বশেমুরবিপ্রবিতে প্রভোস্ট-চেয়ারম্যানসহ ৭ জনের পদত্যাগ

0
74

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দুটি হলের প্রভোস্ট এবং বিভিন্ন অনুষদের চার বিভাগের চেয়ারম্যানসহ ৭ জন পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারীরা সাবেক উপাচার্য অধ্যাপক খোন্দাকার নাসিরউদ্দীনপন্থী হিসেবে পরিচিত।

পদত্যাগের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরুদ্দীন আহমেদ নিশ্চিত করেছেন

পদত্যাগকৃত সাতজন হলেন- আইন বিভাগের চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস মিয়া, কৃষি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম এ সাত্তার, ফুড এন্ড এগ্রো প্রসেসিং ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নাজমুল হক শাহীন, লাইভস্টক সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান মো. শফিকুজ্জামান, শেখ রেহেনা হলের প্রভোস্ট মো. মজনুর রশিদ, শেখ রাসেল হলের প্রভোস্ট রবিউল ইসলাম এবং একই হলের সহকারী প্রভোস্ট মো. মুরাদ হোসেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এসকল শিক্ষক এবং কর্মকর্তারা সাবেক উপাচার্যের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন এবং বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকা ছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে হুমকি দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here