মুহাম্মদ নাজমুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।

অদ্য ০৬/১২/২৪ তারিখ বিকাল ৬:৪৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি চৌকস টিম  গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার বারপাড়া এলাকার তেলিকোনা থেকে বালুতোপা সড়কের উপর  মাদক ব্যবসায়ী  মোঃ জয়নাল আবেদন (৩৫) কে আটক করে। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সে নুরপুর এলাকার হোসেন মিয়া ও সালেহা বেগমের পুত্র।

অপর একটি অভিযানে  সন্ধ্যা  ৭:২০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার অপর একটি চৌকস টিম  গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার  বালুতুফা এলাকা হতে ৩জন মাদক ব্যবসায়ী ০১। মঞ্জিল মিয়া (৭৪),পিতা- মৃত জোনাব আলী,মাতা- মৃত বুচন বিবি,সাং- সংরাইশ ,থানা:-কোতোয়ালী, জেলা- কুমিল্লা   ০২। ফাহিম হোসেন(১৯),পিতা- আবুল হোসেন ,মাতা-বেবি , সাং- নসরাইল (দক্ষিণপাড়া),থানা- কোতোয়ালি, জেলা :- কুমিল্লাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়

উক্ত ঘটনার প্রেক্ষিতে স্ব-স্ব থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য যে, আসামী মোঃ জয়নাল আবেদিন (৩৫) নামে ০৩ টি মাদকসহ মোট ০৪ টি মামলা আছে।