লাইফস্টাইল – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Sun, 05 May 2024 05:13:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কান্ডারী – স্থানীয় সরকার মন্ত্রী https://ucchakontha.com/archives/32983 Sun, 05 May 2024 05:13:39 +0000 https://ucchakontha.com/?p=32983  

বিশেষ প্রতিনিধি:

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম উদ্যোক্তাদের দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কান্ডারী উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে উদ্যোক্তারাই পারে তাকে শক্তিশালী ভিতের উপর প্রতিষ্ঠিত করতে। কারণ উদ্যোক্তারা শুধু নিজে স্বাবলম্বী হয় না তারা সমাজের আরো দশজনকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দেয়। এ প্রসঙ্গে সুপার পাওয়ার আমেরিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গুগল, ফেসবুক,মাইক্রোসফট ও টেসলার মত প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তারা ছিল বলেই আজ সারাবিশ্বে আমেরিকা নেতৃত্ব করতে পারছে। বিশ্ব অর্থনীতিতে সম্মানের আসনে অধিষ্ঠিত হতে হলে বাংলাদেশের উদ্যোক্তাদেরও বিভিন্ন নতুন নতুন ধ্যান-ধারণা নিয়ে কাজ করে সেগুলোর সঠিক বাস্তবায়ন করতে হবে।

তিনি আজ ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউটে “নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন” এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও উদ্যোক্তা মহাসম্মেলন এবং ৬৪ জেলার বিখ্যাত খাবার ও পণ্য মেলা-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, এমপি, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, এমপি, জারা মাহবুব, এমপি, আমেরিকান এম্বেসির ইকোনমিক ইউনিট চিফ জোসেফ গিবলিন, গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, স্টার্টআপ বাংলাদেশ ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ।

স্থানীয় সরকার মন্ত্রী অর্থনৈতিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, একসময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বিএনপি আমলে বিদ্যুৎ উৎপাদন মাত্র ১৬০০ মেগাওয়াট ছিল, বর্তমানে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে সরকার। এ ধরনের বিভিন্ন উদ্যোগ টেকসই করার জন্য অর্থনৈতিকভাবে আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। মন্ত্রী ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের জনসংখ্যার যে বিশাল তরুণ-তরুণী জনগোষ্ঠী রয়েছে তাদের কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলেই আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে।

মোঃ তাজুল ইসলাম নিজের ব্যবসায়িক জীবনের শুরুর দিকের স্মৃতিচারণ করে এ সময় উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, উদ্যোক্তা হতে গেলে সবচেয়ে বড় যে গুণাবলী নিজের মধ্যে ধারণ করতে হবে তা হচ্ছে আত্মবিশ্বাস এবং কোন বাধাতেই হাল না ছেড়ে দেওয়ার মনোবৃত্তি। উদ্যোক্তা হিসেবে নিজের ব্যবসা দাড়া করাতে গেলে নানা রকমের প্রতিবন্ধকতা আসবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় বিশ্বাসই একজন উদ্যোক্তার অন্যতম পুঁজি যা তাকে কখনোই পরাজিত হতে দিবে না। এ সময় মন্ত্রী তরুণ উদ্যোক্তারা তাদের প্রাণচাঞ্চল্য, কর্মস্পৃহা এবং জীবনী শক্তি দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, “নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের ৬৪ জেলা, ৪৯২ টি উপজেলা ও ৫০টি দেশ থেকে সাড়ে ১২ লাখ তরুণ-তরুণীকে টানা ৯০ দিন ব্যাপী ২৬টি ব্যাচে অনলাইনে উদ্যোক্তা তৈরির কর্মশালার টানা ২৩০০ তম দিন উপলক্ষ্যে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

]]>
পিস করে বিক্রি হচ্ছে মুরগির মাংস! ভাগায় গরু https://ucchakontha.com/archives/32226 Sun, 05 Mar 2023 11:29:46 +0000 https://ucchakontha.com/?p=32226 সাধারণ ক্রেতার ভরসা ছিল পোল্ট্রি মুরগিতে। পোল্ট্রির সুবাদে মাঝে মধ্যেই পাতে নেওয়া যেত মাংস। নিম্ন আয়ের মানুষের বাড়িতে মেহমান আসলে ব্রয়লার মুরগির মাংসই ছিল আপ্যায়নের মাধ্যম। সেই ব্রয়লারের কেজি এখন ২২০ থেকে ২৩০ টাকা। নিম্নবিত্তের নাগালের বাইরে চলে গেছে দাম। সেই প্রভাব পড়েছে দোকানেও। ক্রেতাও কমে গেছে অনেক। এবার দেখা গেল মুরগির মাংস বিক্রি হচ্ছে পিস বা টুকরো করে।

চট্টগ্রামের চকবাজারের কাঁচাবাজারে গত ২৭ ফেব্রুয়ারি পিস বা টুকরা হিসেবে মুরগির মাংস বিক্রি শুরু হয়। এলাকার সমাজকর্মী মো. কায়সার আলী চৌধুরীর উদ্যোগে ব্যবসায়ীরা মুরগি টুকরা করে বিক্রি করতে রাজি হন। এর দেখাদেখি গতকাল শনিবার থেকে একই বাজারে ‘ন্যূনতম ২৫০ গ্রাম গরুর মাংস বিক্রয় করা হয়’ এ রকম নোটিশ ঝুলিয়েছেন দোকানিরা। পাশের দোকানে আগে থেকেই ঝোলানো আছে ‘এখানে মুরগির মাংস পিস হিসেবে বিক্রয় করা হয়’। তাঁরাও চাইছেন এই পদ্ধতি চালু হোক। এই উদ্যোগের কারণে স্বল্প আয়ের মানুষের পাতেও মুরগি ও গরুর মাংস উঠবে।

চট্টগ্রামে গরুর মাংসের কদর বেশি। অতিথি আপ্যায়নেও গরুর মাংস তালিকার সবার ওপরে থাকে। কিন্তু দাম চড়া হওয়ায় এক শ্রেণির মানুষের নাগালের অনেকটা বাইরে চলে গেছে গরুর মাংস। এ অবস্থায় চকবাজারে এমন উদ্যোগ এসেছে।

ফার্ম ও সোনালি—দুই ধরনের মুরগিকে পিস হিসেবে বিক্রির ধারণাটি প্রথম আসে চকবাজার এলাকার সমাজকর্মী মো. কায়সার আলী চৌধুরীর কাছ থেকে। উদ্যোগের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চকবাজার এলাকার বেশির ভাগ মানুষই শিক্ষার্থী, শ্রমজীবী ও চাকরিজীবী। এই শ্রেণির মানুষের কাছে মুরগিই ছিল কম দামে খাওয়ার বড় সম্বল। সম্প্রতি মুরগির দাম অনেক বেড়ে যাওয়ায় আমি নিজে দেখেছি ক্রেতার ধস নেমেছে। অনেকেই ইচ্ছা থাকলেও আস্ত মুরগি কিনতে পারছিলেন না। তাঁদের জন্যই আমার মাথায় এই আইডিয়া আসে।’

কায়সার আলী বলেন, ‘গত ২১ ফেব্রুয়ারি চকবাজারের সেলিম পোলট্রি শপের মালিকের সঙ্গে আমার কথা হয়। তাঁকে মুরগি পিস হিসেবে বিক্রির পরামর্শ দিই। প্রথমে ইতস্তত করলেও পরে যৌক্তিকতা বুঝতে পেরে একমত হন এবং ২৭ ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু করেন তিনি।’

সেলিম পোলট্রি শপের ম্যানেজার আবদুল কাদির কালের কণ্ঠকে বলেন, ‘পিস হিসেবে খুব বেশি বিক্রি হচ্ছে তা কিন্তু নয়। আর এতে আমারও কোনো বাড়তি লাভ নেই। কিন্তু একটি মানসিক স্বস্তি আছে; এ জন্যই এই উদ্যোগ আমার মালিকের।’ তিনি বলেন, চট্টগ্রামের বাজারে বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি। অন্যদিকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩২০ টাকায়। সেই হিসাবে ব্রয়লার মুরগির চার ভাগের এক ভাগ প্রতি টুকরার দাম পড়বে ৫৫ থেকে ৫৭ টাকা। আর সোনালি মুরগির মাংসের প্রতি টুকরার দাম পড়বে ৭৭ থেকে ৮০ টাকা।

সেলিম পোলট্রি শপের পাশাপাশি আরো দুটি দোকানে গতকাল থেকে চালু হয়েছে টুকরা করে মুরগির মাংস বিক্রি। এর একটি আলমগীর পোলট্রি সেলস সেন্টার। দোকান মালিক মোহাম্মদ আলমগীর বলেন, ‘আমরাও শুরু করেছি নতুন এই উদ্যোগ। সবাই একসঙ্গে বিক্রি শুরু করলে নিশ্চয়ই সুফল মিলবে।’

সেলিম পোলট্রি শপের পাশে থাকা দুটি গরুর মাংসের দোকানেও ভাগ হিসেবে বা ২৫০ গ্রাম হিসেবে মাংস বিক্রি শুরু হয়েছে গতকাল থেকে। গরুর মাংস বিক্রেতা ইলিয়াস হোসেন সওদাগর কালের কণ্ঠকে বলেন, ‘ক্রেতারা কোনো ধরনের সংকোচ ছাড়াই সর্বনিম্ন ২৫০ গ্রাম হিসেবে হাড়সহ এবং হাড় ছাড়া মাংস কিনতে পারবেন। প্রথম দিনেই বেশ ভালোই সাড়া মিলেছে। মুরগির মাংসের চেয়ে গরুর মাংসে সাড়া বেশি।’

তিনি বলেন, অনেক শিক্ষার্থী সপ্তাহে একবার গরুর মাংস কিনতেন; কিন্তু বর্তমানে এক মাসেও একবার আসেন না। সেই ক্রেতারা নিশ্চিত বাজারে আসবেন। আর সবাই একসঙ্গে এই পদ্ধতিতে বিক্রি শুরু করলে একেবারেই সংকোচ থাকবে না।’

গতকাল চকবাজারে হাড়সহ গরুর মাংসের কেজি বিক্রি হয় ৭২০ থেকে ৭৫০ টাকায়। আর হাড় ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৮২০ থেকে ৮৫০ টাকায়। সেই হিসাবে হাড়সহ ২৫০ গ্রাম গরুর মাংসের দাম ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে। হাড় ছাড়া গরুর মাংস ২০৫ থেকে ২১৩ টাকায় কিনতে পারছেন ক্রেতারা।

]]>
জেনে নিন কেমন কাটবে আজকের রাশিফল https://ucchakontha.com/archives/30701 Sun, 17 Oct 2021 02:53:36 +0000 https://ucchakontha.com/?p=30701 পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

মেষ:

কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। অনিচ্ছা সত্ত্বেও কোনো অনুরোধ রক্ষা করতে হতে পারে। বিরূপ পারিপার্শ্বিকতায় বিষণ্ন থাকতে পারেন। ধর্মীয় কাজে শান্তি পাবেন।

বৃষ:

কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে। আশা পূরণের সুযোগ আসবে। বন্ধুর পরামর্শ কাজে লাগবে। পাওনা অর্থ আদায়ে অগ্রগতি। অর্থাগমের নতুন পথ পেতে পারেন। বন্ধুসঙ্গ আনন্দ দেবে।

মিথুন:

সামাজিক কর্মকাণ্ডে অনুকূল অবস্থা থাকবে। উন্নতির ক্ষেত্রে অন্যের সহায়তা পাবেন। ব্যবসা বা পেশায় আর্থিক উন্নতির যোগ। বিতর্ক থেকে নিজেকে সংযত রাখুন। প্রতিশ্রুতি রক্ষায় মনোযোগ দিন।

কর্কট:

শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি। কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহী হবেন। আর্থিক অবস্থা ভালো যাবে। তবে পুরনো পাওনা আদায়ে বিলম্ব হবে। আপনার যেকোনো পরিকল্পনা পুনর্বিবেচনা প্রয়োজন।

সিংহ:

পেশাগত কাজে সাফল্য। ব্যবসাক্ষেত্রে সমস্যা মিটবে। কাজকর্মে পরিশ্রম বাড়বে। প্রিয়জনের অসুস্থতায় চিন্তিত থাকবেন। দুর্ঘটনা থেকে সতর্ক থাকবেন। অন্যের দায়িত্ব নেবেন না। সুস্থ থাকুন।

কন্যা:

কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। সব ধরনের অংশীদারি কাজকর্ম এখন সহজ হবে। ব্যবসায়ীদের আশানুরূপ লাভ না হলেও কোনো সমস্যার সমাধান হবে। ইতিবাচক মনোভাবে সুফল পাবেন।

তুলা:

নতুন কাজের অগ্রগতি হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। বিরোধে জড়িয়ে পড়তে পারেন। অসতর্কতায় বিপদের আশঙ্কা। আর্থিক চাপ থাকবে। সুসময়ের অপেক্ষা করুন।

বৃশ্চিক:

কর্মপ্রার্থীদের আকস্মিক কিছু পরিবর্তন ঘটবে। অন্যের সন্তুষ্টির জন্য সাধ্যের বাইরে কিছু করতে পারেন। সাফল্য নির্ভর করবে আপনার দূরদর্শিতারও ওপর। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন।

ধনু:

কোনো স্থাবর সম্পত্তির আলোচনায় অগ্রগতি। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। পূর্বের কোনো কাজের সুফল এখন পাবেন। ব্যবসায় বাড়তি আয়ের সুযোগ। কৌশলী হলে লক্ষ্যে পৌঁছতে পারবেন।

মকর:

কোনো যোগাযোগে লাভবান হতে পারেন। পুরনো সমস্যার জট খুলবে। সঠিক পরিশ্রমের ভালো ফল লাভ। আর্থিক চাপ কমবে। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। প্রচেষ্টা অব্যাহত রাখুন।

কুম্ভ:

নতুন পরিকল্পনায় অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি। আর্থিক অবস্থার উন্নতি। স্ববিরোধী কাজ থেকে দূরে থাকুন। প্রিয় মানুষের সঙ্গে আলোচনায় প্রশান্তি অনুভব করবেন। মন ভালো রাখুন।

মীন:

দিনের শুরুতে ভালো খবর পাবেন। মানসিক শক্তি বাড়বে। ব্যবসায় পুরনো জট খুলবে। নিজস্ব বুদ্ধিবলে কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে।

]]>
সুন্দর ত্বক পাওয়ার সহজ উপায় https://ucchakontha.com/archives/29814 Thu, 09 Sep 2021 16:36:36 +0000 https://ucchakontha.com/?p=29814 সুন্দর, ঝকঝকে ও লাবণ্যময়ী ত্বক কে না চায়। সুন্দর ত্বক স্বাস্থ্যের ওপরে প্রভাব ফেলে। আর ত্বক ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ ত্বক পাওয়া কোন কঠিন বিষয় না। প্রতিদিন অল্প কিছু যত্ন নিলেই পাওয়া যাবে ঝকঝকে ত্বক।

মুখ ধোওয়া:

প্রতিদিন নিয়ম করে সকাল এবং রাতে মুখ ভালোভাবে নিজের ত্বকের জন্য উপযোগী ফেসওয়াশ দিয়ে ধুতে হবে।

ক্লিনজার:

সারাদিন মুখে অনেক ধূলাবালি জমা হয়। এ থেকে স্কিনের পোরস গুলো বন্ধ হয়ে যায় এবং পরে ব্রনের সমস্যা দেখা দেয়।  এজন্য তেল, ময়লা থেকে মুক্তি পেতে মৃদু একটি ক্লিনজার ব্যবহার করতে হবে।

ময়েশ্চারাইজার:

সুস্থ ত্বকের জন্য ময়েশ্চারাইজার অনেক জরুরি।  ভালো মানের একটি ময়েশ্চারাইজার ব্যবহার করুন। কখনোই শরীরের ক্রিম বা লোশন মুখে ব্যবহার করবেন না।

এক্সফলিয়েশন:

এক্সফলিয়েশন স্কিনের জন্য জরুরি। এর ফলে ত্বক থেকে মরা কোষগুলো উঠে যায় এবং ত্বক দেখতে পরিষ্কার মনে হয়।

ঘুম:

ত্বক ভালো রাখার জন্য ঘুমের বিকল্প নেই। ঘুম ভালো না হলে তার প্রভাব আপনার চেহারায় পড়বে।

ব্রণ খোঁচাবেন না:

মুখের কোন জায়গায় ব্রণ হলে কোনভাবেই খোঁচানো যাবে না। ব্রণ নিজে থেকেই মিলিয়ে যাবে।

]]>
জনপ্রিয় প্রযোজক ইকবালের সিনেমায় দীপা https://ucchakontha.com/archives/27804 Wed, 09 Jun 2021 02:11:01 +0000 https://ucchakontha.com/?p=27804 মাসুদ রানা:

অভিনয় ক্যারিয়ারে পেরিয়ে এসেছেন দুই দশক। টিভি নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েও আলোচিত হয়েছেন দীপা খন্দকার। লম্বা এ সময়ের পথচলায় বাকি ছিল চলচ্চিত্রে পদচারণা। সেটাও সেরে ফেলেছেন ‘ভাইজান এলো রে’ ছবির মাধ্যমে। দর্শকের কাছে পেয়েছেনও অনেক প্রশংসিত। এরপর তিনি কিছু দিন আগে করেছেন দ্বিতীয় ছবি ‘পায়ের ছাপ’। যেটি পরিচালনা করছেন সাইফুল ইসলাম মান্নু। এ ছবিতে দীপা একজন দুঃখিনী মায়ের চরিত্রে অভিনয় করছেন।সেই ধারবাহিকতায় একের পর এক সিনেমায় অফার আসছে তার। এবার দীপা তার ক্যারিয়ারের তৃতীয় ছবির কাজ শুরু করতে যাচ্ছেন । ছবিটির নাম ‘‘রিভেঞ্জ’’।এটি পরিচালনা করবেন প্রযোজক মো. ইকবাল।এ ছবিতে দীপা একজন মায়ের চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন।দিপা বলেন, ইকবাল ভাইয়ের নির্দেশনায় আবারও কাজ করার সুযোগ এলো, তা-ও আবার সিনেমাতে! যেটি হবে আমার ক্যারিয়ারের তিন নম্বর সিনেমা । সিনেমার গল্প এবং আমার চরিত্র দুটোই সুন্দর। ১২ জুন থেকে ছবিটির শুটিং শুরু হবে। আশা করছি ভালো কিছু হবে।ছবিতে দীপা খন্দকার ছাড়া আরো অভিনয় করবেন, শবনম বুবলী, জিয়াউল রোশান, মিশা সওদাগর ও সিমান্ত সহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে সুনান মাল্টিমিডিয়া।সম্প্রতি দীপা গুলশান এভিনিউ ২ ও বাকের খনি নামের দুটি ধারাবাহিকে অভিনয় করছেন।

