খোকসা প্রতিনিধি:
১৫ ই আগস্ট বাঙালি জাতির জন্য একটি কলঙ্কময় দিন হিসেবে ইতিহাসের পাতায় লেখা আছে। এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এবং তার পরিবারের সবাইকে হত্যা করেন ঘাতক বাহিনীরা। সেদিন থেকেই বাঙালি জাতির কাছে এই দিনটি কলঙ্কিত অধ্যায় হিসেবে লেখা হয়েছে।
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশের মত খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে এমনটিই জানিয়েছে ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শরীফ হোসেন নয়ন।
তিনি বলেন বঙ্গবন্ধু এখনো বেঁচে আছে এই বাংলার কোটি মানুষের বুকে তার আদর্শে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আজ কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করেছে।
আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ ই আগস্ট এ হত্যাকাণ্ডের সকল শহীদদের শান্তি কামনা করি।