Al Morsalen Faisal – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Tue, 17 Sep 2019 09:11:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 মেট্রোরেলের জন্য আলাদা পুলিশ ইউনিট হবে https://ucchakontha.com/archives/4143 https://ucchakontha.com/archives/4143#respond Tue, 17 Sep 2019 09:11:52 +0000 https://ucchakontha.com/?p=4143 মেট্রোরেলের নিরাপত্তার জন্য আলাদা পুলিশ ইউনিট গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর মেট্রোরেল প্রকল্পের অগ্রগতি নিয়ে আজ সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেলের সিকিউরিটির জন্য মেট্রোরেল পুলিশ থাকবে। তাদের ট্রেনিং দিতে হবে। অনুষ্ঠানে ঢাকার সাবেক পুলিশ কমিশনার বর্তমানে জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়াকে এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করেন প্রধানমন্ত্রী।

এসময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে মেট্রোরেল প্রকল্পের অগ্রগতির চিত্র তুলে ধরেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

শেখ হাসিনা বলেন, সময় বেশি নেই, এখনই এ নিয়ে কাজ শুরু করতে হবে। সারা বিশ্বে মেট্রোরেলের জন্য আলাদা নিরাপত্তা ইউনিট থাকার কথা। সে আলোকে আমাদেরও এগিয়ে যেতে হবে।

মেট্রোরেলের নির্মাণকাজের সার্বিক গড় অগ্রগতি ৩০.০৫ শতাংশ জানিয়ে তিনি বলেন, প্রকল্পের প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে কাজের অগ্রগতি ৪৬ শতাংশ। এছাড়া দ্বিতীয় পর্যায়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে কাজের অগ্রগতি ২৩.৫০ শতাংশ এবং ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সিস্টেম ও রোলিং স্টক (রেলকোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ১৯.৮৭ শতাংশ।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (এমআরটি) লাইন-৬ প্রকল্প বা মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হয় ২০১২ সালে। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।

সে লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে নির্মাতা সংস্থা ঢাকা ম্যাস-ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ প্রকল্পের টাইমলাইন অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে উত্তরা-আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ রুটে মেট্রোরেল চালুর কথা রয়েছে।

প্রায় ২২ হাজার কোটি টাকার এই প্রকল্পে ১৬ হাজার ৫৯৪ কোটি টাকার আর্থিক সহায়তা দিচ্ছে জাইকা। পাঁচ হাজার ৩৯০ কোটি ৪৮ লাখ টাকা ব্যয় করছে সরকার। ২০১২ সালের ১৮ ডিসেম্বর সরকার এ প্রকল্প অনুমোদন করে। প্রাথমিক মেয়াদকাল ছিল ২০১২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত। ২০১৬ সালের ২৬ জুন নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

]]>
https://ucchakontha.com/archives/4143/feed 0
প্রধানমন্ত্রী ‘রাজহংস’ উদ্বোধন করবেন আজ বিকালে https://ucchakontha.com/archives/4140 https://ucchakontha.com/archives/4140#respond Tue, 17 Sep 2019 09:09:19 +0000 https://ucchakontha.com/?p=4140 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করবেন আজ মঙ্গলবার বিকালে।

বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) ভিভিআইপি টারমাকে আনুষ্ঠানিকভাবে নতুন সংগৃহীত জাতীয় পতাকাবাহী বিমান ‘রাজহংস’ উদ্বোধন করবেন তিনি।

অবশেষে রাষ্ট্রীয় পাতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক প্রযুক্তির চতুর্থ ও শেষ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’ (বিজি-৫০০৪) ১৪ সেপ্টেম্বর দেশে পৌঁছায়।

বাংলাদেশ বিমানের বহরে চতুর্থ বোইং ৭৮৭/৮ ড্রিমলাইনার যুক্ত হয়েছে। এটি জাতীয় পতাকাবাহী ১৬-তম বিমান।

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার বিকাল পৌনে ৪টায় রাজহংস দেশে এসে পৌঁছায়। প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকাল ৪টায় রাজহংসের উদ্বোধন করবেন।

