কক্সবাজার জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Sun, 05 Mar 2023 10:08:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন https://ucchakontha.com/archives/32166 Sun, 05 Mar 2023 10:07:54 +0000 https://ucchakontha.com/?p=32166 কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন তিনটি ক্যাম্পে ছড়িয়ে পড়ে। আজ রবিবার বিকেল ৩টার দিকে ১০, ১১ ও ১২ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের কর্মকর্তা এমদাদুল হক জানান, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আমরা ঘটনাস্থলে। আগুন নেভানোর চেষ্টা চলছে।

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের তীব্রতা অনেক। এই মূর্হতে এর বাইরে কিছু বলা যাচ্ছে না।
]]>
বাস ধর্মঘটে আটকে পড়া পর্যটক দের জন্য কক্সবাজার জেলা পুলিশের অভিনব উদ্যোগ https://ucchakontha.com/archives/31092 Sun, 07 Nov 2021 03:08:23 +0000 https://ucchakontha.com/?p=31092
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চলতি পরিবহন  ধর্মঘটে আটকে পড়া পর্যটক দের জন্য অভিনব উদ্যোগ গ্রহন করেছে কক্সবাজার জেলা পুলিশ।


কক্সবাজার জেলা পুলিশের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়। জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এ ধরনের ব্যাতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে।  দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজারে ঘুরতে আসা পর্যটক যারাই আটকা পড়েছেন তাদেরকে কক্সবাজার জেলা পুলিশ লাইনন্সে যোগাযোগ করতে বলা হয়। বাংলাদেশ পুলিশের নিজস্ব বাসে পর্যটক দের সম্পূর্ন বিনা ভাড়ায় চট্টগ্রামে পৌছে দেয়া হবে। 


কক্সবাজার জেলা পুলিশের এডিশনাল এসপি (প্রসাশন) মোঃ রফিকুল ইসলাম জানান জনদূর্ভোগ এবং আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই তারা এ ধরনের উদ্যোগ গ্রহন করেছেন। তিনি আরও বলেন পর্যটকদের সুরক্ষা ও সার্বিক পুলিশি সেবা প্রদানে কক্সবাজার জেলা পুলিশ সবসময় তৎপর। সংবাদ লেখা পর্যন্ত ১টি বাস সন্ধ্যার পরই যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে যায়।


কক্সবাজার জেলা পুলিশ লাইনের আর.আই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান তাদের পর্যাপ্ত বাস রয়েছে। পর্যটক রা যাতে নির্বিঘ্নে যেতে পারেন এ লক্ষ্য পার্শবর্তী জেলা থেকে আরও পুলিশ বাস নিয়ে আসা হচ্ছে।

কক্সবাজার জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা দাড়িয়ে থেকে বিষয়টি তদারকি করছেন বলে জানা যায়।

]]>
বাস ধর্মঘটে আটকে পড়া পর্যটক দের জন্য কক্সবাজার জেলা পুলিশের অভিনব উদ্যোগ https://ucchakontha.com/archives/31068 Sat, 06 Nov 2021 12:50:10 +0000 https://ucchakontha.com/?p=31068 রাকিব হাসান

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চলতি পরিবহন ধর্মঘটে আটকে পড়া পর্যটক দের জন্য অভিনব উদ্যোগ গ্রহন করেছে কক্সবাজার জেলা পুলিশ।

কক্সবাজার জেলা পুলিশের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়। জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এ ধরনের ব্যাতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজারে ঘুরতে আসা পর্যটক যারাই আটকা পড়েছেন তাদেরকে কক্সবাজার জেলা পুলিশ লাইনন্সে যোগাযোগ করতে বলা হয়। বাংলাদেশ পুলিশের নিজস্ব বাসে পর্যটক দের সম্পূর্ন বিনা ভাড়ায় চট্টগ্রামে পৌছে দেয়া হবে।

কক্সবাজার জেলা পুলিশের এডিশনাল এসপি (প্রসাশন) মোঃ রফিকুল ইসলাম জানান জনদূর্ভোগ এবং আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই তারা এ ধরনের উদ্যোগ গ্রহন করেছেন। তিনি আরও বলেন পর্যটকদের সুরক্ষা ও সার্বিক পুলিশি সেবা প্রদানে কক্সবাজার জেলা পুলিশ সবসময় তৎপর। সংবাদ লেখা পর্যন্ত ১টি বাস সন্ধ্যার পরই যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে যায়।

