মান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত ১

0
180

শহিদুল ইসলাম শহিদ: নওগাঁ, মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় খুশি আক্তার নামে এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ২৫ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি হলেন, খুশি আক্তার ( ১৮) পিতাঃ মোঃ দুলাল হোসেন এর মেয়ে গ্রাম শ্রীরামপুর মধ্যপাড়া।

সে চিকিৎসা জন্য রাজশাহীর উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে সাতবাড়িয়া নামক স্থানে নওগাঁ টু রাজশাহী মহা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহত খুশিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সম্পর্কে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। মৃত্যু ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।