দাউদকান্দি মডেল থানা থেকে লুট হওয়া পিস্তল এবং গুলিসহ উদ্ধার আটক ২ জন।

মুহাম্মদ নাজমুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

অদ্য ২২/০১/২০২৫ খ্রি: তারিখ রাত ০৩:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানায় কর্মরত এসআই আব্দুল কুদ্দুস জানতে পারেন যে মোটর সাইকেলে দুই তরুন অস্ত্র সহ ঘুরাফেরা করছে।এইসময় দাউদকান্দি মডেল থানায় সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রীকালীন বিশেষ অভিযান ডিউটি করাকালে দাউদকান্দি মডেল থানার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া ভুলিরপাড়ে দাউদকান্দি মডেল থানায় অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে তল্লাশী করে একটি ৭.৬২ পিস্তল, ৯ রাউন্ড গুলি, ১ টি নাম্বার বিহীন মোটর সাইকেল উদ্ধারপূর্বক ০২ জন আসামী গ্রেফতার করা হয় । আসামীদ্বয় হল ০১। মোঃ ইসহাক তুষার ( ২৪),পিতা:- আলমগীর গ্রাম:- বাশরা,থানা:-দাউদকান্দি ০২। মেহেদী হাসান রাজা (২২), পিতা:- আবুল কাশেম,গ্রাম:-গৌরীপুর, থানা:-দাউদকান্দি
উল্লেখ্য যে, উদ্ধারকৃত অস্ত্রটি পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, সেটি গত ০৫ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দাউদকান্দি মডেল থানা থেকে খোয়া যাওয়া কুমিল্লা জেলা পুলিশের ইস্যুকৃত অস্ত্রগুলোর মধ্যে একটি এবং গ্রেফতারকৃত আসামীরা সংজ্ঞবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং চাঁদাবাজির সাথে জড়িত আছে বলে জানা যায় । এই বিষয়ে মামলা চলমান।