কক্সবাজার জেলা পুলিশ লাইনের আর.আই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান তাদের পর্যাপ্ত বাস রয়েছে। পর্যটক রা যাতে নির্বিঘ্নে যেতে পারেন এ লক্ষ্য পার্শবর্তী জেলা থেকে আরও পুলিশ বাস নিয়ে আসা হচ্ছে। কক্সবাজার জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা দাড়িয়ে থেকে বিষয়টি তদারকি করছেন বলে জানা যায়।

]]>
কক্সবাজার চাঞ্চল্যকর তরুণী হত্যা মামলার অন্যতম প্রধান আসামী সাগর গ্রেফতার https://ucchakontha.com/archives/30307 Mon, 27 Sep 2021 10:50:33 +0000 https://ucchakontha.com/?p=30307 ইমন হোসাইনঃ

কক্সবাজার হোটেলে চাঞ্চল্যকর তরুণী হত্যা মামলার অন্যতম আসামি সাগরকে গ্রেফতার করেছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের প্রেমের ফাঁদে ফেলে ঘুরতে নিয়ে যাওয়ার কৌশলে ধর্ষণ করতেন মো. সাগর মিজি (২৪)।গত ২১ সেপ্টেম্বর এক নারীকে (২৬) কক্সবাজারের আমারী রিসোর্টে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে মাথায় আঘাত করে হত্যা করেন সাগর। এরপর ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান। কক্সবাজার থেকে পালিয়ে আসার চার দিন পর র‌্যাব তাকে ঢাকা থেকে গ্রেফতার করে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড টোলপ্লাজা এলাকা থেকে সাগর মিজিকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে ভিকটিমের মোবাইলসহ তিনটি মোবাইল ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) ডিআইজি মো. মাহফুজুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, একাধিক নারীকে প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করেন সাগর মিজি। গ্রেফতার সাগর গত ১৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে কক্সবাজার কলাতলী এলাকার আমারী রিসোর্টের ১০৮ নম্বর রুম ভাড়া নেন। ভাড়া নেওয়ার পর হোটেল কর্তৃপক্ষকে জানান, ২০ সেপ্টেম্বর তার স্ত্রী ঢাকা থেকে আসবেন। তখন তাকে অন্য একটি ডাবল রুম দিতে হবে। সেই মোতাবেক ২০ সেপ্টেম্বর সাগর তার স্ত্রীর পরিচয়ে এক নারীকে (২৬) আমারী রিসোর্টে নিয়ে এসে ৪০৮ নম্বর রুমে ওঠেন।

পরবর্তীতে ২১ সেপ্টেম্বর ১০টার দিকে হোটেল কর্তৃপক্ষ ওই কক্ষে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ওই নারীর মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। গ্রেফতার সাগরের দেওয়া তথ্যমতে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে নিহত নারীকে স্ত্রী পরিচয়ে কক্সবাজারের আমারী রিসোর্টে নিয়ে যান।

রিসোর্টের ওই কক্ষে নিয়ে ভিকটিমকে ধর্ষণ করার একপর্যায়ে সাগরের সঙ্গে ভিকটিমের ধস্তাধস্তি হয়। এ সময় সাগর ভিকটিমের গলা চেপে ধরে দেওয়ালের সঙ্গে ধাক্কা দিলে ভিক্টিম নারী মেঝেতে পড়ে যান। ভিক্টিমকে আবার শ্বাসরোধ করে পাশে থাকা গ্লাস দিয়ে দুই-তিনবার মাথায় আঘাত করে হত্যা করেন। এরপর সাগর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সাগরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব -১০ এর অধিনায়ক জানান, সাগর ওয়েল্ডিংয়ের কাজ করতেন। তিনি বিভিন্ন এলাকায় একাধিক নারীকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করতেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

