খুলনা জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Sat, 10 Feb 2024 13:27:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 খুলনার ডুমুরিয়া উপজেলার ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৫ জন নিহত https://ucchakontha.com/archives/32892 Sat, 10 Feb 2024 13:27:45 +0000 https://ucchakontha.com/?p=32892 খুলনার ডুমুরিয়া উপজেলার আঙ্গারদোহা নামক স্থানে ইটবাহী ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, আঙ্গারদোহা গ্রামের আব্দুল হান্নানের ছেলে সাব্বির মোড়ল, শোভনা ইউনিয়নের জিয়েরতলা গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসের ছেলে ও ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস, তার দুই বছরের শিশুকন্যা অন্বি বিশ্বাস, বিশ্বজিতের শ্যালক অপু ঢালীর স্ত্রী নীপা ঢালী ও নীপা ঢালীর মা বিলপাবলা গ্রামের অনিমেষ ঢালীর স্ত্রী অমরী ঢালী।

জানা যায়, ইজিবাইকে করে তারা চুকনগর থেকে ডুমুরিয়া উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত থেকে আসা একটি ইটবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাব্বির, বিশ্বজিৎ, নীপা ও অমরী ঢালী মারা যান। আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান অন্বি বিশ্বাস। এছাড়া এ দুর্ঘটনায় গুরুতর আহত বিশ্বজিতের স্ত্রী অন্তিমা বিশ্বাস (২৫) ও শ্যালকের ছেলে অরজিৎকে (৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খর্ণিয়া হাইওয়ে পুলিশ ও ডুমুরিয়া থানা পুলিশ সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ পাঁচ জনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

]]>
খুলনার ৩৩ ইউপিতে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী প্রায় দু’শ https://ucchakontha.com/archives/25054 Sat, 13 Mar 2021 09:09:54 +0000 https://ucchakontha.com/?p=25054 ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে খুলনার ৫টি উপজেলার ৩৩ ইউনিয়নে দলের সম্ভাব্য ১৭০ মনোনয়ন প্রত্যাশীর তালিকা কেন্দ্রে জমা দিয়েছে খুলনা জেলা আওয়ামী লীগ। তবে মনোনয়ন তালিকায় বিগত নির্বাচনের একাধিক বিদ্রোহী প্রার্থীর নাম রয়েছে। তালিকায় স্থান পেয়েছেন জেলা পরিষদে নির্বাচিত একাধিক সদস্যও। ফলে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলের কেন্দ্রীয় নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।

দলটির একাধিক জেলা নেতা বলেছেন, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্পষ্ট করে বিদ্রোহী প্রার্থীদের তালিকায় স্থান না দিতে নির্দেশ দিয়েছেন। জেলা কমিটিতেও বিষয়টি আলোচনা হয়েছে। তারপরও তালিকায় বিদ্রোহীদের রাখা হয়েছে। আবার তথ্য গোপন করে জেলা পরিষদে নির্বাচিত অনেক সদস্যই আবার চেয়ারম্যান প্রার্থী হতে চেয়েছেন। আজ শনিবার (১৩ মার্চ) ঢাকায় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠানের কথা রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ ও প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ২৪ মার্চ।

খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়ন পরিষদের প্রথম ধাপে খুলনার ৯টি উপজেলার মধ্যে ৫টি উপজেলার ৩৩ ইউনিয়নে আগামী ১১ এপ্রিল ভোট গ্রহণ করা হবে। এ লক্ষে ১০ মার্চের মধ্যে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা আহ্বান করে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। সেই হিসেবে জেলার কয়রা, পাইকগাছা, দাকোপ, বটিয়াঘাটা ও দিঘলিয়া উপজেলার (নগরীর অন্তর্ভুক্ত যোগীপোল ও আড়ংঘাটা বাদে) ৩৩টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকা কেন্দ্রে জমা দেয় জেলা আওয়ামী লীগ। দলের পক্ষে দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি ও কোষাধ্যক্ষ প্রকৌশলী মাহবুব আলম রাজধানীর ধানমন্ডিস্থ সভানেত্রীর (প্রধানমন্ত্রী) রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের কাছে তালিকা হস্তান্তর করেন। ওই তালিকায় বিগত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী, জেলা পরিষদের সদস্যসহ ১৭০ জনের নাম রয়েছে। তবে সরাসরি দলীয় প্রার্থীতার আবেদন করার সুযোগ হওয়ায় এ সংখ্যা শেষ পর্যন্ত প্রায় দু’শতে গিয়ে ঠেকেছে।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এবং জেলা নির্বাহীর কমিটির রেজুলেশনসহ একটি তালিকা কেন্দ্রে জমার বিষয়টি নিশ্চিত করেন। তবে তালিকায় কারা রয়েছেন- এ বিষয়ে কিছু জানাতে চাননি।

নাম প্রকাশ না করার শর্তে খুলনা জেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকায় কেন্দ্র ও জেলা সিদ্ধান্ত মানা হয়নি। বিগত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এমন ১৫/১৬ জনের নাম রাখা হয়েছে। বিদ্রোহীদের মধ্যে কয়রায় ৭/৮জন, পাইকগাছায় ৫জন ও দিঘলিয়া উপজেলায় কমপক্ষে একজন রয়েছেন। এমন কী পাইকগাছা উপজেলা নির্বাচনে প্রকাশ্যে নৌকা বিরোধীরা প্রস্তাবিত তালিকায় স্থান পেয়েছেন। স্থান পেয়েছে বিতর্কিত ব্যক্তিরা। আবার জেলা পরিষদের নির্বাচিত দিঘলিয়া, বাটিয়াঘাটা এলাকার একাধিক সদস্যও ওই তালিকায় স্থান পেয়েছেন, যাদের তথ্য গোপন করা হয়েছে। ফলে অনেক যোগ্য প্রার্থী মনোনয়ন বঞ্চিত হতে পারেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিৎ কুমার অধিকারী বলেন, ‘বিগত নির্বাচনে বিজয়ী ও বিজিত কয়েকজনের নাম রয়েছে। তবে তাদের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। মনোনয়ন শুধু বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’

জেলা পরিষদ সদস্যদের তথ্য গোপন করে ফের প্রার্থী হওয়া প্রসঙ্গে এই নেতা বলেন, নির্বাচিত একজন জনপ্রতিনিধি হয়ে কারো নতুন প্রার্থী হতে চাওয়া ঠিক হবে না। ওই ব্যক্তি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলেও তার বর্তমান পদটি শূন্য হবে। এতে রাষ্ট্রীয় ব্যয় বাড়বে।

]]>
করোনায় ‘চালনা’ পৌরসভার বিএনপি মেয়র প্রার্থীর মৃত্যু https://ucchakontha.com/archives/23244 Mon, 28 Dec 2020 11:24:08 +0000 https://ucchakontha.com/?p=23244 করোনায় মারা গেলেন খুলনার চালনা পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী আবুল খয়ের খান (৬০)। আজ সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩ টা ৩২ মিনিটে খুলনা মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

(ইন্নাল্লিলাহি … রাজিউন)। করোনা পজিটিভ হয়ে গত ২৩ ডিসেম্বর থেকে আবুল খয়ের খান হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মরহুম আবুল খায়ের দাকোপ চালনার আইজ উদ্দিন খানের ছেলে। 

করোনা ইউনিটের সমন্বয়ক ডা. ফরিদ উদ্দিন জানান, আবুল খয়ের করোনা আক্রান্ত ছিলেন। তিনি আশঙ্কাজনক ছিলেন। সোমবার দুপুরে তাঁ মৃত্যু হয়।

