নওগাঁ মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর এক কর্মী নিহত হয়েছেন। নিহত কর্মীর নাম রানা (৩৫)। রানা উপজেলার গণেশপুর ইউপির শ্রীরামপুর গ্রামের মৃত নাসির উদ্দীন শাহার ছেলে। গত শুক্রবার (১২ নভেম্বর) প্রতীক বরাদ্দের পর গণেশপুর ইউপির সতীহাট বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নৌকা প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ কর্মী আহত হয়েছিলেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনজন আহতের মধ্যে রানা ছিলেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর কর্মী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রানার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর ৪টায় দিকে তিনি মারা যান। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।