সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার সাময়িক মুক্তি চেয়ে তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আবেদনের বিষয়টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন।

গাজীপুর জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

জানতে চাইলে তিনি বলেন, এটা আমি ঠিক বলতে পারব না। পরিবারের পক্ষ থেকে করা হয়েছে। আবেদনে সঠিকভাবে কী আছে আমার জানা নেই।

সাংবাদিকরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোল নিয়ে প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন, এ বিষয়টিও সম্পূর্ণ তার ও তার পরিবারের ব্যাপার। সেক্ষেত্রে আমরা এখন কিছু বলতে চাই না। তবে দলের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে চিঠির বিষয়ে জানতে শামীম ইস্কান্দার কিংবা খালেদা জিয়ার পরিবারের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।