উল্লেখ্য, জেলার দকোপ উপজেলার চালনা পৌরসভায় সোমবার ভোট গ্রহণ করা হয়েছে। এতে তিনিসহ মেয়র পদে ৪ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগের সনত কুমার বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল, গৌতম কুমার রায় প্রার্থী রয়েছেন। 
২০০৪ সালের নভেম্বর মাসে সুন্দরবন সংলগ্ন চালনা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ঐ সময় বিএনপি নেতা আবুল খয়ের খান পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

]]>
সাবেক হুইপ সুজা’র ২য় মৃত্যুবার্ষিকীতে পাইকগাছায় দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ! https://ucchakontha.com/archives/17132 Wed, 29 Jul 2020 05:49:51 +0000 https://ucchakontha.com/?p=17132 মোঃ রায়হান আলী,খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজা’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পাইকগাছার দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মৃনাল কান্তি বাছাড়।তিনি (২৮জুলাই) মঙ্গলবার দুপুরে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগনেতা মোঃ রাফেজ ইসলাম, তাজুল ইসলাম বাপ্পি, আবির আক্তার আকাশ, রিপন রায়, সুকান্ত বিশ্বাস, আমিরুল ইসলাম, সজিব রায়, রাকিব হাসান রকি, মোকারম হোসেন আবির, নূর আলম, শিব, নাঈম, তন্ময়, জিনারুল ইসলাম, ওসমান গণি, শাহরিয়ার হোসেন সাকিল, রাব্বি, আসিফ বিশ্বাস।

]]>
খুলনা জেলা পরিষদ হতে শিক্ষাবৃত্তি পেলো ৪৫০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী। https://ucchakontha.com/archives/16021 https://ucchakontha.com/archives/16021#respond Thu, 09 Jul 2020 13:41:33 +0000 https://ucchakontha.com/?p=16021 মোঃ রায়হান আলী, খুলনা ব্যুরো প্রধানঃ

খুলনা জেলা পরিষদ কর্তৃক আজ (৯ জুলাই) দুপুরে বৃহস্পতিবার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ শিক্ষাবৃত্তি ৪৫০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

জানা যায়, এ শিক্ষাবৃত্তি ২০১৮-১৯ এবং ২০১৯-২০২০ অর্থবছরের জন্য খুলনা জেলার নাগরিকদের মধ্যে থেকে বাছাই করা ৪৫০ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীরদের মধ্যে জনপ্রতি ৩ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষা বৃত্তির টাকা বিতরণের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ।

অনুষ্ঠানে তিনি শিক্ষা বৃত্তির টাকা শিক্ষা ক্ষেত্রে ব্যয় করে ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ,জেলা পরিষদ সদস্য কবির হোসেন,শেখ আবু জাফর,নাহার আক্তার সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তি এবং সমাজের বিশিষ্টজনেরা।

]]>
https://ucchakontha.com/archives/16021/feed 0
খুলনা মেডিকেলের আইসোলেশনে ১২ ঘণ্টায় ৭ মৃত্যু https://ucchakontha.com/archives/15114 https://ucchakontha.com/archives/15114#respond Sat, 20 Jun 2020 06:02:15 +0000 https://ucchakontha.com/?p=15114 জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক দিনে ৭ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই নারীসহ ওই সাতজনের মৃত্যু হয়।

গতকাল রাত সাড়ে আটটার দিকে মারা যান খুলনা নগরীর টুটপাড়া এলাকার ফিরোজ আহমেদ (৬৯)। তাকে এদিন সকাল সাতটার দিকে ভর্তি করা হয়েছিল।

সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মারা যান নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের কার্তিক (৪০)। তাকে আগের দিন সন্ধ্যা সাতটার দিকে ভর্তি করা হয়েছিল।

সন্ধ্যায় প্রায় একই সময়ে জামসেদ আলম (৬০) নামের এক ব্যক্তি মারা যান। খুলনা মহানগরের ৫ নম্বর ঘাট এলাকার জামশেদ ভর্তি হয়েছিলেন গতকাল বেলা সোয়া দুইটার দিকে।

বেলা দুইটার দিকে মারা যান যশোর জেলার অভয়নগর উপজেলার বাবুল ফারাজীর স্ত্রী রুমা খাতুন (৩৫)। তিনি আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এখানে ভর্তি হন।

