শহিদুল ইসলাম শহিদ:
নওগাঁ, মান্দা প্রতিনিধি নওগাঁর মান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামের।এই ঘটনায় আহত হয় সেফাতের ছেলে মফিজ উদ্দিন (৫০)। মফিজ উদ্দিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ এর বিবরণী সূত্রে জানা যায়, মফিজ উদ্দিনের ক্রয় কৃত সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন । এমনতো অবস্থায় বিবাদী গন আসাদ আলী মৃধার দুই ছেলে আব্দুর রকিব ও শরিফুল ইসলাম ,আব্দুল রকিব এর দুই ছেলে আরিফুর রহমান ও তারেক, মৃত আফজালের ছেলে আদম আলী। মফিজ এর দখলে থাকা সম্পত্তিতে বাঁশ দিয়ে বেড়া লাগায়।
মফিজ উদ্দিন তাদেরকে বেড়া লাগাতে বাধা প্রদান করলে তারা মফিজকে এলোপাতাড়িভাবে মারধর করে এবং একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে করে মফিজ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা। এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।