চাটুকদার বিজ্ঞাপন ও কল সেন্টারে চাকুরীর নাম করে একশ্রেনির বেকার যুবক/যুবতীর কাছ থেকে প্রতারনা করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১ এর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আবদুল্লাহ আল মোমেন। তিনি বলেন র্যাব-১ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় কয়েকটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন যাবত ডিজিটাল প্লাটফর্মে চাকুরী দেয়ার নামে ভূয়া নিয়ােগ বিজ্ঞপ্তি প্রদান করে প্রতারনা করে আসছে।
এক্স আর্মি আর্মস বডি গার্ড, হাউজ ম্যানেজার/কেয়ারটেকার, সিকিউরিটি সুপারভাইজার, সিকিউরিটি গার্ড, এই ধরনের আকর্ষনীয় অনলাইন নিয়ােগ বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। প্রাপ্ত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অভিযানে নামে র্যাব। গতকাল ১৬ নভেম্বর রাতে র্যাব-১ এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানাএলাকার একটি বাসা থেকে ‘NH Security Service Ltd’ এর অফিসে অভিযান পরিচালনা করে এমএলএম প্রতারকচক্রের সক্রিয় সদস্য মােসাঃ সালমা আক্তার মুন্নি (২১) কে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০১ টি সিপিইউ, ০২ টি মােবাইল ফোন, ভূয়া নিয়ােগপত্র, ২০ টি ভিজিটিং কার্ড এবং ০৮ পাতা চাকুরী বিজ্ঞাপনের স্ক্রিনশট উদ্ধার করে র্যাব। র্যাব জানায়, প্রতারক চক্রটি পরস্পর যােগসাজসে দীর্ঘদিন যাবৎ তাদের এমএলএম কোম্পানীর বিভিন্ন প্রজেক্টে সাধারন মানুষকে নিয়ােগের প্রলােভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, সে একটি সংঘবদ্ধ এমএলএম প্রতারক চক্রের সক্রিয় সদস্য। চক্রটি ডিজিটাল প্লাটফর্মে তাদের প্রতিষ্ঠানে চাকুরী দেয়ার কথা বলে বিভিন্ন পদে নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। “Bd jobs Bd” নামে একটি ফেসবুক পেইজের মাধ্যমে তারা এ প্রতারনা চালিয়ে আসছিলো। দীর্ঘদিন যাবত দেশের সাধারণ মানুষের বেকারত্বের সুযােগ নিয়ে তাদেরকে চাকুরী দেওয়ার নামে ভূয়া নিয়ােগপত্র প্রদান করে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
প্রতারনার কৌশল হিসেবে তাদের অফিস হতে চাকুরী প্রার্থীদের মােবাইলে ফোন দিয়ে একটি নির্দিষ্ট তারিখে অফিসে এসে ইন্টারভিউ দেওয়ার জন্য বলা হতো। পরবর্তীতে চাকুরী প্রার্থীরা ইন্টারভিউ এর জন্য অফিসে আসার পর তাদের নিকট হতে ফরম পূরন বাবদ ৫০০ টাকা নিতো। তারপর চাকুরী প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে তাদের চাকুরী নিশ্চিত হয়েছে বলে জানিয়ে দেওয়া হতো। চাকুরী প্রার্থীদের চাকুরীতে যোগদানের পূর্বে পদ অনুসারে ৫/৬ হাজার টাকা জামানত বাবদ আদায় করা হতাে এবং তাদের জানানাে হতাে পদ অনুসারে তাদের মাসিক ১০/১৫ হাজার টাকা বেতন প্রদান করা হবে। পরবর্তীতে উক্ত সিকিউরিটি অফিসে যােগদান করলে তাদের নিয়ােগপত্রে উল্লেখ করা হতাে প্রতি মাসে অন্তত ১০ জন নতুন চাকুরী প্রার্থী সংগ্রহ করতে হবে এবং নতুন চাকুরী প্রার্থী সংগ্রহের ভিত্তিতে তাদের বেতন প্রদান করা হবে। চক্রটি গত ০৬ মাসে প্রায় ১২৩৯ জন চাকুরী প্রার্থীকে তাদের কোম্পানীর নিয়ােগ ফরম পূরণ করে তাদের নিকট হতে ১১,২৬,২০০/- টাকা হাতিয়ে নেয় বলে র্যাব জানায়। সিকিউরিটির গার্ড নিয়ােগের নামে কোম্পানী চললেও গত ০৬ মাসে তারা কোন সিকিউরিটি গার্ড নিয়ােগ দেয়ার তথ্য উপস্থাপন করতে পারেনি ।