এ ছাড়া গতকাল সকাল সোয়া ১০টার দিকে জরিনা বেগম (৬০) নামের এক নারী এবং পৌনে ১১টার দিকে মো. আলী (৬০) নামের এক ব্যক্তি মারা যান ওই আইসোলেশন ওয়ার্ডে।

মৃত সাতজনের করোনাভাইরাস পরীক্ষার জন্য সবার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানান হাসপাতালের করোনা ওয়ার্ডের মুখপাত্র মিজানুর রহমান।

তিনি বলেন, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ওই সাতজনকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

]]>
https://ucchakontha.com/archives/15114/feed 0
সুন্দরগঞ্জে এনজিও কর্মীসহ ৮ জনের জরিমানা দণ্ডাদেশ https://ucchakontha.com/archives/14841 https://ucchakontha.com/archives/14841#respond Thu, 11 Jun 2020 02:14:24 +0000 https://ucchakontha.com/?p=14841 সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে কাজী লুতফুল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেসরকারি সংস্থা ‘আশা’ ও ‘বিজ’র কিস্তি আদায়কারীর ৪ কর্মীকে চার হাজার টাকা এবং ৪ ফলের দোকানীকে ছয় হাজার টাকা জরিমানাদেশ ধার্য করেছেন।
জানা গেছে,আজ(বুধবার) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়।জরিমানা কর্তৃক প্রাপ্তরা হলেন-‘আশা’ এনজিও’র সুন্দরগঞ্জ ব্রাঞ্চ ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম(৪৮), সহকারী ব্যবস্থাপক নুর আহম্মেদ সরকার(৫০) এবং ‘বিজ’ এনজিও’র সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম(৩৫) ও ফজলে রাব্বী(২৮)।এদেরকে মোট ৪ হাজার টাকা জরিমানা প্রদানে বাধিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান।এছাড়া সুন্দরগঞ্জ পৌর শহরে নির্ধারিত সময়ের পরও ফলের দোকান খোলা রেখে নির্বিঘ্নে বেচাকেনা করার দায়ে ৪ জন ফল ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এরা হলেন-সুন্দরগঞ্জ পৌর শহরের ৩নং ওয়ার্ডের শফিউল হোসেনের পুত্র-সোহেল রানা(২৫),৯নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের হোসেন আলীর পুত্র-রুবেল মিয়া(২৮) এবং একই গ্রামের মেনাজ উদ্দীনের পুত্র-শফিউল ইসলাম(৩৯) ও হোসেন আলীর পুত্র-আব্দর রহিম মিয়া(৫২)।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান জানিয়েছেন,সরকারী আদেশ অমান্য করে এনজিও’র কর্মীরা কিস্তি আদায় করায় এবং ব্যবসা-প্রতিষ্ঠান ৪টার পরও খোলা রাখায় এই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

]]>
https://ucchakontha.com/archives/14841/feed 0
তিস্তার ভাঙনে দিশেহারা চরবাসি এলাকার মানুষ! https://ucchakontha.com/archives/14775 https://ucchakontha.com/archives/14775#respond Mon, 08 Jun 2020 08:29:31 +0000 https://ucchakontha.com/?p=14775 (গাইবান্ধা) প্রতিনিধি:

