বিশেষ প্রতিনিধি: খালেদ খান
অদ্যকার ২১ এপ্রিল সোমবার রাজধানীর অভিজাত হোটেল লে মেরিডিয়ানে বীনা ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান জনাব হাফেজ জিয়াউর রহমান এর সভাপতিত্বে হজ্জ ২০২৫ ব্যাগেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের আল ওকালা কোম্পানির চেয়ারম্যান ড. সাহির মাতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ্জ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি জনাব সৈয়দ গোলাম সরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হজ্জ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব জনাব ফরিদ আহমেদ মজুমদার।
বক্তারা রাজকীয় সৌদি সরকারের ‘রোড টু মক্কা’ ইনিশিয়েটিভ নিয়ে আলোচনা করছেন যাতে এ বছর বাংলাদেশের হাজীদের লাগেজ নিয়ে পেরেশানি কম হয়। সম্মানিত হাজি সাহেবদের ব্যাগেজ সমস্যা নিরসন লক্ষ্যে বীনা ইন্টারন্যাশনাল কোম্পানি এবং আল ওকালা কোম্পানির চেয়ারম্যান ড. সাহির মাতার এর সাথে একটি চুক্তি হয়েছে।
আসন্ন হজ্জে বাংলাদেশী হাজিদের ব্যাগেজ বহন প্রজেক্ট “রোড টু মক্কা’র সকল সুপারভিশন ও ম্যানেজমেন্ট পরিচালিত হবে বীনা ইন্টারন্যাশনাল কোম্পানির মাধ্যমে।