নিজস্ব প্রতিবেদক – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Sat, 03 May 2025 15:04:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা https://ucchakontha.com/archives/33557 Sat, 03 May 2025 15:04:14 +0000 https://ucchakontha.com/?p=33557  

কুমিল্লা বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাহিদা আক্তার’কে বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও সাহিদা আক্তার।

অনুষ্ঠোনে উপস্থিত বক্তারা বিদায়ী ইউএনও’র কর্মকালের প্রশংসা করে বলেন, “তিনি দক্ষতা, আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়েই উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে।”

বিদায়ী ইউএনও সাহিদা আক্তার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “বুড়িচংয়ে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতা আমার কর্মপথকে সহজ করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ এবং এ সহযোগিতা আজীবন মনে রাখবো।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাফি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম, আলাউদ্দিন আহম্মেদ, কিবরিয়াসহ আরো অনেকে।

পরে প্রেস ক্লাবের পক্ষ থেকে ইউএনও’কে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এতে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

]]>
কুমিল্লা বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ https://ucchakontha.com/archives/33546 Thu, 24 Apr 2025 17:56:17 +0000 https://ucchakontha.com/?p=33546 মোঃ আবদুল্লাহ, কুমিল্লা বুড়িচং প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং সদর ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষে উপজেলা সদর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ
করা হয়েছে।

২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং সদর ইউনিয়নের আমীর মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও কুমিল্লা জেলা উত্তরের আমীর অধ্যাপক মোঃ আবদুল মতিন,জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক এড. আব্দুল আউয়াল, উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আবু তাহের, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা সহকারী সেক্রেটারি ফারুক চৌধুরী, মোঃ কবির হোসেন, জামায়াতে ইসলামী উপজেলা অফিস সেক্রেটারি মোঃ ফয়েজ আহমেদ,বায়তুলমাল সেক্রেটারী আবুল কাশেম , ইছাপুরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম,
শ্রমিকল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন ,বিশিষ্ট সমাজসেবক সহকারী অধ্যাপক মোঃ রবিউল আলম, শ্রমিকল্যাণ ফেডারেশনের সদর ইউনিয়ন সভাপতি হাফেজ রুহুল আমিন, সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম , জামায়তের সদর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মাসুদ মৈশান, সাবেক জেলা সভাপতি মোঃ সুজন চৌধুরী,উপজেলা শিবির সভাপতি মোঃ শফিউল্লাহ, ষোলনল ইউনিয়ন শ্রমিক সভাপতি, মোঃ সোলায়মান পাটোয়ারী, জামায়াত নেতা মোঃ শরিফুল ইসলাম, ডাঃ মোল্লা মামুন, ট্রেড ইউনিয়ন সভাপতি জামাল হোসেন প্রমুখ।

]]>
ভাঙ্গায় দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করলো বখাটে! https://ucchakontha.com/archives/33543 Thu, 24 Apr 2025 17:47:50 +0000 https://ucchakontha.com/?p=33543 রোমান মাতুব্বর- ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় আশিক মাতুব্বর (১৭) ও সাইম শেখ(১৭) নামে দুই পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে এক বখাটে যুবক। আজ সকাল ৯ টার দিকে পুর্ব শক্রতার জের ধরে ভাঙ্গা থানার সামনে কালীবাড়ি সংলগ্ন সড়কে চাইনিজ কুড়াল দিয়ে হামলার ঘটনা ঘটে।

আহত দুই শিক্ষার্থী যথাক্রমে উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী উচ্চ বিদ্যালয় এবং ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বাড়ি উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে। পেটে, হাতে সেলাই নিয়েই ঐ দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্ৰহন করে। পরে প্রশাসন ও চিকিৎসক পরীক্ষা শেষে পুনরায় তাদেরকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হামলায় আহত পরীক্ষার্থী আশিক মাতুব্বর বলেন, সকালে ভ্যানযোগে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ভ্যানটি ভাঙ্গা বাজারের থানা সংলগ্ন রোড়ে কালীবাড়ির সামনে আসা মাত্র কিছু বুঝে ওঠার আগেই আমার প্রতিবেশি ফাহিম মাতুব্বর চাইনিজ কুড়াল দিয়ে আমাকে ও আমার বন্ধু সাইম শেখকে এলোপাতাড়ি কুপিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আমাদের দুজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। ফাহিম এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। ৮/৯ মাস আগে ওর সাথে আমার তর্ক বিতর্ক হয়েছিল। এছাড়া কোনো বিরোধ নেই।