থামছে না তিস্তার নদী ভাঙন।বৃষ্টির পানি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে অব্যাহত ভাঙনে উঠতি ফসলসহ বসতবাড়ি বিলীন হচ্ছে নদীগর্ভে।সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর পুটিমারী,লালচামার গ্রামে হাজার হাজার একর ফসল জমি ও পাঁচ শতাধিক বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।তিস্তার ভাঙন কবলিত পরিবারগুলো মানবেতর জীবন-যাপন করছে।একদিকে যেমন করোনা ভাইরাস অন্যদিকে তিস্তার অব্যাহত ভাঙনের মুখে পরে বেসামাল হয়ে গেছে তিস্তা পাড়ের মানুষজন।বিশেষকরে কাপাসিয়া,হরিপুর এবং শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন চরে তীব্র ভাঙন দেখা দিয়েছে।বর্তমানে তিস্তার চরাঞ্চলে বেগুন,মরিচ,পটল,করলা ও শশা এবং তোষাপাটসহ নানাবিধ ফসলের সমাহার দেখা দিয়েছে।কিন্তু সর্বনাশা তিস্তা সেসব ফসল ঘরে তুলতে দিচ্ছে না।এভাবেই চরের মানুষরা তরি-তরকারি আবাদ করে ৬মাস সংসার
চালায়।নদীভাঙন অব্যাহত থাকায় কৃষকরা মাথায় হাত দিয়ে দিন পার করছে।
শ্রীপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান,নদী ড্রেজিং এবং খনন করা ছাড়া নদী ভাঙন রোধ করা কোনোভাবেই সম্ভব নয়।কারণ দীর্ঘদিন ধরে নদীতে পলি জমে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে।নদীভাঙন ঠেকাতে হলে স্থায়ীভাবে ব্যাপক উদ্যোগে কাজ করতে হবে।
এদিকে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান জানিয়েছেন,নদীভাঙনের বিষয়টি তিনি জানেন।পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোখলেছুর রহমান জানান,নদীভাঙন রোধ একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা।তবে নদী সংরক্ষণের ব্যাপারে সরকারের ব্যাপক উদ্যোগে পরিকল্পনা রয়েছে।

]]>
https://ucchakontha.com/archives/14775/feed 0
গাইবান্ধার সুন্দরগঞ্জে গাঁজা-ইয়াবা উদ্ধার: গ্রেফতার-৩ https://ucchakontha.com/archives/14660 https://ucchakontha.com/archives/14660#respond Fri, 05 Jun 2020 18:51:59 +0000 https://ucchakontha.com/?p=14660 সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

সুন্দরগঞ্জ থানা পুলিশ কর্তৃক পৃথক পৃথক অভিযান চালিয়ে ১০কেজি কাঁচা,৭৫০গ্রাম শুকনো গাঁজা এবং২০০ পিছ ইয়াবা উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে।পুলিশের অভিযানকালে পূর্ব রামজীবন গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে গাঁজা কারবারি বিজু মিয়ার বাড়ির ভিতরের আঙ্গিনায় লাগানো গাছ থেকে ১০ কেজি কাঁচা গাঁজা উদ্ধার করে।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুচতুর বিজু মিয়া সুকৌশলে পালিয়ে যায়।অপরদিকে সুন্দরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড মীরগঞ্জ বাজার কর্ণিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৭৫০গ্রাম শুঁকনো গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ।এরা হলেন কর্ণিপাড়া গ্রামের গোপেশ সরকারের ছেলে তাপস সরকার এবং বামনজল গ্রামের আবুল হোসেনের ছেলে রুবেল মিয়া।এছাড়া ঝিনিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে শফিকুল ইসলামকে ২০০পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

]]>
https://ucchakontha.com/archives/14660/feed 0
খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত https://ucchakontha.com/archives/14542 https://ucchakontha.com/archives/14542#respond Thu, 04 Jun 2020 06:19:59 +0000 https://ucchakontha.com/?p=14542 খুলনার রূপসা উপজেলার জাবুসা মোড়ে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে

খুলনার রূপসা উপজেলার জাবুসা মোড়ে একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম ফয়সাল (২৭)। তিনি রূপসা উপজেলার তিলক গ্রামের মান্নান শেখের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা জাকির হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সেবা গ্রিন লাইন নামে একটি বাস জাবুসা মোড়ে কাজী সোবহান ফিলিং স্টেশনের কাছে একটি মটরসাইকেলে ধাক্কা দিলে আরোহী ফয়সাল ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

]]>
https://ucchakontha.com/archives/14542/feed 0