বিমান সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টায় রাজহংস ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বাংলাদেশ সময় শনিবার বিকাল পৌনে ৪টায় পৌঁছায়।

এর আগে রাডারের কারিগরি ত্রু টি সারানোর পর বিমানের কাছে রাজহংসকে হস্তান্তর করে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। আনুষ্ঠানিকভাবে বিমানকে রাজহংসের ছাড়পত্রসহ চাবি বুঝিয়ে দেয় সংস্থাটি।

বিমানের পক্ষে পরিচালক (প্রকিওরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) মো. মমিনুল ইসলামের হাতে রাজহংসের মালিকানা হস্তান্তরসহ চাবি বুঝিয়ে দেন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের পরিচালক (ডেলিভারি কন্টাক্ট) জন বর্বার।

এ সময় বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদসহ বিমান ও বোয়িং সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। ইতিমধ্যে চারটি নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিমানবহরে যুক্ত হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাওয়া চারটি ড্রিমলাইনারের নাম পছন্দ ও বাছাই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

]]>
https://ucchakontha.com/archives/4140/feed 0
জাতিসংঘে শেখ হাসিনার ভাষণ ২৭ সেপ্টেম্বর https://ucchakontha.com/archives/4010 https://ucchakontha.com/archives/4010#respond Fri, 13 Sep 2019 06:20:59 +0000 https://ucchakontha.com/?p=4010 প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর। জাতিসংঘ সদর দফতরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এর পরদিন ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধু মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলিত হবেন গণমাধ্যম কর্মীদের সাথে। এদিন দুপুরে টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে নাগরিক সংবর্ধনা সমাবেশে ভাষণ দেয়ার কথা তার।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৩তম জন্মদিন, সে আলোকেই সবকিছু সাজানো হচ্ছে বলে জানান সংবর্ধনা সমাবেশের আয়োজকরা।কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্যে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আসবেন শেখ হাসিনা। এটি হবে তার ১৬তম ভাষণ এবং যথারীতি বাংলায় তা উপস্থাপন করবেন। এবারের ভাষণ ছাড়াও জলবায়ু, টেকসই উন্নয়ন এবং জনস্বাস্থ্য, শরণার্থী বিষয়ক শীর্ষ সম্মেলনেও ভাষণ দেয়ার কথা প্রধানমন্ত্রীর।

জাতিসংঘে সমস্ত কার্যক্রমের সমন্বয় ঘটাবে বাংলাদেশ মিশন। এ নিয়ে সকলেই ব্যস্ত রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের নেতৃত্বে। এছাড়াও ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা বাহিনীর লোকজন আগেই আসার কথা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনও যথারীতি আগেই নিউইয়র্কে এসে সমস্ত কর্মসূচি নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে জানা গেছে। আরও জানা গেছে, বেশ কটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের প্রধানদের সাথে শেখ হাসিনার বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেগুলো জাতিসংঘ এবং শেখ হাসিনার হোটেল কক্ষে হতে পারে। সফরসঙ্গীর অধিকাংশই গ্র্যান্ড হায়াতে উঠলেও প্রধানমন্ত্রীসহ তার ঘনিষ্ঠ কর্মকর্তারা থাকবেন হোটেল প্যালেসে। সেই হোটেলে প্রেসিডেন্ট ট্রাম্প, প্রধানমন্ত্রী মোদিসহ বেশ ক’টি দেশের প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রীরা থাকবেন।

এদিকে, দলীয় সভাপতি শেখ হাসিনাকে জেএফকে এয়ারপোর্টে বিপুলভাবে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি চলছে আওয়ামী পরিবারে। আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জনসংযোগ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে সাংগঠনিক বিরোধী এবং সম্মেলনের দাবিতে পৃথক সভা-সমাবেশ হলেও শেখ হাসিনার সকল অনুষ্ঠানের প্রতি অঘোষিত ঐক্য বিরাজ করছে। এয়ারপোর্ট, জাতিসংঘের সামনে এবং নাগরিক সংবর্ধনাস্থলে সকলেই দলে দলে জড়ো হবার সংকল্প ব্যক্ত করছেন। সভাপতি ড.সিদ্দিকুর রহমানও চষে বেড়াচ্ছেন বাংলাদেশী অধ্যুষিত এলাকায়। সকলের প্রতি আহবান রাখছেন নেত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরের সময় সরব থাকার জন্যে। কোনো দল যদি কোন অশুভ আচরণে প্রবৃত্ত হয়, তাহলে তা যেন নিয়মতান্ত্রিকভাবে প্রতিহত করা হয়-সে অনুরোধ জানাচ্ছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।