এ ঘটনায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার তানসিভ জুবায়ের বলেন, দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে আহত করার ঘটনায় দুইজনেরই বামহাত, পেট সহ শরীরের একাধিক জায়গায় কোপানোর চিহ্ন রয়েছে । তাদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মো. হায়দার হোসেন বলেন, দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী করছি।
এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন বলেন, এ বিষয় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্ব আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

]]>
কুমিল্লা সদর উপজেলার কালির বাজারে কৃষকের করলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা! https://ucchakontha.com/archives/33539 Thu, 24 Apr 2025 10:19:46 +0000 https://ucchakontha.com/?p=33539 মুহাম্মদ রকিবুল হাসান:

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের মস্তাপুর কাসার গ্রামের মৃত আলী আশরাফ এর ছেলে কৃষক আক্তার মিয়ার জমিতে ঢুকে রাতে আধারে করলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা। বুধবার সন্ধায় এঘটনা ঘটে।

কৃষক আক্তার মিয়া জানান, কুমিল্লা  ক্যান্টনমেন্ট এর পার্শ্ববর্তী এলাকা জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের মস্তাপুর কাসার এলাকায় গত ৬ মাস আগে ৩ একর ৩০ শতক জমি লিজ নিয়ে চাষাবাদ শুরু করেন তিনি,  এখানে  তিনি কলা, পেঁপে, লেবু, তরমুজ, করলা, পুইশাক, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন প্রজাতির ফল এবং শাকসবজি গাছের চাষাবাদ করে আসছেন।

ফলনও শুরু হয়েছে বেশ ভালোই, এরই মধ্যে বেচাকেনা ও শুরু হয়েছে বলে জানান তিনি।

তার এই উদ্ভাবনী কাজে গ্রামের অনেকেই তাকে হিংসার চোখে দেখছেন, আবার কেউ কেউ বাহবাও দিচ্ছেন।

এদিকে বুধবার রাতে কৃষক আক্তার মিয়া জমিতে গিয়ে দেখতে পান, বেশ অনেকগুলো করলা গাছ কে বা কারা কেটে রেখেছে। পরে তিনি বৃহস্পতিবার সকালে এসব গাছ গুলো নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারে দ্বারে গিয়ে নালিশ করেন। সেই সাথে প্রশাসনের বিভিন্ন পর্যায়ও তিনি এই গাছ গুলো নিয়ে বিচার দাবি করেন।

কৃষক আক্তার হোসেনের স্ত্রী আলেয়া বেগম বলেন, এই জমিজমা গুলো চাষাবাদ করে আমরা সংসার চালাচ্ছি, একটা ছেলে বিদেশে পাঠিয়েছি, একটা মেয়ে বিয়ে দিয়েছি, আরেকটা মেয়ে পড়াশোনা করছে। যারা আমাদের এই ক্ষতি করেছে তারা যেন কঠোর শাস্তি পায়।

এসময় ওই গ্রামের খোরশেদ আলম, বাচ্চু মিয়া, মো. লিটন, সাইফুল ইসলাম নামের আরও কয়েকজন কৃষকও এমন নিকৃষ্ট কাজের বিচার দাবি করেন।

]]>
বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপি https://ucchakontha.com/archives/33534 Tue, 22 Apr 2025 04:23:36 +0000 https://ucchakontha.com/?p=33534 বিশেষ প্রতিনিধি: মোঃ কামাল হোসেন

বনানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে ডিএমপির বনানী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ আল কামাল শেখ ওরফে কামাল (১৯) ২। আলভী হোসেন জুনায়েদ (১৯) ও ৩। আল আমিন সানি (১৯)।

সোমবার (২১ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১২:১৫ ঘটিকায় মহাখালী ওয়ারলেস গেট এলাকাসহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

বনানী থানা সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ২০২৫ বিকেল আনুমানিক ০৪:৪০ ঘটিকায় বনানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ ও তার বন্ধু মোঃ তরিকুল ইসলামের উপর বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তার উপর কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরবর্তীতে হামলায় গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০ এপ্রিল ২০২৫ খ্রি. জাহিদুল ইসলাম পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে বনানী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা উক্ত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামি। ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে উক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হামলার ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। হত্যার ঘটনায় জড়িত এজাহারনামীয় ও অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

