির্দেশনা বাস্তবায়নে মসজিদের মাইকে জানিয়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।বাজার কমিটি’র সদস্যরা দোকান বন্ধ রাখাসহ শৃংখলা বজায় রাখতে সহযোগীতা করবেন