ঈদ যাত্রায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলছে অনেকটা স্বাভাবিক গতিতে। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রয়েছে গাড়ির চাপ। ফলে এই মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহন চলছে ধীরগতিতে।
পুলিশ জানায়, রোববার সকালে ভোগড়া এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় এই মহাসড়কে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এবং আশেপাশের এলাকায় স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে।
চন্দ্রা এলাকায় উড়াল সেতু চালু হওয়ায় কোন বাধা ছাড়াই এখান দিয়ে গাড়ি চলাচল করছে। চন্দ্রা এলাকায় যাত্রীদের অভিযোগ, প্রায় প্রতিটি বাসে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে।