আন্তর্জাতিক বার্তা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Wed, 12 Feb 2025 14:46:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 রহিম আল-হুসাইনি আগা খান পঞ্চম-এর অভিষেক অনুষ্ঠিত https://ucchakontha.com/archives/33279 Wed, 12 Feb 2025 14:46:10 +0000 https://ucchakontha.com/?p=33279 আন্তর্জাতিক ডেস্ক:

১১ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে পর্তুগালের লিসবনে অবস্থিত ইসমাইলি ইমামতের দিওয়ানে রহিম আল-হুসাইনি আগা খান পঞ্চম-এর অভিষেক অনুষ্ঠিত হয়। এসময় তাঁর পরিবার উপস্থিত ছিলো । অভিষেক অনুষ্ঠানে রহিম আল-হুসাইনি শিয়া ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের বিশ্ব নেতাদের স্বাগত জানান ।

ইসমাইলি সম্প্রদায়ের নেতারা বিশ্বব্যাপী ইসমাইলি সম্প্রদায়ের পক্ষ থেকে ৫০তম বংশগত ইমামের প্রতি আধ্যাত্মিক আনুগত্যের প্রতিশ্রুতি দেন। বিশ্বজুড়ে ইসমাইলিরা ৩৫টিরও বেশি দেশে তাদের জামাতখানায় (সমাবেশের স্থান) লাইভস্ট্রিমের মাধ্যমে অনুষ্ঠানটি পালন করেন।

তার ভাষণে, আগা খান প্রয়াত পিতা প্রিন্স করিম আগা খান চতুর্থকে শ্রদ্ধা জানান এবং তাঁর পরিবারের উপস্থিতি এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি পর্তুগাল এবং মিশরের সরকারকে ধন্যবাদ জানান যে তারা তার বাবার অবদানকে স্বীকৃতি দিয়েছেন এবং তার জানাজা ও দাফনের জন্য মর্যাদাপূর্ণ ব্যবস্থা করেছেন।

এই প্রথমবারের মতো আগা খান পঞ্চম আন্তর্জাতিক ইসমাইলি সম্প্রদায়ের সাথে কথা বলছিলেন। তার উদ্বোধনী ভাষণে, তিনি ইসমাইলি জামাতের আধ্যাত্মিক ও বস্তুগত কল্যাণের যত্ন নেওয়ার জন্য তার জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তিনি ইসমাইলি মুসলিম বিশ্বাসের নীতি, পার্থিব ও আধ্যাত্মিক বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার গুরুত্ব এবং বিশ্বাসের নিয়মিত অনুশীলন সম্পর্কে কথা বলেছেন। তার বার্তা শান্তি, সহনশীলতা, অন্তর্ভুক্তি এবং অভাবীদের জন্য সহায়তার সার্বজনীন ধারণার উপর দৃষ্টি নিবদ্ধ করে। তিনি বলেন যে তিনি চান তার সম্প্রদায় যে দেশে বাস করে সে দেশের অনুগত এবং সক্রিয় নাগরিক হোক এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয়ে ইসমাইলি সম্প্রদায়কে উদাহরণ হিসেবে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

কয়েক দশক ধরে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের কাজের সাথে গভীরভাবে জড়িত, মহামান্য প্রিন্স রহিম আগা খান পরিবর্তনের একটি পরিমাপিত গতির সাথে ধারাবাহিকতা এবং স্থিতিশীলতার ভারসাম্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সরকার এবং অংশীদারদের সাথে বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখার এবং শান্তি, স্থিতিশীলতা এবং সুযোগের জন্য তার বাবার মতো তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।

]]>
বাহরাইন প্রবাসী ব্যবসায়ি আল আমিন মোহাম্মদ এর মৃত্যু। https://ucchakontha.com/archives/33111 Fri, 02 Aug 2024 14:59:01 +0000 https://ucchakontha.com/?p=33111  

বাহরাইন থেকে মোঃ মনির হোসেন

বাহরাইন প্রবাসী ও কমিউনিটি নেতা আল আমিন মোহাম্মদ গত ২৭/০৭/২০২৪ তারিখ বাংলাদেশ সময় বিকেল ৪টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন,