]]>
হজ্জ ২০২৫ ব্যাগেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত। https://ucchakontha.com/archives/33529 Mon, 21 Apr 2025 14:52:14 +0000 https://ucchakontha.com/?p=33529 বিশেষ প্রতিনিধি: খালেদ খান

অদ্যকার ২১ এপ্রিল সোমবার রাজধানীর অভিজাত হোটেল লে মেরিডিয়ানে বীনা ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান জনাব হাফেজ জিয়াউর রহমান এর সভাপতিত্বে হজ্জ ২০২৫ ব্যাগেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের আল ওকালা কোম্পানির চেয়ারম্যান ড. সাহির মাতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ্জ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি জনাব সৈয়দ গোলাম সরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হজ্জ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব জনাব ফরিদ আহমেদ মজুমদার।

বক্তারা রাজকীয় সৌদি সরকারের ‘রোড টু মক্কা’ ইনিশিয়েটিভ নিয়ে  আলোচনা করছেন যাতে এ বছর বাংলাদেশের হাজীদের লাগেজ নিয়ে পেরেশানি কম হয়। সম্মানিত হাজি সাহেবদের ব্যাগেজ সমস্যা নিরসন লক্ষ্যে বীনা ইন্টারন্যাশনাল কোম্পানি এবং আল ওকালা কোম্পানির চেয়ারম্যান ড. সাহির মাতার এর সাথে একটি চুক্তি হয়েছে।
আসন্ন হজ্জে বাংলাদেশী হাজিদের ব্যাগেজ বহন প্রজেক্ট “রোড টু মক্কা’র সকল সুপারভিশন ও ম্যানেজমেন্ট পরিচালিত হবে বীনা ইন্টারন্যাশনাল কোম্পানির মাধ্যমে।

]]>
দিঘলীতে যুবলীগের মাটির ব্যবসা এখন যুবদলের দখলে, শুরু হয়েছে দলীয় কোন্দলও! https://ucchakontha.com/archives/33524 Sun, 20 Apr 2025 18:32:05 +0000 https://ucchakontha.com/?p=33524 বিশেষ প্রতিনিধি:

ফসলি জমি কেটে মাটির ব্যবসা! যেখানে আছে একই সঙ্গে ফসল, ফসলি জমি ও সড়কের ক্ষতি আর কৃষকের কান্না। আছে ক্ষমতার অপব্যবহার, জোর-জবরদস্তি আর দলীয় কোন্দল। গেলো দেড় দশক ধরে যার নেতৃত্বে ছিল স্বৈরাচার শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা। গ্রামাঞ্চালের নেতাকর্মীদের আয়ের বড় উৎস ছিল এটি। গেলো বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতার রদবদল হলেও এই মাটির ব্যবসা বন্ধ হয়নি। বরং মৌসুমের শুরুতেই আরও জোরেশোরে চলছে ফসলি জমি ধ্বংসের কর্মযজ্ঞ। যার নেতৃত্বে এখন বিএনপির নেতাকর্মীরা। দল ক্ষমতায় না আসতেই যারা শুরু করেছে দলীয় কোন্দলও।

এই যেমন লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম দিঘলী এলাকায় যুবলীগ নেতা নান্টুর মাটির ব্যবসা এখন স্থানীয় যুবদলের একাধিক গ্রুপের দখলে। ইতোমধ্যে যারা সংঘর্ষে জড়িয়েছে, যেখানে প্রকাশ্য এ অস্ত্রের মহড়া হয় বলেও জানা গেছে। এক গ্রুপের নেতৃত্বে ৪নং ওয়ার্ড যুবদল নেতা ফিরোজ আলম। তার সহযোগী সৈকত এবং রাজু সহ সদস্য সংখ্যা রয়েছে ১৫-২০ জন।

সম্প্রতি ফিরোজের গ্রুপটি অন্য গ্রুপের সদস্য বাদশার ওপর হামলা চালায়। পশ্চিম দিঘলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, মাটির ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। মাটির ব্যবসায় জড়িতরা ইয়াবা ব্যাবসা, চুরি -চিন্তাই সহ এলাকায় স্বশস্ত্র মহড়া দেয়। আগামীতে আরও ভয়াবহ ঘটনার আশঙ্কা তাদের।

