ইনিংস বড় হচ্ছে না তামিমের

0
105

সাদা পোশাকে সর্বশেষ ফিফটি করেছিলেন ২০১৯ সালের ৮ মার্চ নিউজিল্যান্ডর বিপক্ষে ওয়েলিংটন টেস্টে। এরপরের চার ইনিংসে কোনো ফিফটি নেই। আজ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ভালোই খেলছিলেন। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৭৪ রানের জুটিও উপহার দিয়েছেন। ডোনাল্ড ত্রিপানোর বলে দেশসেরা ওপেনার আজ আউট হয়েছেন ৮৯ বলে ৭ বাউন্ডারিতে ৪১ রান করে। ৯৬ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৪৪ রানে ব্যাট করা শান্তর সঙ্গী হয়েছেন অধিনায়ক মুমিনুল।

জিম্বাবুয়ের ২২৬ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে দুই ইনিংসে ব্যর্থতার পর দেশের মাটিতেও ইনিংস বড় হয়নি সাইফ হাসানের। ভিক্টর নাউচির বলে ফিরেছেন মাত্র ৮ রান করে। ১৯ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। এরপর তামিম-নাজমুল মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে থাকেন।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ২২৬ রানে অল-আউট হয় জিম্বাবুয়ে। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারানোর পর ১১১ রানের জুটি গড়েন প্রিন্স মাসভাউরে (৬৪) এবং অধিনায়ক ক্রেইগ আরভিন। বিপজ্জনক ব্রেন্ডন টেইলর (১০), সিকান্দার রাজা (১৮) বড় ইনিংস খেলতে পারেননি। তবে সবার বিপরীতে দাঁড়িয়ে ২১৩ বলে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন ক্রেইগ আরভিন। দ্বিতীয় দিন প্রথম সেশনেই অল-আউট হয় জিম্বাবুয়ে। ৪টি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ আর নাঈম হাসান। ২টি নিয়েছেন তাইজুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here