জনাব আলামিন মোহাম্মদ বাহরাইন বাংলাদেশ কমিউনিটিতে খুবই পরিচিত মুখ ছিলেন,, তিনি বাহরাইনে অবস্থানরত যুবকদের নিয়ে গঠন করেছেন সামাজিক সংগঠন বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইন,যা বাহরাইন প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করে আসছে,,
আল আমিন মোহাম্মদ সব সময় চেয়েছেন বিদেশে বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করতে,করেছেন ও
এ ছাড়াও, তার ব্যক্তিগত জীবনে, তিনি বাহরাইনে বিভিন্ন ব্র্যান্ড যেমন stc, lucky, Bahrain TV, Drago City এবং অন্যান্য অনেক TVC-এর মডেল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
দীর্ঘ ১৬ বছর থেকে বাহরাইনে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন।

আল আমিন মোহাম্মদ দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভার (এনএএফএলডি) নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হয়েছিলেন, এবং বাংলাদেশ থেকে ক্রমাগত ওষুধ দিয়ে সুস্থ হয়েছিলেন, গত তিন চার মাস ধরে তার অবস্থা আরও গুরুতর হয়ে ওঠে এবং তিনি বাহরাইনের একাধিক বেসরকারি হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন,চিকিৎসকরা তাকে বাহরাইন বা বাংলাদেশে একজন বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি বাংলাদেশে যার কাছে তিনি পূর্বে চিকিৎসা নিয়েছেন সেই ডাক্তারের সাথে পরামর্শ করে বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, এবং গত ২২/০৭/২০২৪ তারিখে বাংলাদেশে তার টিকিট বুক করেন। বাংলাদেশে আসার পরের দিনই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন, এবং তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসা চলাকালীন তার অবস্থা আরো সংকটাপন্ন হয়ে ওঠে, তারপর কর্তব্যরত ডাক্তার তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন, আইসিইউতে পর্যবেক্ষণ করার পর অবস্থা অপরিবর্তিত থাকে বরং খারাপের দিকে চলে যায়। ২৫শে জুলাই তিনি লাইফ সাপোর্টে ছিলেন,কারণ তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ছিল না, ডাক্তাররা উল্লেখ করেছেন যে তার অবস্থার উন্নতি হচ্ছে না বরং তার লিভারের অবস্থা খুবই খারাপ অবস্থার অবনতি হওয়ায়,

লাইফ সাপোর্টে তিন দিন লড়াই করার পর, তিনি ২৭/০৭/২০২৪ বিকাল চারটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দেশের বাড়ি খাগড়াছড়ি সদর কলাবাগানে তার লাশ দাফন করা হয়।

জনাব আলামিন মোহাম্মদ সচেতনতা মূলক ভিডিও ক্লিপ, বানিয়ে ফেইসবুক ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়া পোস্ট করে বাংলাদেশী প্রবাসীদের বাহরাইনের আইন কানুন বুঝতে এবং অনুসরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কোভিড-এর কারণে যারা চাকরি হারিয়েছেন তাদের খাদ্য ও আর্থিক সহায়তার জন্য তিনি কোভিডের সময়ে ইতিবাচক ভূমিকা রেখেছিলেন,
আল আমিন মোহাম্মদ এর মৃত্যুতে বাহরাইন বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া,কমিউনিটির সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দূতাবাস কর্তৃপক্ষ তার বিদেহী আত্মা ও পরিবারের প্রতি সমবেদনা জানান।

]]>
প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক সম্মেলনে আট দফা “কাঠমান্ডু (থিমি) ঘোষণা” ঘোষণা করা হয়েছে। https://ucchakontha.com/archives/33044 Tue, 04 Jun 2024 06:13:19 +0000 https://ucchakontha.com/?p=33044 কাঠমান্ডু প্রতিনিধি:

মাতৃভাষা সাংবাদিকতা ও সাংবাদিকদের সংরক্ষণের দাবিতে কাঠমান্ডুতে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক সম্মেলনে আট দফা ঘোষণা করেছে কাঠমান্ডু (থিমি) ঘোষণা।

নেপালের প্রথম মাতৃভাষা সাংবাদিক ধর্মাদিত্য ধর্মাচার্যের জন্মবার্ষিকীকে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে দক্ষিণ এশিয়া অঞ্চলের সাংবাদিকরা।