]]>
এক ছাদের নিচে সাধ্যের মধ্যে মিলবে সবকিছু https://ucchakontha.com/archives/24370 Sun, 07 Feb 2021 05:30:58 +0000 https://ucchakontha.com/?p=24370 মাসুদ রানা:

হালিশহরে লোটাস শপিং মলের উদ্বোধন হলো ছোট বাচ্চা থেকে শুরু করে সকল বয়সী নারী-পুরুষের কসমেটিকস, জুয়েলারি, পোশাক সামগ্রী নিয়ে নগরীর হালিশহর বড়পোল এলাকায় যাত্রা শুরু করেছে জনপ্রিয় ব্যান্ড লোটাস শপিং মল। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এ শপিং মলের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর নাজমুল হক ডিউক, মহিলা কাউন্সিলর জাহেদা বেগম পপি, জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি মো. হাবিব উল্লাহ, জয়নিউজের সম্পাদক ও চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, মুক্তিযোদ্ধ ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি এম নুরুল হুদা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

লোটাস শপিং মলে সকল বয়সী নারী-পুরুষের দেশি-বিদেশী জুয়েলারি সামগ্রী, কসমেটিকস, জুতা, ব্যাগ, কিডস আইটেম ও পোশাক সামগ্রীর বিশাল সম্ভার রয়েছে। ন্যায্যমূলে মিলবে লোটাসের সকল পণ্য। বিভিন্ন দিবস উপলক্ষে থাকবে বিশেষ মূল্যছাড়। উদ্বোধন উপলক্ষে প্রথম দুইদিন থাকছে সকল পণ্যে ২০ শতাংশ ছাড়। লোটাস শপিং মলের পরিচালক মো. খোরশেদ আলম সোহেল এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য ও উন্নতি কামনা করে বলেন, চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী। বিশ্বের সাথে তাল মিলিয়ে ব্যবসার ধরণে দিন দিন পরিবর্তন আসছে। সেই পরিবর্তনের ধারাকে ধারণ করে আজকে লোটাস শপিংয়ের যাত্রা। ক্রেতাকে উন্নত সেবা ও পণ্য সরবরাহে লোটাস শপিং মল অগ্রণী ভূমিকা রাখবে সেটা কামনা করছি। উচ্চবৃত্ত থেকে শুরু করে মধ্য ও নিন্মবৃত্তের চাহিদার কথা মাথায় রেখে লোটাস শপিংমল তাদের কার্যক্রম চালিয়ে যাবে। সন্তুষ্ট কাস্টমারাই লোটাস শপিং মলকে এগিয়ে নিবে এই কামনা করছি।

অনুষ্ঠানে লোটাস শপিং মলের পরিচালকক খোরশেদ আলম সোহেল বলেন, কাস্টমারাকে উন্নত পণ্য ও সেবা দেয়ার মানসিকতা নিয়ে আমরা কাজ করছি। দেশীয় পণ্যের পাশাপাশি ভোক্তার চাহিদার কথা চিন্তা করে আমরা উন্নত দেশের বিভিন্ন পণ্য নিয়ে এসেছে। থাইল্যাড, মালেশিয়াসহ ১৬টি দেশের পণ্য লোটাস শপিং মলে পাওয়া যাবে। সকল পণ্য ন্যায্য মূল্যে সরবরাহের নিশ্চয়তা দিচ্ছি আমরা। কোনো ধরনের ভেজাল বা মানহীন পণ্য যাতে লোটাসে না আসে সে ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট থাকবো। এরপরও কোনো ক্রেতা যদি ভেজাল পণ্য চিহ্নিত করতে পারে তাহলে সে ক্রেতাকে বিশেষ উপহার দেয়া হবে।

প্রেস বিজ্ঞপ্তি প্রেরক খোরশেদ আলম সোহেল পরিচালক, লোটাস শপিং মল

]]>
সমুদ্রে ভেসে এলো অদ্ভুত এক প্রাণীর কঙ্কাল! https://ucchakontha.com/archives/9498 https://ucchakontha.com/archives/9498#respond Wed, 12 Feb 2020 16:26:14 +0000 https://ucchakontha.com/?p=9498 একটি অদ্ভুত আকারের প্রাণীর কঙ্কাল সমুদ্রের ঢেউয়ে ভেসে এসেছে তীরে। এক নারী সকালে ঘুরতে বেরিয়ে কঙ্কালটি দেখতে পান। মোবাইলের ক্যামেরা অন করে সেটির ছবি রেকর্ড করেন। পরে সেই ভিডিও ছেড়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা এখন ভাইরাল।

