উচ্চকন্ঠ : মোঃ মিজানুর রহমান স্বাধীন।

চট্টগ্রামে,

পিকআপের ‘চাকার উপরে’ বিশেষ ব্যবস্থায় রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে ডিবি। কখনো বাস-ট্রাকে, কখনো বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের ভেতর, কখনো গ্যাস সিলিন্ডারে করে কক্সবাজার থেকে ইয়াবার চালান চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে মাদক ব্যবসায়ীরা। আবার শরীরের ভেতর ইয়াবা লুকিয়েও পাচারকারীরা চলাফেরা করে থাকেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ায় প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছেন ইয়াবা পাচারকারীরা। এবার তেমনই এক ইয়াবার চালান জব্দ করে গোয়েন্দা পুলিশ, যা পিকআপ ভ্যানের বাম পাশের চাকার উপর বিশেষভাবে তৈরি চেম্বারে (কুঠুরি) করে লুকিয়ে পাচার করা হচ্ছিল। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. রাজ্জাকুল ইসলাম জানিয়েছেন, বুধবার রাত ৮টার দিকে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার মোড় থেকে এমন একটি ইয়াবার চালান জব্দ করেন, যাতে ১০ হাজার ইয়াবা ছিল। এ ঘটনায় পিকআপের চালকের আসন থেকে ফারুক নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ফারুক (২৫) কক্সবাজারের উখিয়ার খয়রাতিপাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। গোয়েন্দা কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. রাজ্জাকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, পিকআপ ভ্যানে করে কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান ঢাকায় নেয়া হচ্ছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিরিঙ্গী বাজার মোড় সড়কে আমরা অবস্থান করি। প্রায় আধা ঘণ্টা পর রাত ৮টার দিকে পিকআপটি ঘটনাস্থলে পৌঁছালে সেটিকে থামানো হয়। তবে চালক প্রথমে ইয়াবা পাচারের বিষয়টি অস্বীকার করেন। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে পিকআপের চাকার উপর বিশেষভাবে তৈরি চেম্বারে (কুঠুরি) করে ইয়াবা পাচারের কথা স্বীকার করেন। এই গোয়েন্দা কর্মকর্তা জানান, ইয়াবাগুলো টেকনাফের সাবরাং মধ্যম কাটাবনিয়া এলাকার কবির আহমদের ছেলে মো. ওসমান গণির (৩২)। এসব ইয়াবা ঢাকায় নিয়ে গিয়ে মো. মামুন (৩৫) নামের একজনকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল। এ ঘটনায় জব্দ করা পিকআপটির মালিকও গ্রেপ্তার ফারুক, তিনি উক্ত পিকআপ ব্যবহার করে আগেও কয়েকবার ইয়াবা পাচার করেছেন। এ ঘটনায় বুধবার দিবাগত গভীর রাতে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বন্দর বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. রাজ্জাকুল ইসলাম।