বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরটি কিছুটা আলাদা। বিসিবি নিজস্ব অর্থায়নে বিপিএলের সপ্তম আসর পরিচালনা করছে। এছাড়া এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। আসরের নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু বিপিএল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন রোববার সাংবাদিকদের বলেন, বিপিএল স্থায়ীভাবে বঙ্গবন্ধুর নামেই হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আসরের নামকরণ করা হয় বঙ্গবন্ধু বিপিএল। মুজিব বর্ষ ২০২০ সাল থেকে শুরু হলেও বিসিবি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আয়োজনের দিক থেকে কিছুটা এগিয়ে ছিল। এখন পর্যন্ত বঙ্গবন্ধু বিপিএল বেশ সফল বলা চলে।
বেশ কিছু ইস্যুতে এবারের বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের পরিচালনায় নেয়। উঠিয়ে দেওয়া হয় ফ্র্যাঞ্চাইজি। তবে বিপিএলের আগামী আসর থেকে আবার আগের নিয়মে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হবে বলে তখন জানানো হয়। আগামী আসরে হয়তো তাই বিপিএলের নিয়ম বদলে ফ্র্যাঞ্চাইজিভিত্তিকই করা হবে। শুধু স্থায়ীভাবে নামকরণ থাকবে জাতির জনক বঙ্গবন্ধুর নামে।
সূত্র : সমকাল
এন কে / ১২ জানুয়ারি