শহিদুল ইসলাম শহিদ: নওগাঁ, মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দায় বৈদ্যুতিক লাইনের পাশে থাকা গাছপালার ডাল অপসারণ করতে গিয়ে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। মৃত আব্দুল মান্নান রাজশাহী জেলার বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে বলে জানা যায়। এ ঘটনাটি ঘটে, উপজেলার ৬ নং মৈনম ইউনিয়নের রায়পুর গ্রামের গৌরাঙ্গ ডিব- টিউবওয়েল এর পূর্ব পাশে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে, ১৩২/১৩৩ কেভি বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ও বাঁশ অপসারণের কাজ শুরু করেন নিয়ামতপুর পল্লী বিদ্যুতের দুই জন টেকনিশিয়ান মাহমুদুল হাসান ও আব্দুল মান্নান। কাজ করার এক পর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সাথে একটি বাঁশের সংযোগ হলে বিদ্যুৎ স্পষ্ট হইয়া আব্দুল মান্নান (৫২) মাটিতে পড়ে যান, তাৎক্ষণিকভাবে মান্দা ফায়ার সার্ভিসকে অবগত করলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার তদন্ত ওসি মেহেদী মাসুদ জানান, মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা প্রস্তুতি চলছে।