ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া- তারাবুনিয়া সড়কে উত্তর শিয়ালকাঠী ৮নং ওয়ার্ডের লিটন সিকদারের বাড়ী সংলগ্ন সড়কে অবৈধ ট্রলারটেম্পুর ধাক্কায় নুসরাত নামের ৩ বছরের এক শিশুর প্রান হারায়। স্থানীয় সুত্রে জানা যায় যে, শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে ভাণ্ডারিয়া গরুরহাট থেকে তারাবুনিয়ার দিকে বেপরোয়া গতিতে মায়ের দোয়া নামের খালি ট্রলারটেম্পুটি যাওয়ার সময় রাস্তার উপরে দাড়িয়ে থাকা শিশুটিকে ধাক্কা দিলে শিশু নুসরাত গুরুতর আহত হয়।
আহত অবস্থায় তাকে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মেডিকেলের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টা ১৫ মিনিট এর সময় ইন্তেকাল করেন। শিশু নুসরাত কয়েকদিন আগে উত্তর শিয়ালকাঠি গ্রামের ৮নং ওয়ার্ডে নানা শহিদুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন,নুসরাতের পিতা মো রায়হান ও মাতা নার্গিস বেগম রাজাপুর উপজেলার রোলা গ্রামের বাসিন্দা
ভাণ্ডারিয়া থানার ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, বরিশাল কোতোয়ালি থানার ওসি লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। তবে এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়ের করা হবে।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট ঐ একই গ্রামের আঃ রব (৭০) নামের এক বৃদ্ধ অবৈধ ট্রলির ধাক্কায় ইন্তেকাল করেছেন।