বঙ্গবন্ধু গোল্ড কাপের গত আসরে ফিলিস্তিনের বিপক্ষে হেরেই সেমি-ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে জেমি ডের শিষ্যদের। তবে এবার তাদের বিপক্ষে জয় দিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ মিশন শুরু করতে চান তিনি।
এই টুর্নামেন্টকে সামনে রেখে গত বুধবার ক্যাম্পের প্রথম দিনে হালকা অনুশীলন করেছিল বাংলাদেশ দল। তবে পরদিন বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেন দলের হেড কোচ জেমি ডে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ফিটনেস কোনো সমস্যা নয়। কেননা ছেলেরা কদিন আগেই ফেডারেশন কাপ খেলেছে। মূল চিন্তায় বিষয় অবসাদ, কিন্তু আজ ছেলেরা ভালো অনুশীলন করেছে।”
জেমি ডে বলেন, “আমরা রক্ষণে জমাট। কিন্তু আমাদের গোল স্কোরিং নিয়ে সমস্যা আছে। প্রতিপক্ষের রক্ষণে ঢোকা, কিভাবে সুযোগ কাজে লাগানো, সেগুলো নিয়ে আমাদের কাজ করা প্রয়োজন।”
তিনি আরো বলেন, “আমরা গতবার সেমি-ফাইনালে ফিলিস্তিনের বিপক্ষে খেলেছিলাম। জানি, এটাও কঠিন ম্যাচ হবে। ফিলিস্তিন ম্যাচ আমার ছেলেদের একটা পরীক্ষা হবে। যদি আমরা তাদের হারাতে পারি, তাহলে দারুণ ব্যাপার হবে। যদি নাও হারাতে পারি, তখন শ্রীলঙ্কা নিয়ে ভাবব এবং শ্রীলঙ্কা ম্যাচ জয়ের চেষ্টা করব।”
এ আসরে খেলা আফ্রিকার দলগুলো (বুরুন্ডি, মরিশাস ও সিশেলস) শক্ত প্রতিপক্ষ হতে পারে বলে মনে করছে বাংলাদেশের কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, “তাদের হারানো কঠিন হবে। কিন্তু আমি মনে করি, ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলাও ছেলেদের জন্য নতুন চ্যালেঞ্জ হবে। আশা করি, আমরা সেমি-ফাইনালে উঠতে পারব এবং তাদের মধ্যে যে কোনো একটি দলের বিপক্ষে খেলতে পারব।”
উল্লেখ্য, আগামী ১৫ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ড কাপের ষষ্ঠ আসর। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ও শ্রীলঙ্কা।