]]>
চকরিয়া পৌরসভা নির্বাচন, নৌকার প্রার্থীর মামলায় আগাম জামিন পেলেন স্বতন্ত্র প্রার্থী https://ucchakontha.com/archives/30000 Wed, 15 Sep 2021 18:38:31 +0000 https://ucchakontha.com/?p=30000 আগামী সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নাগরিক কমিটির (স্বতন্ত্র) প্রার্থী নারিকেল গাছ প্রতীকের জিয়াবুল হকসহ সিংহভাগ কর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন। এতে প্রকাশ্যে নির্বাচনী প্রচার-প্রচারণার ক্ষেত্রে স্বতন্ত্র এই প্রার্থীর আর কোনো বাধা রইল না। আজ বুধবার উচ্চ আদালত থেকে তারা ৮ সপ্তাহের আগাম জামিন লাভ করেন।

এদিকে উচ্চ আদালত থেকে আগাম জামিন পাওয়ার খবরটি ছড়িয়ে পড়লে স্বতন্ত্র প্রার্থী জিয়াবুল হকের শুভাকাঙ্খী, কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। বিকেলের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করে পোস্ট দেন।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর চৌধুরীর (বর্তমান মেয়র) পক্ষে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালানোর সময় তাঁর তিন কর্মীকে পেটানোর অভিযোগ এনে চকরিয়া থানায় একটি মামলা রুজু করেন। নৌকার প্রার্থী নিজে বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী জিয়াবুল হক ও তাঁর কর্মী ১৬ আত্মীয়-স্বজনের বিরুদ্ধে ওইদিনই থানায় মামলা রুজু করেন।

আগাম জামিনের সত্যতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. শাহীন হাওলাদার আজ রাতে বলেন, ‘চকরিয়া থানায় রুজু হওয়া মামলায় আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়াবুল হকসহ ১২ জনকে আগাম জামিন দেওয়া হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি কে এম জাহিদ সরওয়ারের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তাদেরকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন।’

এদিকে উচ্চ আদালত থেকে আগাম জামিন পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী জিয়াবুল হকসহ অন্যরা উচ্চ আদালতের বারান্দায় দাঁড়িয়ে ‘ভি’ চিহ্ন দেখিয়ে ফটোসেশন করেন। সেই ছবি নিজের ফেসবুক পেজে দিয়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এই বিজয় প্রাথমিক বিজয়। জনগণের ভোটাধিকার রক্ষার জন্য আমার জীবন থাকতেও নির্বাচন থেকে পিছ পা হব না।’ 

]]>
কক্সবাজারে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার https://ucchakontha.com/archives/25748 Mon, 05 Apr 2021 15:23:17 +0000 https://ucchakontha.com/?p=25748 কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ পরিমাণ ইয়াবার মূল্য প্রায় ১৪ কোটি টাকা। এর মধ্যে টেকনাফ ব্যাটালিয়ানের (২ বিজিবি) দুটি অভিযানে ২ লাখ ৪০ হাজার পিস ইয়াবা বড়িসহ একজনকে আটক করা হয়। কক্সবাজার ব্যাটালিয়ানের (৩৪ বিজিবি) আরেক অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজ সোমবার সকালে ও রবিবার রাতে বিজিবি সদস্যরা এসব অভিযান পরিচালনা করে। টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় টেকনাফ ব্যাটালিয়ানের (২ বিজিবি) অভিযানে একজন আটক হন। আটককৃত ব্যক্তি টেকনাফ জালিয়াপাড়া এলাকার আবুল কালামের পুত্র মো. আমির হোসেন।

বিজিবি ২ সূত্রে জানায়, আটককৃত ব্যক্তি নাফ নদী হতে মাছ আহরণের জন্য নদীতে গিয়ে মিয়ানমার থেকে আগত ১টি নৌকা হতে ইয়াবা বড়ি নিয়ে জাঙ্গরপাড়া এলাকার মো. আমির হোসেন (৩৫) এর বাড়িতে রেখে আসে। বিজিবির টহলদল তাকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি অভিযান পরিচারনা করে ১টি ব্যাগ থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে।

অপর এক অভিযানে বিজিবি সদস্যরা টেকনাফের খারাংখালী নামক এলাকায় নাফনদ তীরে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে।

