ইতালিতে ট্রেন দুর্ঘটনা; নিহত ২

0
97

ইতালিতে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনা অন্ত দু’জন মারা গেছেন। দুর্ঘটনায় নিহতরা দু’জনই চালক বলে ধারণা করা হচ্ছে। ইতালির উত্তরাঞ্চলীয় লোডি শহরে এই দুর্ঘটনা ঘটেছে।  দেশটির জরুরি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে ।

জানা গেছে, দুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি উল্টে গেছে। এই দুর্ঘটনায় প্রায় আহত হয়েছেন আরো কয়েকজন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। 

ট্রেনটি মিলান শহর থেকে দক্ষিণাঞ্চলীয় সালের্নো শহরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর পরই মিলান-বোলোগনা রুটে দ্রুত গতির সব ট্রেন সেবা বাতিল করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল কর্মীরা। 

সূত্র : বিবিসি, ডয়েচেভেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here