বাগেরহাট জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Fri, 23 Jul 2021 05:39:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 ফকিরহাটে ইজিবাইক-পিকআপ সংঘর্ষ, প্রাণ গেল ৬ যাত্রীর https://ucchakontha.com/archives/28619 Fri, 23 Jul 2021 05:39:03 +0000 https://ucchakontha.com/?p=28619 বাগেরহাটের ফকিরহাটে ইজিবাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।

আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ইজিবাইকের যাত্রী। 

খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ছয়জনের মৃতদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও পিকআপ ভ্যান পুলিশ জব্দ করেছে।

মৃতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের নাম জানা গেছে। এঁরা হলেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নলদা গ্রামের পান ব্যবসায়ী উৎপল রাহা (৩৬) ও নয়ন দত্ত (২৮)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম বলেন, যাত্রীবাহী ইজিবাইকটি বৈলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা খুলনা অভিমুখী পিকআপ ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের ছয় যাত্রী নিহত হন। আর একজন গুরুতর আহত হন।

আহত যাত্রীকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে। চালকদের পাওয়া যায়নি। ছয়জনের মৃতদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সারওয়ার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এরপর সেখান থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

]]>
বাঘাইছড়িতে ১১শ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ। https://ucchakontha.com/archives/26633 Sun, 02 May 2021 06:22:04 +0000 https://ucchakontha.com/?p=26633 মো:ইব্রাহিম, বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০২১- মৌসুমে উফশী আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা আওতায় অগ্রাধিকার তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার (২ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন সংলগ্নে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বাঘাইছড়ির তালিকভুক্ত কৃষকদের মাঝে এসব বীজ ও রসায়নিক সার বিতরণ করা হয়।

বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও কৃষি সম্পসারণ অধিদপ্তর কর্তৃক বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে ৮ টি ইউনিয়নে ১টি পৌরসভায়, জনপ্রতি ৫ কেজি বীজ, ডি এ পি সার ২০ কেজি,এম ও পি সার ১০ কেজি করে মোট ১১০০ জন কৃষকদের মাঝে ৩৩ টন সার এবং সাড়ে ৫ টন আউস ধানের বীজ প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম,বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা,মোঃ শাহাদাৎ হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ তোফায়েল আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, সরকার কৃষি কাজকে উন্নতি করার লক্ষে সবসময়ই কৃষকদের পাশে রইয়েছে এবং থাকবে। তাই আমি বলছি আপনার কৃষি আবাদের জন্য সকল প্রকারের সহায়তা করা হবে। আপনার কৃষি কাজকে বাড়িয়ে তোলেন আমরা সকলেই আপনাদের পাশে আছি সবসময়

]]>
উল্টে গেল সিমেন্ট বোঝাই ট্রাক, ঝুঁকিতে একতলা ভবন https://ucchakontha.com/archives/23238 Mon, 28 Dec 2020 11:18:35 +0000 https://ucchakontha.com/?p=23238 সেতুর ঢালে সিমেন্ট বোঝাই ট্রাক থামিয়ে চালক নেমে ছিলেন প্রকৃতির ডাকে সাড়া দিতে। এরই মধ্যে ঘটে বিপত্তি। ব্রেক ফেল করে মুহূর্তেই ফাইভ রিংস সিমেন্ট কম্পনির ওই ট্রাকটি উল্টে পাশের একতলা পাকা ভবনের গায়ে গিয়ে ধাক্কা লাগে। এতে মৎস্য ব্যবসায়ী গিয়াস মুন্সীর বাড়ির দেয়ালের বিভিন্ন অংশে ব্যাপক ফাঁটলের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত হয় সেতুর সংযোগ সড়কের গাইড ওয়ালও।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ ডিসেম্বর) ভোর সোয়া চারটার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের পাঁচরাস্তা বাদল চত্বর মোড় সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের রায়েন্দা সেতুর সংযোগ সড়কে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। বিকেলে সিমেন্ট খালাস করে ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছেন কম্পানির লোকেরা। 

ফাইভ রিংস সিমেন্ট কম্পানির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, চালক আ. মালেক মোংলার কারখানা থেকে ৩৫০ ব্যাগ সিমেন্ট বোঝাই করে শরণখোলার বাংলাবাজার এলাকায় নিয়ে যাচ্ছিলেন। ভোর সোয়া চারটার দিকে রায়েন্দা সেতুর সংযোগ সড়কের ঢালে ট্রাকটি ব্রেকে রেখে বাইরে নামেন। এসময় ব্রেক ফেল করে ট্রাকটি উল্টে পড়ে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক গিয়াস মুন্সী বলেন, আমি ব্যবসায়িক কাজে এলাকার বাইরে আছি। শুনেছি ভোর রাতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে তার ভবনের দেয়ালের ওপর পড়েছে। এতে বিকট শব্দে স্ত্রী-সন্তানরা আতঙ্কিত হয়ে পড়ে। কম্পানির কাছে আমার ভবনের ক্ষতিপুরণের দাবি জানাই।

]]>