অপরদিকে সোমবার সকালে উখিয়া রাজাপালংয়ের জলিলেরগোদা আমবাগান নামক স্থান থেকে কক্সবাজার (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। অভিযানের সময় পাচারকারীদের সাথে বিজিবির গোলাগুলি হয়েছে। পরে পাচারকারীরা পালিয়ে যায়।

]]>
কক্সবাজার সৈকতের নতুন আকর্ষণ বঙ্গবন্ধুর বালু ভাস্কর্য https://ucchakontha.com/archives/22790 Wed, 16 Dec 2020 14:09:41 +0000 https://ucchakontha.com/?p=22790 বিজয় দিবস উপলক্ষে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে নির্মিত বঙ্গবন্ধুর ‘বালু ভাস্কর্য’ বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সাগর পাড়ের বালিয়াড়িতে ব্রান্ডিং কক্সবাজার নামের একটি প্রতিষ্ঠানের তৈরি করা বালু ভাস্কর্য সৈকতে আসা ভ্রমণকারীদের জন্য একটি বাড়তি আকর্ষণ হিসেবে দেখা দিয়েছে। সৈকতে বালু ভাস্কর্য ঘিরে পর্যটকদের মধ্যে চলছে আনন্দ-উৎসব।

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন দীর্ঘতম সাগর পাড়ে বঙ্গবন্ধুর বালু ভাস্কর্য তৈরির ঘোষণা দেন। জেলা প্রশাসক বলেন, জাতির পিতার অবমাননা দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না। বিশ্ব যতদিন থাকবে বাংলাদেশের জাতির পিতার নামও থাকবে ততদিন।

বালু ভাস্কর্য উদ্বোধন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে সৈকতের বালিয়াড়িতে এক অনুষ্ঠান হয়। এ সময় কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, অ্যাডভোকেট তাপস রক্ষিত, অ্যাডভোকেট রনজিত দাশ, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, ব্র্যান্ডিং কক্সবাজারের সমন্বয়ক ইশতিয়াক আহমেদ জয় ও ভাস্কর্য নির্মাণকারী টিম লিডার কামরুল হাসান সিপন উপস্থিত ছিলেন।

সৈকতে তৈরি করা দুইটি ভাস্কর্যের মধ্যে রয়েছে একটি বঙ্গবন্ধুর ফ্রি স্ট্যান্ডিং ভাস্কর্য ও অপরটি রিলিফ ভাস্কর্য। সৈকতে ভ্রমণে আসা দর্শনার্থীরা এই ভাস্কর্য দেখে বেশ আনন্দিত। প্রায় ৬ ফুট উচ্চতা ও ১৪ ফুট প্রশস্ত এ ভাস্কর্যটি এ যাবৎকালে বাংলাদেশে নির্মিত সবচেয়ে বড় বালুর ভাস্কর্য। ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যে স্থাপিত ভাস্কর্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে সৈকতের একই স্থানে ১০০ ফুট দৈর্ঘ একটি পদ্মা সেতুও নির্মাণ করা হয়েছে। বালু দিয়েই পদ্না সেতুটি তৈরি করেছেন কক্সবাজারের শিল্পী তানভীর সরওয়ার রানা। গত দুইদিন ধওে শিল্পী তানভীর সরওয়ার রানার নেতৃত্বে কক্সবাজার আর্ট ক্লাবের ৩০ জন সদস্য রাত-দিন পরিশ্রম করে বালু দিয়ে পদ্মা সেতুর আদলে পদ্মা ভাস্কর্যটি তৈরি করেছেন।

]]>
আগামীকাল বৃহস্পতিবার থেকে সিলেট-কক্সবাজারে সরাসরি ফ্লাইট https://ucchakontha.com/archives/21577 Wed, 11 Nov 2020 09:16:00 +0000 https://ucchakontha.com/?p=21577 আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে সিলেট-কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন থেকে প্রতি মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিট ও বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট।

আর কক্সবাজার থেকে সিলেটে সপ্তাহে দুই দিন যথাক্রমে রবিবার দুপুর ১২টা ৫ মিনিট এবং মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাবে। 

প্রোমোকোড INPRO15 ব্যবহার করে যাত্রীরা ১৫ শতাংশ ছাড়ে এই রুটে বিমানের টিকিট কিনতে পারবেন বলেও জানান তাহেরা খন্দকার। 