এরিকা কনস্টানটাইন (২৫) নামের ওই নারী পাঁচ বছর ধরে আমেরিকায় সাউথ ক্যারোলিনার চার্লস্টন শহরে থাকেন। শহরের সংলগ্ন সানরাইজ পার্ক এলাকার সৈকতে রোজই তিনি হাঁটতে যান। সঙ্গে থাকে তার পোষা কুকুরটি। তিনি জীবনে এমন অদ্ভুত জিনিস দেখেননি বলে জানিয়েছেন।

প্রতিদিনের মতো এদিনও হাঁটতে বেরিয়েছিলেন এরিকা। কিন্তু দিনের শুরুটা তার আর পাঁচটা দিনের মতো হলো না। পোষা কুকুরটি হঠাৎই দৌড়ে গিয়ে কিছু একটার সামনে চিৎকার করতে থাকে। এরিকা জানিয়েছেন, তার পোষ্যটি যখন কোনও মৃত প্রাণী বা অদ্ভুত কিছু দেখে এমন চিৎকার করে। তিনিও দ্রুত কুকুরটির কাছে পৌঁছে যান।

এরিকা গিয়ে দেখেন এক অদ্ভুত দেখতে প্রাণীর কঙ্কাল সমুদ্র তটে পড়ে রয়েছে। যার বড় বড় দাঁত। চোখ কোথায় ছিল ঠিক বোঝা যাচ্ছে না। এরিকার দাবি, আকারে সেটি একটি কুকুরের সমান হবে। কিন্তু তার দেখা কোনও প্রাণীর সঙ্গেই এই কঙ্কালটির কোনও মিল পাচ্ছিলেন না এরিকা। তিনি ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন।

ন্যাশনাল ওস্যানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের মতে, পৃথিবীর সমুদ্রের ৯৫ শতাংশই এখনও অন্বেষণ করা বাকি, আর সমুদ্রতলের ৯৯ শতাংশ অংশে এখনও কোনও ভাবেই পৌঁছতে পারে না মানুষ। তাই সমুদ্রের অতল গভীরে কোন কোন প্রাণী রয়েছে তার অনেক কিছুই দেখা বাকি। তেমনই কোনও একটি প্রাণীর হতে পারে এই কঙ্কালটি। প্রাণীটি সামুদ্রিক বলেই ধারণা করা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

]]>
https://ucchakontha.com/archives/9498/feed 0
ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ৯/১১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত। https://ucchakontha.com/archives/9254 https://ucchakontha.com/archives/9254#respond Fri, 07 Feb 2020 16:14:08 +0000 https://ucchakontha.com/?p=9254 মুহাম্মদ রকিবুল হাসান রনি

ভালোবাসার একটি পরিবার ৯/১১ ব্যাচ। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ৯/১১ ব্যাচের মিলন মেলা। নানা পেশার বন্ধুদের যেন একসাথে সেই চিরচেনা শৈশবকাল। অনুষ্ঠান শুরু হয় বিকেল তিনটায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯/১১ ব্যাচের এডমিন, এডিটর থেকে সর্ব সাধারন সদস্য বন্ধুমহল । অনুষ্ঠানের একপর্যায়ে গান, নিত্য, কবিতা আবৃতি এবং লটারির মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।

প্রথম ১০ জনের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার যাই হোক প্রতিটি পুরস্কার ছিল ভালোবাসার একটি স্পন্দন। তুলে ধরা হয় ৯/১১ ব্যাচের সাফল্যের দিক গুলো। নানা পদক্ষেপ, নানা উদ্যোগ এবং শপথ করা হয় মাদকের বিরুদ্ধে। প্রতিটি সদস্য যেন একেকটি শৈশবকালের স্মৃতি বিজড়িত মুখ। এই অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন বিভাগ থেকে চট্টগ্রাম ময়মনসিং যশোহর খুলনা থেকে অনেক বন্ধু উপস্থিত হন।তাদের সকলকে সাদর আমন্ত্রণ এবং করতালির মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। তারা প্রমাণ করলো ৯/১১ ব্যাচ একটি সুশৃঙ্খল পরিবার।নেই কোন কারনে কোন ভেদাভেদ সকলে যেন একে অপরের পরিপূরক। রাত দশটায় অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