আওয়ামী লীগের অপর অংশের নেতৃত্বে রয়েছেন ড. প্রদীপ রঞ্জন কর, মিসবাহ আহমেদ, ফরিদ আলমসহ অনেকে। তারাও একই ভাষায় প্রবাসীদের আহবান জানাচ্ছেন সভাপতি শেখ হাসিনার জাতিসংঘ সফরকে সর্বাত্মকভাবে সফল করার জন্যে। 

]]>
https://ucchakontha.com/archives/4010/feed 0
জাবিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ https://ucchakontha.com/archives/4007 https://ucchakontha.com/archives/4007#respond Fri, 13 Sep 2019 06:15:21 +0000 https://ucchakontha.com/?p=4007 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ( সম্মান) ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক চুড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ)পরীক্ষার মধ্য দিয়ে এ বছর ভর্তি যুদ্ধ শুরু হবে।

ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘পরীক্ষা পরিচালনা কমিটির মিটিংয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এই সময়সূচি প্রকাশ করা হবে।’

তিনি জানান, ২৩ সেপ্টেম্বর ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) অবশিষ্ট এবং  ‘এইচ’ ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি), ২৪ সেপ্টেম্বর  ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ২৫ সেপ্টেম্বর ‘ডি’ ইউনিটের অবশিষ্ট এবং ‘জি’ ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্রেশন, আইবিএ-জেইউ), ২৬ সেপ্টেম্বর ‘এফ’ ইউনিট (আইন অনুষদ) এবং ‘আই’ ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)।

২৯ সেপ্টেম্বর  ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতিত), ৩০ সেপ্টেম্বর ‘সি’ ইউনিটের অবশিষ্ট,  ‘সি১’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এবং ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং সর্বশেষ ১ অক্টোবর ‘বি’ ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, প্রতি বছরের মতো এবারো ছয়টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট  শুরু হবে সকাল ৯ টায় আর শেষ হবে সকাল ১০ টায়। দ্বিতীয় শিফট সকাল ১০.২৫-১১.২৫, তৃতীয় শিফট দুপুর ১১.৫০-১২.৫০, চতুর্থ শিফট দুপুর ১.৫০-২.৫০, পঞ্চম শিফট দুপর ৩.১৫-৪.১৫ এবং ছষ্ঠ শিফট দুপর ৪.৪০-৫.৪০ সময়ে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, এ বছর ১৮৮৯ আসনের বিপরীতে লড়বে তিন লাখ ৫৯ হাজার ৯৬২ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য ভর্তি যুদ্ধে অবতীর্ণ হবে ১৯১ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য (www.ju-admission.org) ওয়েবসাইট থেকে জানা যাবে।

]]>
https://ucchakontha.com/archives/4007/feed 0
ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেব না : পাকিস্তান https://ucchakontha.com/archives/4004 https://ucchakontha.com/archives/4004#respond Fri, 13 Sep 2019 06:03:24 +0000 https://ucchakontha.com/?p=4004 পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল বলেছেন, তার দেশ কখনোই দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।

তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে গোপন যোগাযোগের কোনও ঘটেনি। কারণ পাকিস্তান ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেবে না। খবর আনাদোলু এজেন্সির। তিনি জানান, পাকিস্তান বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে।

এ সময় তিনি ফিলিস্তিনের পশ্চিম তীরের বিশাল অংশকে ইসরায়েলের অংশ করার পরিকল্পনার তীব্র নিন্দা জানান। 

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং ইসলামাবাদ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছে।