]]>
সমুদ্র সৈকতের ময়লা স্তুপ সরিয়ে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ফিরে আনতে শুক্রবারে বীচ প্লগিং রানের আয়োজন করেছেন “সিক্সবি রানার্স-রেডি টু রান” https://ucchakontha.com/archives/21447 Thu, 05 Nov 2020 12:37:28 +0000 https://ucchakontha.com/?p=21447 রিচার্ড কস্তা:

আনন্দ-উচ্ছ্বাসের কক্সবাজার সমুদ্র সৈকত। কিন্তু মানুষ চেতনে-অবচেতনে এ সৈকতকে আঘাত করে যাচ্ছে। পর্যটকদের পানির বোতল, ওয়ানটাইম প্লাস্টিকের গ্লাস, চানাচুরের প্যাকেট, কাগজের টুকরো, বস্তাভর্তি ময়লার স্তূপ, ককশিট অথবা ভাসমান জুতার আঘাতে যেন কেঁদে কেঁদে উঠে বিশ্বের সবচেয়ে বড় কক্সবাজার সমুদ্র সৈকত। 

সমুদ্র সৈকতের ময়লা স্তুপ সরিয়ে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ফিরে আনতে এবং জীববৈচিত্র সংরক্ষণের জন্য সচেতনতা মূলক একটি বীচ প্লগিং রানের আয়োজন করতে যাচ্ছে সিক্সবি রানার্স-রেডি টু রান (CXB Runners-Ready To Run), ইয়ুথ নেক্সাস (Youth Nexus) এবং কক্সবাজার সাইকেলিস্ট (Cox’s Bazar Cyclists) নামে তিনটি আলাদা সংগঠন। 

৬ নভেম্বর, শুক্রবার সকাল ৬ টায় হোটেল সায়মনের সামনে এর বীচ থেকে বীচ প্লগিং রানের যাত্রা শুরু হবে। 

করোনাকালীন সময়ের সকল সেইফটি নির্দেশনা অনুসরণ করেই আয়োজন করা হবে এই ইভেন্ট। সেই সাথে এই বীচ প্লগিং রানে অংশ নেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করে নিলে আপনার জন্য থাকবে মাস্ক, হ্যান্ড গ্লোবস, প্লোগিং ব্যাগ, হ্যান্ড স্যানিটাইজার ও টিশার্টের ব্যবস্থা।

এই বিষয়ে বীচ প্লগিং রানের একজন উদ্যোক্তা শেখ পলাশ মাহমুদ বলেন, সুস্থ শরীরের জন্য দৌড়ের অবদান অনস্বীকার্য, এই দৌড়কে আমরা এখন যুক্ত করেছি প্রকৃতির স্বাস্থ্য রক্ষায়। বাসযোগ্য পৃথিবী ও পরিবেশ রক্ষায় আশাকরি আপনার সামান্য সময় ব্যয় করবেন সেই প্রত্যাশা করি।  

]]>
কক্সবাজারে দুর্ঘটনায় পর্যটকবাহী বাস, নিহত ২ https://ucchakontha.com/archives/20507 Sun, 11 Oct 2020 10:10:19 +0000 https://ucchakontha.com/?p=20507 চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় পড়েছে এবটি পর্যটকবাহী বাস। এতে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওস্থ ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদ মুরাদ (৩০) ও কালা ভান্ডারি (৪০)। তবে আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুর রহমান চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোয়াখালী থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী নীলাচল পরিবহনের ঢাকা মেট্রো ব-১৪-২৯৩৭ নম্বর বাসটি মহাসড়কের ঈদগাঁওয়ের ইসলামাবাদ ওয়াহেদর পাড়া অংশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের পুরো অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে গিয়ে গাড়িটি বৈদ্যুতিক খুঁটিতে আটকে যায়। এসময় দুই যাত্রী নিহত হন। আহত হন আরো ১০ যাত্রী। এরমধ্যে মোহাম্মদ মুরাদ ঘটনাস্থলে ও কালা ভান্ডারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মোরশেদুর রহমান আরো বলেন, ‘আহতদের স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।’

]]>