মোঃ শাকিল আলম
চট্টগ্রামের মিরসরাই এর বড় দারোগারহাট রূপসী ঝরনায় একজন পর্যটক দুর্ঘটনায় আক্রান্ত হলে ফায়ার সার্ভিস চট্টগ্রাম এর উপ সহকারী পরিচালক মোঃ আলী আকবর স্যারের নির্দেশনায় এবং স্টেশন অফিসার মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে সীতাকুণ্ড ফায়ার স্টেশন উদ্ধার কাজ চালায়। দীর্ঘ ৩ ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন।নিহতের নাম মেহেদী সাহানা প্রান্ত তার বাড়ি নাটোর জেলার নাটোর উপজেলার নরুল আমিনের ছেলে। চট্টগ্রাম শহরে কর্নেলহাট প্রশান্তি আবাসিক এলাকায় থাকতো সে ন্যাশনাল ইনিষ্টিটিউট অব টেকনোলজি তে সিভিল ডিপার্টমেন্ট ষষ্ট সেমিষ্টারের ছাত্র ছিলেন। উদ্ধার কাজে সক্রিয় অংশগ্রহন করে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিমের সম্মানিত সদস্য হাসেম ভাই।
পর্যটকদের প্রতি অনুরোধ থাকবে অতিউৎসাহি হয়ে এমন কোন কাজ করতে যাবেন না যা আপনার আনন্দকে বিশাদে রূপ দেয়। সীতাকুণ্ড ও মিরসরাই অঞ্চলের প্রাকৃতিক সৌদর্যময় স্থান গুলো সকলের আনন্দের অন্যতম মাধ্যম। তাই এখানে এমন কিছু করতে যাবেন না যাতে এসকল পর্যটন স্পট কতৃপক্ষ বন্ধ করে দিতে বাধ্য হয়।