আবুল হাসান শান্ত, সিনিয়র রিপোর্টার, কুমিল্লা


গত ১০ ডিসেম্বর ব্রাহ্মণপাড়া উপ নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা প্রতিবাদে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির।

আরও উপস্থিত ছিলেন যুমনা টিভির কুমিল্লা প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ, এসএ টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুছা, চ্যানেল টুয়েন্টিফোরের কুমিল্লা প্রতিনিধি জাহিদ রহমান, ডাক প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হাবিব আল জালাল, ফটোসাংবাদিক ফোরামের সহ সভাপতি মনির হোসেন, এমদাদুল হক সোহাগ, ফটো সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক জুয়েল খন্দকার, ক্রীড়া সম্পাদক শাহ ইমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমিত মজুমদার, প্রতিদিনের সংবাদের কুমিল্লা প্রতিনিধি মারুফ আহম্মেদ কল্প, বাংলাট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম, চেতনায় ৭১ এর সম্পাদক মাইনুল হক স্বপন, সকালের সময়ের দক্ষিণ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, দুর্নীতির সন্ধানের কুমিল্লা প্রতিনিধি ম্যাক রানা, সমাজকন্ঠের ফারুক আজম, চ্যানেল এ চেয়ারম্যান আলে এমরান, দৈনিক গণতদন্তের গোলাম কিবরিয়া।

আরও উপস্থিত ছিলেন টুয়েন্টিফোরের টিভির ক্যামেরা পার্সন মহিন, মাইটিভির ক্যামেরা পার্সন সাফায়েত, এসটিভি ক্যামেরা পার্সন আরাফাত আদর।

উল্লেখ্য গত ১০ ডিসেম্বর সন্ত্রাসী হামলায় কুমিল্লা ফটোসাংবাদিক ফোরামরর সাধারণ সম্পাদক, জাগরনী টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান ও অন নিউজের হেড অব নিউজ জহিরুল হক বাবুসহ ৪ জন সাংবাদিক আহত হয়। এ ঘটনায় ২৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় বিল্লাল হোসেন নামে একজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচী দেয়া হবে। মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নিকট দাবি জানানো হয়।