তারা বিশ্বব্যাপী মাতৃভাষা সাংবাদিক এবং সাংবাদিকতার বিকাশ, সংরক্ষণ এবং প্রচারের জন্য সরকার এবং সকল স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানায়। ২০২৪ সালের ১লাও ২রা জুনে সার্ক সাংবাদিক ফোরাম এবং নেপালের আদিবাসী সাংবাদিকদের ফেডারেশনের সমর্থনে ন্যাশনাল ফোরাম ফর নেয়ার জার্নালিস্ট কর্তৃক আয়োজিত প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক সম্মেলনটি সমস্ত সরকার এবং সংশ্লিষ্টদের স্টেকহোল্ডারদের কাছে দাবি করেছিল ।দেশ

 

এনএফএনজে-এর সভাপতি নৃপেন্দ্র লাল শ্রেষ্ঠ, নেপাল থেকে সার্ক সাংবাদিক ফোরামের সভাপতি রাজু লামা, বাংলাদেশ থেকে এসজেএফের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান, এসজেএফ ইন্ডিয়া চ্যাপ্টারের সভাপতি অনিরুদ্ধ সুধাংশু, একইভাবে ভুটানের সাংবাদিক নেতা ও সার্ক সাংবাদিক ফোরামের সদস্য কেনলি ডেমা ঘোষণাপত্রে স্বাক্ষর করেন এবং সকল সংশ্লিষ্ট সরকার ও স্টেকহোল্ডারদের কাছে ঘোষণাটি বাস্তবায়নের জন্য গুরুত্ব সহকারে নেওয়ার দাবি জানান।
প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক সম্মেলনের উদ্বোধন করেন নেপালের প্রাক্তন রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী এবং সমাপনী অধিবেশন ডিপিএম এবং পররাষ্ট্রমন্ত্রী নারায়ণকাজি শ্রেষ্ঠা। বাংলাদেশ ভুটান ভারতের বিভিন্ন রাজ্য থেকে ৫০জনের বেশি সাংবাদিক এবং নেপালের ১০০জন সাংবাদিকের উপস্থিতিতে সম্মেলন শেষ হয়েছে।

সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি সুরেন্দ্র ভক্ত শ্রেষ্ঠা বলেন, ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য সরকার প্রধান ও স্টেকহোল্ডারদের কাছে জমা দেওয়া হবে।

NFNJ-এর সহ-সভাপতি সুনীল মহারজান বলেছেন যে মাতৃভাষা সাংবাদিকতার এই ঐতিহাসিক সম্মেলন পূর্ববর্তী সম্মেলনের ধারাবাহিকতা এবং এটি ২০১৮ এবং ২০২২ সালে অনুষ্ঠিত মাতৃভাষা সাংবাদিকতা বিষয়ক সম্মেলনের উত্তরাধিকার গ্রহণ করবে।

]]>
আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে: নৃপেন্দ্র লাল শ্রেষ্ঠ https://ucchakontha.com/archives/33024 Thu, 30 May 2024 01:28:45 +0000 https://ucchakontha.com/?p=33024 কাঠমান্ডু:

ন্যাশনাল ফোরাম ফর নেওয়ার জার্নালিস্ট সার্ক জার্নালিস্ট ফোরামের সমর্থনে একটি আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক সম্মেলনের আয়োজন করছে। NFNJ এবং SJF কাঠমান্ডুতে ১লা এবং ২রা জুন, ২০২৪-এ একটি আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক সম্মেলনের আয়োজন করছে।

আজ NFNJ-এর সভাপতি নৃপেন্দ্র লাল শ্রেষ্ঠ NFNJ আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের একথা জানিয়েছেন। শ্রেষ্ঠা বলেন, এনএফএনজে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি এবং আয়োজনের জন্য প্রস্তুত। “সম্মেলনে আমরা উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ব্যতীত প্যানেল আলোচনা, পেপার উপস্থাপনা এবং মিথস্ক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করব,”
শ্রেষ্ঠা বলেন একইভাবে সম্মেলন আয়োজক কমিটির সমন্বয়ক সুরেন্দ্র ভক্ত শ্রেষ্ঠ বলেন, মাতৃভাষা সাংবাদিকতার ১০০ বছর উদযাপন এবং ধর্মাদিত্য ধর্মাচার্যের অবদানকে স্মরণ করে আমরা তৃতীয়বারের মতো এ ধরনের সম্মেলনের আয়োজন করছি।

সার্ক সাংবাদিক ফোরামের সভাপতি রাজু লামা জানান, সম্মেলনে বিদেশ থেকে ৫০ জনের বেশি সাংবাদিক অংশ নেবেন এবং মাতৃভাষা সাংবাদিকতা নিয়ে তাদের ভাবনা ও ভাবনা শেয়ার করবেন।

