কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর সাদৃশ্য ইউনিফর্মসহ চারটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকা থেকে মাটি চাপা দেয়া অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
অস্ত্রগুলোর মধ্যে দুইটি রাইফেল ও দুইটি দেশীয় তৈরী বন্দুক রয়েছে। এসময় সেনাবাহিনী সাদৃশ্য ৪টি সেট ইউনিফর্ম, ২টি রাইফেলের গুলি ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মন্ছুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় পুলিশ অভিযান চালান। এ সময় মাটি চাপা দেয়া অবস্থায় দুইটি রাইফেল ও ২টি লম্বা বন্দুক উদ্ধার করা হয়। একই সাথে সামরিক বাহিনীর পোশাকের মত ৪টি পোশাক পাওয়া যায়।
এছাড়াও ২টি রাইফের গুলি ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কোন সন্ত্রাসী গ্রুপ এসব অস্ত্র নিয়ে ডাকাতি বা বিভিন্ন অপরাধমুলক কাজে ব্যবহারের জন্য মজুদ করে রাখছিল। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করছে। তদন্ত না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।অস্ত্রগুলো থানায় জমা রাখা হয়েছে।’