]]>
বুড়িচংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি উপলক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ https://ucchakontha.com/archives/33521 Thu, 17 Apr 2025 16:27:41 +0000 https://ucchakontha.com/?p=33521 মোঃ আবদুল্লাহ, কুমিল্লা বুড়িচং প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং সদর ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি পক্ষ উপলক্ষে উপজেলা সদর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ
করা হয়েছে।

১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং সদর ইউনিয়নের আমীর মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও কুমিল্লা -৫ নির্বাচনী এলাকার এমপি প্রার্থী ডক্টর মুহাম্মদ মোবারক হোসাইন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক এড. আব্দুল আউয়াল, উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা সহকারী সেক্রেটারি ফারুক চৌধুরী, জামায়াতে ইসলামীর উপজেলা অফিস সেক্রেটারি মোঃ ফয়েজ আহমদ মাষ্টার , ইছাপুরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম,
শ্রমিকল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ জাকারিয়া খান,ষোলনল ইউনিয়নের আমীর সার্জেন্ট (অবঃ)হাবিবুর রহমান,বিশিষ্ট সমাজসেবক সহকারী অধ্যাপক মোঃ রবিউল আলম, শ্রমিকল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন, সদর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মাসুদ মৈশান, ষোলনল ইউনিয়ন সভাপতি, মোঃ সোলায়মান পাটোয়ারী, বুড়িচং সদর ইউনিয়ন সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর ৯ নং ওয়ার্ড আমির মাওলানা আব্দুস সালাম আজাদী, অধ্যাপক আসাদুজ্জামান, মোঃ শরিফুল ইসলাম,শিবির নেতা মুজাহিদুল ইসলাম প্রমুখ।

]]>
বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ বৈশাখী উৎসব উদযাপন https://ucchakontha.com/archives/33500 Tue, 15 Apr 2025 15:55:40 +0000 https://ucchakontha.com/?p=33500 সাইফুল ইসলাম অপু: বিশেষ প্রতিনিধি

সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়- এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব ‘‘বৈশাখী উৎসব ১৪৩২’’ উদযাপন করা হয়েছে।

আনন্দ শোভাযাত্রা, পান্তা-ইলিশ খাওয়া, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠাণের মধ্য দিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষ এবং বুড়িচং আনন্দ পাইটল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ সকালে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা ও সর্বশেষ বাঙালির ঐতিহ্যবাহী খাবার ভর্তা-ভাজির সাথে পান্তা ভাত, ইলিশ খাবারেরর আয়োজন করা হয়।

সকাল ১০ টায় বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি সোনিয়া হক, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, সমবায় কর্মকর্তা মীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধুরী, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার মোঃ কফিল উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মোঃ ফয়েজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

]]>
কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ বৈশাখী উৎসব উদযাপন https://ucchakontha.com/archives/33496 Tue, 15 Apr 2025 15:50:36 +0000 https://ucchakontha.com/?p=33496  

কুমিল্লা বুড়িচং প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব ‘‘বৈশাখী উৎসব ১৪৩২’’ উদযাপন করেছে কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আনন্দ শোভাযাত্রা, পান্তা-ইলিশ খাওয়া ও আলোচনার মধ্য দিয়ে বুড়িচং প্রেসক্লাবে আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ দুপুরে বুড়িচং প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা ও সর্বশেষ বাঙালির ঐতিহ্যবাহী খাবার ভর্তা-ভাজির সাথে পান্তা ভাত, ইলিশ ভাজার আয়োজন করা হয়।

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক, বুড়িচং উপজেলা বিএনপি’র সদস্য সচিব কবির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ অপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা উত্তরের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব বিভাগের সভাপতি বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ সাইফুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, জামায়াতে ইসলামীর কর্মী অধ্যাপক মোঃ রবিউল আলম, বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন, মাসুম মেম্বার, ছাত্রপ্রতিনিধি তামিমসহ আরো অনেকে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোসলে উদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ কল্প, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাফি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন মোল্লা, সদস্য তাজুল ইসলাম, মিজানুর রহমান কিবরিয়াসহ আরও অনেকে।

বাঙালির ঐতিহ্যের উৎসব পহেলা বৈশাখ সুন্দরভাবে উদযাপন করায় বুড়িচং প্রেস ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত অতিথিবৃন্দ। আগামী দিনগুলোতেও বুড়িচং প্রেস ক্লাব তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

]]>