]]>
https://ucchakontha.com/archives/4004/feed 0
সিজার ছাড়াই ব্যথা মুক্ত সন্তান প্রসব https://ucchakontha.com/archives/4001 https://ucchakontha.com/archives/4001#respond Fri, 13 Sep 2019 06:01:35 +0000 https://ucchakontha.com/?p=4001 বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বাড়ছে সিজারের মাধ্যমে সন্তান প্রসবের হার। অনেক সময় প্রয়োজন না হলেও সিজার করা হয়। এতে প্রচুর অর্থের যেমন অপচয় হয় তেমনি প্রসব পরবর্তীকালে মা ও সন্তান দুজনেরই স্বাস্থ্যঝুঁকিতে পড়ার আশঙ্কা থাকে। অপ্রয়োজনীয় সিজার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ব্যথামুক্ত সন্তান প্রসব পদ্ধতি এপিডিউরাল অ্যানালজেসিয়া।

রাজধানীর বিভিন্ন হাসপাতালে দম্পতিরা এই পদ্ধতিতে সন্তান প্রসব করাচ্ছেন। এই পদ্ধতির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলেও জানিয়েছেন চিকিৎসকরা। তেমনই এক দম্পতি মুশফিকুর-সানজিদা। তাদের কোল জুড়ে এসেছে নতুন সদস্য। যেখানে দেশের হাসপাতালে ৮০ ভাগের বেশি শিশুর জন্ম হয় সিজারের মাধ্যমে, সেখানে স্বাভাবিক প্রসবে জন্ম সানজিদার সন্তানের। আর তা ছিলো ব্যথামুক্ত প্রসব।গবেষণা থেকে জানা যায়, প্রতিবছর সিজারের মাধ্যমে সন্তান প্রসবের জন্য সারা দেশে রোগীদের কাছ থেকে অতিরিক্ত নেয়া হয় প্রায় ১২শ’ কোটি টাকা। আর এসব সিজার অপ্রয়োজনীয় এবং ঝুঁকিপূর্ণ।

মুশফিকুর-সানজিদা জানান, তারা জেনে বুঝেই এই পদ্ধতি বেছে নিয়েছেন। এই পদ্ধতি দেশে বিস্তারের জন্য বিভিন্ন পর্যায় থেকে উদ্যোগ নেয়া হচ্ছে। 

সূত্র: চ্যানেল ২৪

]]>
https://ucchakontha.com/archives/4001/feed 0
গাজীপুরে মিনিস্টার ফ্রিজ কারখানায় আগুন https://ucchakontha.com/archives/3998 https://ucchakontha.com/archives/3998#respond Fri, 13 Sep 2019 05:58:08 +0000 https://ucchakontha.com/?p=3998 গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মিনিস্টার মাইওয়ান কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন রশিদ জানান, শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মাইওয়ান মিনিস্টার কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুর ও টঙ্গীর পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

আগুন কারখানার ছয়তলার গুদামে ছড়িয়ে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি বলে জানান তিনি।

]]>
https://ucchakontha.com/archives/3998/feed 0
সীমান্ত পিলার থেকে মুছা হলো পাকিস্তানের নাম https://ucchakontha.com/archives/3995 https://ucchakontha.com/archives/3995#respond Fri, 13 Sep 2019 05:55:35 +0000 https://ucchakontha.com/?p=3995 বাংলাদেশ-ভারত সীমান্তের ‘সীমান্ত পিলার’ থেকে বিদায় নিলো পাকিস্তানের নাম। সীমানা পিলারগুলোতে থাকা ‘PAKISTAN/PAK’ লেখা মুছে দিয়ে লেখা হয়েছে ‘BANGLADESH/BD’। স্বাধীনতার ৪৮ বছর পর সীমান্ত পিলারে পাকিস্তানের নাম মুছে বাংলাদেশের নাম লেখার এ কাজটি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি সদস্যরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে এরই মধ্যে সীমান্ত পিলারগুলোতে PAKISTAN/PAK লেখা মুছে BANGLADESH/BD লেখার কাজ প্রায় শেষ করে ফেলেছে। লেখা প্রতিস্থাপনের ফলে বিজিবিসহ সীমান্তবর্তী মানুষের মনোবল আরও বেড়ে গেছে।

