চেন্নাই সুপার কিংসের ১৩ জনের করোনা ধরা পড়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরে যান সুরেশ রায়না। প্রথমে মনে করা হয়েছিল যে, করোনার ভয়ে তিনি টুর্নামেন্টে খেলবেন না। পরে জানা যায়, তার পিসেমশাইকে ডাকাতরা খুন করেছে। একই হামলায় তার পিসতুতো ভাইও মারা গেছেন। কিন্তু এসব ঘটনার পরেও শোনা যাচ্ছে নতুন এক ঘটনা! যা বেশ আশ্চর্যের।

সুরেশ রায়না নাকি চেন্নাই অধিনায়ক ধোনির মতো ব্যালকনিসহ হোটেল রুম চেয়েছিলেন। দুবাইতে চেন্নাই ফ্রাঞ্জাইজি তাকে তেমন ঘর দিতে অস্বীকার করে। সেই নিয়ে দুই পক্ষের ঝামেলা শুরু হয়। রায়না তাই দেশে ফিরে আসেন। এবার শোনা যাচ্ছে, রায়না দুবাইতে ফিরে দলের সঙ্গে যোগ দিতে পারেন! তবে আপাতত তিনি পরিবারের পাশে থাকতে চান। তবে এর মাঝেই চেন্নাই দলের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে রায়নাকে নাকি বাদ দেওয়া হয়েছে!

জানা গেছে, রায়নার বিষয়ে চেন্নাই টিম ম্যানেজমেন্ট একেবারেই খুশি নয়। আর তাই দলের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। দুবাই ছেড়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই রায়নাকে সিএসকের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে ছেঁটে ফেলা হয়। এমনকি সিএসকে ম্যানেজমেন্ট এবং সিইওর কাছে নিজের মতামত জানাতে পারেননি রায়না। তবে কোচ স্টিফেন ফ্লেমিং এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।