NFNJ-এর প্রাক্তন সভাপতি শ্রী কৃষ্ণ মহার্জন, সুরজ বীর বজরাচার্য, সিনিয়র সভাপতি সুনীল মহার্জন এবং সেক্রেটারি রাজু নাপিত আরও বলেছেন যে NFNJ সম্মেলন আয়োজন করতে প্রস্তুত

]]>
R.S মানবতা যুব কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিদায় সংবর্ধনা ও জার্সি উন্মোচন এর আয়োজন করা হয়। https://ucchakontha.com/archives/32767 Wed, 03 Jan 2024 21:03:43 +0000 https://ucchakontha.com/?p=32767 মোঃ মনির হোসেনবা: হরাইন প্রতিনিধি

বাহরাইন রাজধানী মানামা কুকমেল রেস্টুরেন্টের হল রুমে সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া ও সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন R.S মানবতা যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাজু শিকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন এর তৃতীয় সচিব শাহ তাছির উদ্দিন,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজ বাহরাইনের সভাপতি মনজুর আহমেদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি শাহজালাল, সানফ্লাওয়ার ফুটবল ক্লাবের সভাপতি শাহ আলম, জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখার ভারপ্রাপ্ত সভাপতি অলিউর রহমান, বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইনের সভাপতি আল-আমিন, বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইনের সাধারণ সম্পাদক সারোয়ার,R.S মানবতা যুবক কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি শওকত মোড়ল, সহ-সভাপতি ফরহাদ হোসেন, মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইন এর দপ্তর সম্পাদক সুমন ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন
সাংগঠনিক সম্পাদক সাইফুল ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রুবেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মহাসিন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, মোশারফ, মাইনুদ্দিন, নবী, মিলন সহ-রাজনৈতিক ও সামাজিক, বিভিন্ন ফুটবল ক্লাবের সভাপতি সেক্রেটারি ও নেতৃবৃন্দরা
বাংলাদেশ দূতাবাস বাহরাইন এর তৃতীয় সচিব শাহ তাছির উদ্দিন কে কমিটির সভাপতি ও সম্মানিত নেতৃবৃন্দরা সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন ও জার্সি উন্মোচন করেন, অবশেষে দোয়া ও নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয় ।

]]>
বাহরাইনে বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির উদ্যোগে বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব শাহ তাছির উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা ও বি-বাড়িয়া আশার আলো ক্রিকেট দলকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। https://ucchakontha.com/archives/32760 Wed, 03 Jan 2024 20:56:32 +0000 https://ucchakontha.com/?p=32760 মোঃ মনির হোসেন: বাহরাইন প্রতিনিধি

শনিবার দেশটির রাজধানী মানামায় কুক মেল রেস্টুরেন্টের হল রুমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

শুরুতে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল বাশার সংগঠনের সভাপতি শাহ মোঃ আব্দুল হক হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব শাহ তাছির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বাহরাইন শাখা সভাপতি মো: শাহজালাল,সাংবাদিক ফোরাম বাহরাইনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার,জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু বকুল সূত্রধর, বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সভাপতি মো: আল আমিন,জাতীয় শ্রমিকলীগ বাহরাইন শাখার ভারপ্রাপ্ত সভাপতি অলিউর রহমান, আর এস মানবতা যুব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাজু শিকদার, নাজমুল হক ভূঁইয়া, আশিকুর রহমান, মুস্তাফিজ মাসুম , ডিবিসি নিউজ বাহরাইন প্রতিনিধি নোমান সিদ্দিকী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান রুবেল, শুভঙ্কর দাস, রফিকুল ইসলাম বাবু,মোহাম্মদ রাকিব, পলাশ হালদার,মোহাম্মদ সজীব,বিশ্বজিৎ, মোঃ সজল,বি-বাড়িয়া আশার আলো ক্রিকেট দলের অধিনায়ক আরিয়ান আরিফ সহ দলের সকল খেলোয়াড় বৃন্দ, বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইনের সদস্যবৃন্দ সহ বাহরাইন অবস্থানরত বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।পরে সংবর্ধিত অতিথি তাছির উদ্দিনকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয় এবং বি-বাড়িয়া আশার আলো ক্রিকেট দলচ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড় বৃন্দকে গণসংবর্ধনা দেয়া হয়।