চিরচেনা বন্ধুত্বের মুখ
]]>
https://ucchakontha.com/archives/9254/feed 0
রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি https://ucchakontha.com/archives/9139 https://ucchakontha.com/archives/9139#respond Thu, 06 Feb 2020 09:10:08 +0000 https://ucchakontha.com/?p=9139 ধনু (23 Nov – 21 Dec)
পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। ভালো কাজের স্বীকৃতি পাবেন। কেনাকাটা শুভ। যাত্রা শুভ।

মকর (22 Dec – 20 Jan)
আজ হঠাৎ করেই হাতে টাকা-পয়সা চলে আসতে পারে। বিশিষ্ট লোকের সান্নিধ্য লাভ। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। দূরের যাত্রা শুভ।

কুম্ভ (22 Jan – 18 Feb)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে ঊর্ধ্বতন বসদের সহযোগিতা পাবেন। কাজকর্মে আনন্দ পাবেন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। সম্মাননা পদকও পেতে পারেন।

মীন (19 Feb – 20 Mar)
আজ যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। প্রিয় মীন, ভালো থাকুন।

মেষ (21Mar – 20 Apr)
ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ হতে পারে। দিনটি মোটামুটি ভালো যাবে। নিজের যোগ্যতা প্রকাশের সুযোগ পেতে পারেন। সাংগঠনিক কাজে সুফল পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যাত্রা শুভ।

বৃষ (21 Apr – 20 May)
দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। কোনো দুঃসংবাদ পেতে পারেন। তবে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। রাগ নিয়ন্ত্রণ করবেন। তাহলে ভালো থাকবেন।

মিথুন (22 May – 21 Jun)
আজ আপনার জন্য দিনটি খুব শুভ। আপনার উপস্থিত বুদ্ধি, ক্ষমতা, বাস্তব পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের জন্য সাফল্য পেতে পারেন। ভালো থাকুন।

কর্কট (22 Jun – 22 Jul)
দিনের শুরুতে কোনো গুরুত্বপূর্ণ কাজ সেরে নিন। কোনো ভালো কাজে জড়িয়ে পড়তে পারেন। দূরের যাত্রা শুভ নয়। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ।

সিংহ (23 Jul – 23 Aug)
আজ আপনার পূর্বপরিচিত কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। অথবা বাসায় কোনো নতুন মেহমান আসতে পারে। নিজের শরীর-স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। সৃজনশীল কাজে প্রশংসিত হবেন।

কন্যা (24 Aug – 23 Sep)
আজ অর্থভাগ্য ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুদের সহযোগিতা পাবেন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রুকে এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রেমে সাফল্য পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

তুলা (24 Sep – 23 Oct)
বেকারদের কেউ কেউ আজ নতুন চাকরি/কাজের সন্ধান পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। বিদেশযাত্রা শুভ। ব্যবসায়ীরা নতুন ব্যবসার সন্ধান পাবেন। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে।

বৃশ্চিক (24 Oct – 22 Nov)
আপনি প্রিয়জনের কাছ থেকে কোনো সুসংবাদ পেতে পারেন। প্রেমের ব্যাপারে কেউ আপনাকে মনের দরজায় কড়া নাড়তে পারে। স্বাস্থ্য ভালো যাবে।

]]>
https://ucchakontha.com/archives/9139/feed 0
জামায়াতের প্রোডাক্ট: প্রতিবাদ জানিয়ে আযহারীর ফেসবুক স্ট্যাটাস https://ucchakontha.com/archives/8924 https://ucchakontha.com/archives/8924#respond Wed, 29 Jan 2020 19:24:56 +0000 https://ucchakontha.com/?p=8924 সম্প্রতি ধর্মীয় বক্তা মিজানুর রহমান আযহারীকে জামায়াতের প্রোডাক্ট বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। বিভিন্ন ওয়াজ মাহফিলে আযহারীসহ কিছু ধর্মীয় বক্তা অত্যন্ত সূক্ষ্মভাবে জামায়াতের প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের গৌরীপুর কাছারি এলাকায় ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শনকালে এসব কথা বলেন।

মন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন মিজানুর রহমান আযহারী নিজেই। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘‘আমি কোন দলের এজেন্ট বা প্রোডাক্ট নই। আর কোন রাজনৈতিক দলের অর্থায়নে আমার শিক্ষা জীবনও কাটেনি। মিথ্যাচার যেন এদেশে মহামারিতে রূপ নিয়েছে। আর সেটা যখন প্রকাশ্যে, গণমাধ্যমে, দেশের কোন উচ্চ পদস্থ দায়িত্বশীলের মুখ থেকে প্রকাশ পায়, তখন আফসোস আর হেদায়েতের দোয়া ছাড়া আর কিছুই করার থাকে না।