বিজিবি জানিয়েছে, ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর সীমান্ত এলাকায় আট হাজারেরও বেশি পিলারে ইংরেজিতে খোদাই করে IND-PAK/INDIA-PAKISTAN লেখা ছিল। এর মধ্যে সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম সীমান্তের অনেক পিলারেই লেখা ছিল PAKISTAN/PAK।

একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা পেলেও সীমান্ত পিলারগুলোতে পাকিস্তানের নামই থেকে গিয়েছিল। বিষয়টি নিয়ে সীমান্ত এলাকার মানুষরাও বিড়ম্বনার মধ্যে ছিলেন।

সীমান্ত পিলারের বিষয়টি নজরে আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বিজিবির সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং বিজিবির নিজস্ব তহবিল দিয়ে পিলারগুলোতে PAKISTAN/PAK লেখা পরিবর্তন করে BANGLADESH/BD লেখার কাজ শুরু করেন।

]]>
https://ucchakontha.com/archives/3995/feed 0
আশুরার দিনে কারবালায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু https://ucchakontha.com/archives/3841 https://ucchakontha.com/archives/3841#respond Tue, 10 Sep 2019 18:20:45 +0000 https://ucchakontha.com/?p=3841 ইরাকের ঐতিহাসিক কারবালা শহরে পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

নিরাপত্তাকর্মীদের বরাতে বার্তাসংস্থা এপি জানিয়েছে, মিছিল চলাকালে রাস্তার পাশের একটি স্থাপনা হঠাৎ ধসে পড়ে। এতে আতঙ্কিত হয়ে ছুটোছুটির সময় হতাহতের ঘটনা ঘটে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ-আল-বদর জানান, হতাহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। এটি আরও বাড়তে পারে।

কারবালার এক নিরাপত্তাকর্মী জানান, মানুষের অতিরিক্ত চাপের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

আশুরা পালনকালে সাম্প্রতিক সব দুর্ঘটনার মধ্যে মঙ্গলবারের এ ঘটনাই সবচেয়ে ভয়াবহ। এদিন, নবী করিম (সা.) এর দৌহিত্র হোসাইন (রা.)-এর শাহাদাত স্মরণে লাখ লাখ শিয়া মুসলমান কারবালা প্রান্তরে জড়ো হন। কালো পতাকা নিয়ে ঐতিহাসিক তাজিয়া মিছিলে যোগ দিয়েছিলেন তারা।

]]>
https://ucchakontha.com/archives/3841/feed 0
রোহিঙ্গা গ্রাম গুঁড়িয়ে সরকারি স্থাপনা করছে মিয়ানমার https://ucchakontha.com/archives/3838 https://ucchakontha.com/archives/3838#respond Tue, 10 Sep 2019 18:17:53 +0000 https://ucchakontha.com/?p=3838 মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের সব গ্রাম গুঁড়িয়ে দিয়ে সেখানে পুলিশ ব্যারাক, সরকারি ভবন ও শরণার্থী ক্যাম্প নির্মাণ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। স্যাটেলাইট চিত্র থেকে বিবিসি জানতে সমর্থ হয়েছে, কমপক্ষে চারটি রোহিঙ্গা গ্রামকে পুরোপুরি সরকারি অবকাঠামোতে রূপান্তর করা হয়েছে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে সেনা অভিযান বন্ধের ঘোষণা দিয়ে আগস্টে আবারও ক্লিয়ারেন্স অপারেশনের (শুদ্ধি অভিযান) ঘোষণা দেয় মিয়ানমার। রিগনভিত্তিক মার্কিন সংবাদ মাধ্যম ইউরো এশিয়া রিভিউ ২০১৮ সালের মার্চের শুরুতে জানায়, ২০১৭ সালে শেষ থেকে মিয়ানমার সরকার ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কমপক্ষে ৪৫৫টি গ্রামের সব অবকাঠামো ও ফসলের ক্ষেত ধ্বংস করে দিয়েছে।