পরিশেষে সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মোনাজাত করা হয়।

]]>
ছায়ানট এর সভাপতি শ্রীমতি সোমঋতা মল্লিককে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নজরুল নিকতন সম্মানিত নেতৃবৃন্দ https://ucchakontha.com/archives/32702 Sat, 07 Oct 2023 09:54:05 +0000 https://ucchakontha.com/?p=32702 ছায়ানট এর সভাপতি শ্রীমতি সোমঋতা মল্লিককে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নজরুল নিকতন নেতৃবৃন্দ

বিশেষ প্রতিনিধি

গত ৬ অক্টোবর (শুক্রবার) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট প্রাঙ্গনে ভারত থেকে আগত কলকাতা ছায়ানট এর সভাপতি বিশিষ্ট নজরুল গবেষক ও সংগীতশিল্পী শ্রীমতি সোমঋতা মল্লিক কে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন নজরুল নিকতন এর সম্মানিত নেতৃবৃন্দ।

]]>
নয়াদিল্লির গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত হবে আইবিসি এবং গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক অভিধম্ম দিবস https://ucchakontha.com/archives/32677 Mon, 18 Sep 2023 17:19:43 +0000 https://ucchakontha.com/?p=32677  

আন্তর্জাতিক ডেক্স রিপোর্ট:

আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশন (IBC) এর সহযোগিতায় গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয় (GBU) স্বর্গীয় রাজ্য থেকে বুদ্ধের বংশধরকে চিহ্নিত করে আন্তর্জাতিক অভিধম্ম দিবস উদযাপনের ঘোষণা করা হয়।
এই শুভ অনুষ্ঠানটি নয়াদিল্লির গ্রেটার নয়ডার জিবিইউ ক্যাম্পাসে শনিবার (২৮ অক্টোবর, ২০২৩ ইং) শারদা পূর্ণিমার পূর্ণিমা দিনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বছরের উদযাপনটি বিশেষ তাৎপর্য বহন করে কারণ এটি বিপাসনা আচার্য ডক্টর সত্য নারায়ণ গোয়েঙ্কার শতবর্ষ বর্ষের সাথে মিলে যায়।

শ্রী অভিজিৎ হালদার মহাপরিচালক আইবিসি অভিধম্ম দিবস, বলেছেন, আন্তর্জাতিক অভিধম্ম আইবিসির তৃতীয় ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, সেই দিনটিকে স্মরণ করে যখন বুদ্ধ তেত্রিশটি ঐশ্বরিক প্রাণীর স্বর্গীয় রাজ্য থেকে সানকাসিয়াতে (বর্তমানে সানকিসা বসন্তপুর নামে পরিচিত), উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলা এই অনুষ্ঠানের তাৎপর্য অশোকান হাতি স্তম্ভ দ্বারা নথিভুক্ত করা হয়েছে, যা এর গুরুত্বকে নির্দেশ করে। বিশ্বাস করা হয় যে বুদ্ধ তার বংশধরের আগে দেবতা এবং তার মাকে অভিধম্ম

শিখিয়েছিলেন, এটি বৌদ্ধ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠেছে। তদুপরি, এই বছরের উদযাপনটি বর্ষা পশ্চাদপসরণ এবং পাভরানা উৎসবের সমাপ্তির সাথে মিলে যায়, যা এর আধ্যাত্মিক তাৎপর্য যোগ করে।

(International Buddhist Confederation)
আইবিসি এবং গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালযয়ের আমন্ত্রণে সার্কভুক্ত সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা ও সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান সহ দক্ষিণ এশিয়ার আটটি দেশ থেকে সদস্যরা যোগদান করবেন।

]]>
বাহরাইনের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ https://ucchakontha.com/archives/32616 Tue, 22 Aug 2023 11:55:03 +0000 https://ucchakontha.com/?p=32616 মোঃ মনির হোসেন, বিশেষ প্রতিনিধি

সোমবার (২১ আগষ্ট) রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খালিফার সাথে তার গুদায়বিয়া প্রাসাদে সৌজন্য বিদায়ী সাক্ষাৎ করেন। উক্ত সাক্ষাৎকালে তিনি তার সময়কালে সহযোগিতা প্রদানের জন্য বাহরাইনের মহামহিম বাদশাহ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীসহ বাহরাইন সরকারকে ও জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং কোভিড-১৯ মোকাবিলায় বাহরাইন সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যকরী পদক্ষেপের প্রশংসা করেন। রাষ্ট্রদূত একইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন অগ্রযাত্রার সাফল্যগাথা তুলে ধরেন এবং বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের প্রশংসা করেন।

বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে সফলভাবে তার মেয়াদ সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। ঐসময় রাষ্ট্রদূত বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপর গূরাত্বারুপ করেন এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী এ বিষয়টি তার সরকারের ভিশনের অগ্রাধিকার খাত উল্লেখ করে সম্ভাব্য বিনিয়োগ খাতের উপর কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ড. ইসলাম বাহরাইনে বসবাসরত বাংলাদেশীদের পক্ষ থেকে ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সেইসাথে বাংলাদেশীদের জন্য নতুন শ্রম বাজার খোলাসহ ভিসা প্রাপ্তি সহজীকরণের অনুরোধ করেন। বিশেষকরে ফ্যামিলি ভিসা প্রদানের বিষয়টি মানবিকভাবে বিবেচনার জন্য জোর দেন। প্রত্যুত্তরে ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী অন্যান্য বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি রাষ্ট্রদূতের বাহরাইন প্রস্থানের পূর্বেই বাংলাদেশীদের ফ্যামিলি ভিসা প্রদানের ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপের আশ্বাস প্রদান করেন।

এছাড়া রাষ্ট্রদূত বাহরাইনের মহামহিম বাদশাহ কর্তৃক প্রদত্ত জমিতে বাংলাদেশ সরকারের অর্থায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশ স্কুল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শিঘ্রই শুরু হওয়ার কথা রয়েছে উল্লেখ করে ইতোমধ্যেই বাহরাইন সরকারের নিকট হতে সকল ধরনের স্কুল ভবন নির্মাণের অনুমোদন পাওয়া গেছে বলে জানান। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাহরাইন ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানান ও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ প্রেক্ষিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন নির্বাচনে আবার প্রধানমন্ত্রী হবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন এবং তার সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাহরাইন সফরের আমন্ত্রণ জানান।

পরিশেষে, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী রাষ্ট্রদূত ড. ইসলামের পরবর্তী জীবনের সুস্থতা ও সুখ-সমৃদ্ধি কামনা করেন এবং ড. ইসলাম ও বাহরাইন ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও উন্নতি কামনাসহ বাংলাদেশ-বাহরাইন ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

উক্ত সাক্ষাতকালে রাষ্ট্রদূতের সাথে দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান এ.কে.এম. মহিউদ্দিন কায়েস এবং অন্যান্যদের মধ্যে বাহরাইনের অর্থ মন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফাসহ ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধত্বন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

]]>
লন্ডনে বাঙ্গালী মেয়ে ধানসিঁড়ি রেজার অসাধারণ সফলতা https://ucchakontha.com/archives/32560 Fri, 28 Jul 2023 15:24:58 +0000 https://ucchakontha.com/?p=32560 বিশেষ প্রতিনিধি: সুমন নূর

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কবি ও সাংবাদিক আলী রেজা খানের মেয়ে ধানসিঁড়ি রেজা ২০২৩ শিক্ষাবর্ষে রাসেলস গ্ৰুপ, ইউকে, ওয়ারিক বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে বিএসসি (অনার্স) পরীক্ষায় বিশেষ কৃতিত্বের সাথে সফলতা অর্জন করেছেন। এ উপলক্ষ্যে ওয়ারিক ইউনিভার্সিটি থেকে সংবর্ধনা দেয়া হয় তাকে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধানসিঁড়ি রেজার পৈত্রিক নিবাস বাংলাদেশের মাদারীপুর জেলার মিঠাপুরে। পিতা আলী রেজা খান দীর্ঘদিনযাবৎ একমাত্র কন্যা এবং একমাত্র পুত্রসহ সস্ত্রীক লন্ডনে বসবাস করছেন। ধানসিঁড়ির স্বপ্ন মনোবিজ্ঞানে পিএইচডি করার। শিক্ষাজীবন শেষে কর্মজীবনে লন্ডন এবং পৈত্রিক নিবাস বাংলাদেশ তথা বাংলা ভাষাভাষী মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। ধানসিঁড়ি রেজা এবং তার পরিবার দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

]]>