সানাউল্লাহ দোহা(কাতার)প্রতিনিধি।

বিশ্বকে নাড়িয়ে দেওয়া কোভিড-১৯ মহামারীর মাঝেও কাতার বিশ্বকাপের প্রস্তুতি যেভাবে এগিয়ে চলেছে, তাতে সন্তুষ্ট ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

নির্মাণাধীন আল বাইত স্টেডিয়ামের সৌন্দর্য্য দেখে ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। এ সপ্তাহে কাতার সফরকালে ৬০ হাজার দর্শক ধারণক্ষমতার আল বাইত স্টেডিয়াম পরিদর্শন করেন ৫০ বছর বয়সী ইনফান্তিনো।

স্থানীয় আয়োজকদের সঙ্গে বৈঠকের আগে ‘সেভেন-এ- সাইড’ একটি ম্যাচও খেলেন ফিফা প্রধান। বুধবার ফিফার ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে আল বাইত স্টেডিয়াম নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান তিনি।“আল বাইত স্টেডিয়ামটি অবিশ্বাস্য সুন্দর; সত্যিকারের একটি ফুটবল স্টেডিয়াম।

এতে সত্যিকারের ফুটবল ও স্থানীয় সংস্কৃতির ছোঁয়া আছে। এর উপরিতলের অংশটা অনন্য আর ছাদের অ্যারাবিক ছাঁচগুলো সত্যিই খুব সুন্দর। আমি ভাষা খুঁজে পাচ্ছি না।”