নিজের চিন্তা আর মতের বিরুদ্ধে গেলেই এদেশে একটা স্বস্তা ট্যাগ লাগিয়ে দেয়া হয়। আর সেটা হল “জামাত শিবির”। এবার আপনি মুক্তিযোদ্ধার সন্তান হোন অথবা মনেপ্রাণে একজন প্রকৃত দেশপ্রেমিক হোন। দ্যাট ডাজেন্ট মেটার। ভিন্নমতকে দমনের এই অপকৌশল পুরো জাতির ভাগ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

একজন দা’ঈ ইলাল্লাহর কোন দল নাই। তিনি সকল দলের, সকল মানুষের। তাদেরকে দলীয়করণ না করে ব্যাপক ভাবে দ্বীনের খেদমতের সুযোগ করে দেওয়া উচিত। দেশের সব দলের মানুষ যেন তাদের দ্বারা আলোকিত হতে পারে সেটার পরিবেশ থাকা উচিত।

আমি সরকার বিরোধী নই। আমি অন্যায় বিরোধী। তাই, কোন অন্যায় দেখলে সে ব্যাপারে কথা বলা আমাদের নৈতিক দায়িত্ব। এবার সে অন্যায় যেই করুক না কেন, যে দলই হোক না কেন। ব্যক্তিগতভাবে, এদেশের রাজনীতিতে আমার কোন ইন্টারেস্ট নেই। স্যোশাল এক্টিভিটি ও দা’ওয়াহ এক্টিভিটি এদুটি কাজই হল আমার আগ্রহের মূল কেন্দ্রবিন্দু।

আমার মিশন হল এদেশে ইসলামের মধ্যমপন্থার সৌন্দর্য্যকে প্রমোট করা। যেটাকে আরবীতে বলে আল-ওয়াসাতিয়্যাহ। জীবন যাপনে ভারসাম্য, চিন্তায় ভারসাম্য, কাজে ভারসাম্য, এবং আচরণে ভারসাম্যপূর্ণ মুসলিম তৈরী করা।

ভিন্ন মতের ব্যাপারে আমি বরাবরের মতই শ্রদ্ধাশীল। সকল মুসলমানকে আপন ভাইয়ের মত শ্রদ্ধা করি ও ভালোবাসি। তাদের নাজাতের জন্যে মন ভরে দোয়া করি। কারো পিছু লেগে থাকা, কাদাছোড়াছোড়ি করা এবং কোন মুসলিম ভাইয়ের ব্যাপারে অন্তরে হিংসা পুষে রাখা পছন্দ করিনা। কারণ ইসলাম আমাকে এটা শিখায়নি। আর প্রিয় নবীর আদর্শও এমনটি নয়।

আমি চাই বিভিন্ন ঘরনার আলেমরা সহনশীলতার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা করুক। তাদের উদারতার প্রভাব পরুক দেশের সকল শ্রেনীর মানুষের মাঝে। সংকীর্নতা আর হীনমন্যতা পরিহার করে, দ্বীনের সকল দ্বায়ীরা কুরআন সুন্নাহর সুধা বিলাতে থাকুক পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবীজুড়ে।’’

কে এই আজহারী

নাম মিজানুর রহমান। তিনি ১৯৯০ সালের ২৬ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। মিজানুর রহমানের বাবা মাদরাসার শিক্ষক। পরিবারে মা-বাবা ও এক ভাই ছাড়াও নিজের স্ত্রী ও দুই কন্যা রয়েছে।

শিক্ষাজীবনে মিজানুর রহমান প্রথমে ডেমরার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে ২০০৪ সালে দাখিল দেন। পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। একই প্রতিষ্ঠান থেকে ২০০৬ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পান। ২০০৭ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। আর এরিমধ্যে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট করার সুযোগ পান।

মূলত মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করায় তার নামের সঙ্গে ‘আজহারী’ লেখা হয়। আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স থেকে ২০১২ সালে শতকরা ৮০ ভাগ সিজিপিএ নিয়ে স্নাতক সম্পন্ন করেন মিজানুর রহমান।

সেখান থেকে ২০১৩ সালে চলে যান মালয়েশিয়ায়। মালয়েশিয়ার বিখ্যাত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে ২০১৬ সালে পোস্ট-গ্রাজুয়েশন শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ৪ এর মধ্যে ছিল ৩.৮২। মিজানুর রহমান আজহারী পোস্ট গ্রাজুয়েট শেষ করার পর মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইংরেজি মাধ্যমে এমফিল করেন। বর্তমানে তিনি সেখানে পিএইচডি করছেন।

মিজানুর রহমান পিএইচডির জন্য বেশিরভাগ সময় মালয়েশিয়ায় থাকেন। এর ফাঁকে বাংলাদেশে এসে বিভিন্ন মাহফিলে বক্তব্য রাখেন।

]]>
https://ucchakontha.com/archives/8924/feed 0