সানাউল্লাহ

কুমিল্লা জেলা চান্দিনা উপজেলার অন্যতম ব্যস্ত সড়ক বদরপুর টু চান্দিনা।সড়কের পাশে এইভাবেই স্তুপ করে রাখা হচ্ছে ময়লা-আবর্জনা। এইটি চান্দিনা উপজেলা সদর থেকে প্রায় ২কিলোমিটার পশ্চিমে বড়পুল সংলগ্নে অবস্থিত।

রাস্তার পাশের এইসব ময়লার স্তূপ থেকে বের হওয়া উৎকট দুর্গন্ধে চরম বিপাকে এ পথে নিয়মিত যাতায়াতকারী বাড়েরা, ডুমুরিয়া, দোবাড়িয়া,গড়ামারা, গণিপুর, মাইজখার, বদরপুর, করতলাসহ আশেপাশের বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ।স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ভাবে দিনের পর দিন পৌরসভা থেকে এসব ময়লা-আবর্জনা ফেলায় দুর্ভোগ চরমে পৌঁছে গেছে। নাকে কাপড় ছাড়া কিংবা নিশ্বাস বন্ধ না করে এই রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব। অসুস্থ ও মুমূর্ষু রুগীদের এ রাস্তাদিয়ে যাতায়াত করা খুবই ঝুকিপূর্ণ।

তাছাড়াও সেখান থেকে প্রতিনিয়ত যে দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ। আশা করি সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ অতিশীগ্রই জনমানবহীন কোন নির্জন এলাকায় এসব ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা করবেন।