সাংবাদিক রফিকুল ইসলাম

করোনা ভাইরাস দেশে আঘাত হানার সাথে সাথে বাংলাদেশ পুলিশ বাহিনী কাজ করে চলেছে দিনরাত এরাও তো এদেশের মানুষ এদের তো মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আছে এরাও তো একবারও চিন্তা করে নাই যে আমাদের তো ক্ষতি হতে পারে ওরা চিন্তা করেছে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী দেশের ক্লান্তি সময় বাংলাদেশ পুলিশ যে ভূমিকা পালন করছে বাংলাদেশ পুলিশ বাহিনীর ইতিহাস হয়ে থাকবে আমি মনে করি আজ কোথায় ও করো না রোগী আক্রান্ত হলে প্রথমে পুলিশ বাহিনী। মারা যাওয়ার পরে লাশ পুলিশের কান্দে বাস কাটছে পুলিশ দাপন করছে পুলিশ ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছে পুলিশ পুলিশের রেশন দিয়া অসহায়দের মাঝে বিতরণ করছে পুলিশ কারো ঘরে খানা না থাকলে কল পেলেই সাথে সাথে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছে পুলিশ রাস্তায় গাড়ি দিয়ে মহড়া দিচ্ছে পুলিশ আমাদেরকে সতর্ক করছে পুলিশ আমাদেরকে বারে বারে ঘরে থাকার জন্য সতর্ক করতেছে পুলিশ প্রথমে কোথায় ও লকডাউন হলে আশেপাশের যে কত জন লোক আছে ওদের খাওয়ার ব্যবস্থা করতেছে পুলিশ ওখানে পাহারা দিচ্ছি পুলিশ আমরা কি একবারও তাদের কথা ছিন্তা করেছি তারা আমাদের কে কেনো বারে বারে সতর্ক করতেছে আমারা যেনো ঘরে থাকি আমরা তাদের কথা একবারো শুনেছি প্রিয় দেশবাসী এখনো সময় আছে ঘরে থাকেন ঘরে থাকলে ভালো থাকবেন আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে আপনার পরিবার ভালো থাকলে এদেশের মানুষ ভালো থাকবে দয়া করে ঘরে থাকুন। ঘর থেকে এই মহামারীর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেশের জন্য ও দেশের মানুষের জন্য দোয়া করুন যারা আমাদের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী। ও ডাক্তাররা যারা।
দিন রাত এক করে কাজ করে যাচ্ছেন তারা, কোনো প্রকার অভিযোগ ছাড়াই। হ্যাঁ, আমাদের পুলিশ ভাইদের কথা বলছি। তারা সত্যিই অক্লান্ত পরিশ্রম করছেন, শুধু আমাদেরকে করোনা নামক মহামারী থেকে সুরক্ষিত রাখতে। সারাটা দিন আমাদের পেছনে ছুটতে ছুটতে শরীরটা যখন ক্লান্ত হয়ে যায় তখন তো আর কিছু বলার থাকে না সবাইকে সতর্ক করতে গিয়ে তারা ভুলেই যান যে তাদেরও একটা বাসা আছে, পরিবার আছে। মা-বাবা আছে ভাই বোন আছে স্ত্রী ছেলেমেয়ে আছে আমরা কি পারি না এই পুলিশ,ও ডাক্তারদের দিকে তাকিয়ে হলেও নিজেদের একটু নিয়ন্ত্রণে রাখতে? আমরা যদি শুধু আমাদের কথা চিন্তা করেও বাসায় থাকতাম, তাহলে হয়তো এই মানুষগুলোর এতোটা কষ্ট করতে হতো না।

মহান আল্লাহ্‌ তাআলার কাছে পাঁচ অক্ত নামাজ পড়ে দোয়া করবেন যেন এই মানুষগুলো ভালো থাকেন।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন।

সাংবাদিক রফিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
সাপ্তাহিক দুর্নীতির সন্ধানে
ও দৈনিক সকালের সময়
কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি
01722433544
01822433544