জানুয়ারিতে অ্যামনেস্টির সবশেষ গবেষণায় রাখাইনে রোহিঙ্গাদের বহু গ্রাম জ্বালিয়ে ও বুলডোজারে গুড়িয়ে দেওয়ার আলামত উঠে এসেছিল। ফেব্রুয়ারিতে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ দাবি করে, মিয়ানমার সেনাবাহিনী অর্ধশতাধিক গ্রাম বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। ওই বছর মার্চের শুরুতে নতুন করে অ্যামনেস্টির দেওয়া বিবৃতি থেকে অন্তত ৩টি সামরিক ঘাঁটি ও রাস্তাঘাট নির্মাণ চলমান থাকার কথা জানা যায়। এবার বিবিসির প্রতিবেদনেও গ্রাম নিশ্চিহ্ন করে সরকারি অবকাঠামো নির্মাণের প্রমাণ উঠে এলো।

২০১৭ সালে রাখাইনে সেনাবাহিনীর কথিত শুদ্ধি অভিযান শুরুর কিছুদিন পরেই মিয়ানমার সরকারের তত্ত্বাবধানে অন্যান্য সংবাদমাধ্যমের মতো করে বিবিসির সাংবাদিকও সেখানে যান। তখন কর্মকর্তারা রাখাইন রাজ্যের ওই গ্রামগুলোতে ভবন নির্মাণের বিষয়টি অস্বীকার করেন। সেখানে প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল। পুলিশি নজরদারির বাইরে সেখানকার মানুষের সাক্ষাৎকার ও চিত্র গ্রহণে সাংবাদিকদের অনুমতি ছিল না। বিবিসি তাদের নতুন প্রতিবেদনে জানিয়েছে, ওই সরকারি সফরে গিয়েও রোহিঙ্গা সম্প্রদায়কে জাতিগতভাবে নির্মূলের স্পষ্ট প্রমাণ পেয়েছে তারা। তবে এ ব্যাপারে সরকারি কর্তৃপক্ষ বিবিসির সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

রোহিঙ্গা গ্রামের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান। তারা ধারণা করছে, ২০১৭ সালে ক্ষতিগ্রস্ত কমপক্ষে ৪০ ভাগ রোহিঙ্গা গ্রাম সম্পূর্ণরুপে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এটাকে ‘জাতিগত নিধন’ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। তবে সেনাবাহিনীর ওই বড় আকারের হত্যাকে অস্বীকার করেছে মিয়ানমার।

প্রজন্মের পর প্রজন্ম ধরে রোহিঙ্গারা রাখাইনে থাকলেও মিয়ানমার তাদের নাগরিক বলে স্বীকার করে না। উগ্র বৌদ্ধবাদকে ব্যবহার করে সেখানকার সেনাবাহিনী ইতিহাসের বাঁকে বাঁকে স্থাপন করেছে সাম্প্রদায়িক অবিশ্বাসের চিহ্ন। ছড়িয়েছে বিদ্বেষ। ৮২-তে প্রণীত নাগরিকত্ব আইনে পরিচয়হীনতার কাল শুরু হয় রোহিঙ্গাদের।

এরপর কখনও মলিন হয়ে যাওয়া কোনও নিবন্ধনপত্র, কখনও নীলচে সবুজ রঙের রশিদ, কখনও ভোটার স্বীকৃতির হোয়াইট কার্ড, কখনও আবার ‘ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড’ কিংবা এনভিসি নামের রং-বেরঙের পরিচয়পত্র দেওয়া হয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষকে। ধাপে ধাপে মলিন হয়েছে তাদের পরিচয়। ক্রমশ তাদের রূপান্তরিত করা হয়েছে রাষ্ট্রহীন বেনাগরিকে। ২০১৭ সালের ২৩ নভেম্বর একটি প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ও মিয়ানমার। তবে সেই থেকে এখন পর্যন্ত একজন মানুষেরও প্রত্যাবাসন করা হয়নি। গত মাসে নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে।

]]>
https://ucchakontha.com/archives/3838/feed 0