চাঁদপুর জেলা – উচ্চকণ্ঠ https://ucchakontha.com সময়ের সাথে প্রকাশ Tue, 07 Mar 2023 08:47:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়ার অত্যাচারে অতিষ্ঠ সাধারণ জনগণ। https://ucchakontha.com/archives/32265 Tue, 07 Mar 2023 08:24:20 +0000 https://ucchakontha.com/?p=32265

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ৩ নং সাদুল্লাপুর ইউনিয়নে ইউসুফ মিয়ার অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। তিনি ৩ নং সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক।

ইউসুফ মিয়া দ্বারা সংঘটিত অপকর্ম-এলাকায় কারেন্ট দেয়ার নাম করে প্রত্যেক ঘর থেকে ১৫/২০ হাজার টাকা করে নিয়েছে। সরকারিভাবে রাস্তার বরাদ্দের টাকা আত্মসাৎ,টেন্ডারবাজি, সেটেলমেন্ট, ঈদগার টাকা আত্মসাৎ, আমিয়াপুর হেফজ মাদ্রাসার কোরবানির চামড়ার টাকা আত্মসাৎ, আমিয়াপুর হেফজ মাদ্রাসায় ঈদুল আজহার সময় গরীব ছাত্রদের খাওয়ার জন্য দেওয়া গোস্ত নিজের বাড়িতে রান্না করে নেতাকর্মীদের খাওয়ানো, আমিয়াপুর হেফজ মাদ্রাসার দানের টাকা আত্মসাৎ,আমিয়াপুর হযরত বিবি ফাতেমা মহিলা মাদ্রাসার দানের টাকা এবং মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিলের ৯৪ হাজার টাকা আত্মসাৎ সহ, মসজিদের দানের টাকাও আত্মসাৎ করেছেন বলে প্রমান পাওয়া গেছে।

বিচারের নামে প্রহসন করে,টাকার বিনিময়ে বিচার করে, কেউ কিছু বললে তাকে গ্রামছাড়া করে অথবা মিথ্যা ইয়াবা ও অস্ত্র মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়। মাদকের যেমন :- ইয়াবা, ফেনসিডিল, মদ, গাজা, হেরোইন, কোকেন ইত্যাদির ব্যবসা করে। বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবসা করে।জমি দখল ও গরীব মানুষের জমি আত্মসাৎ,চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা । সরকারি ওয়াবদার (মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প) ফিশারি গুলো সরকারি টেন্ডার ছাড়া পেশী শক্তির বলে দখল করে সেগুলোতে মাছ চাষ করছে। এর ফলে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে এবং এই টাকা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিয়ে, সুন্নতেখাতনা,কুলখানি অনুষ্ঠানে চাঁদাবাজি করে। মতলবের সাধারণ মানুষ ইউসুফের এই সব অত্যাচার থেকে বাঁচতে চায়।

চাঁদপুর ২ আসনের এমপি, এডভোকেট নুরুল আমিন রুহুল বলেন-মতলবে সাধারণ মানুষের উপর কোন অত্যাচার আমি সহ্য করব না।সে যত বড়ই ক্ষমতাবান লোক হোক, এমনকি দলের লোক হলেও তাকে ক্ষমা করা হবে না।

সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী, মাদার অফ হিউম্যানিটি, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে এবং দলকে সুসংগঠিত করতে । মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেছেন, সাধারণ মানুষের খুব কাছাকাছি থাকার জন্য এবং সাধারণ মানুষের যাতে কোন কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখার জন্য। এম পি রুহুল সাহেব আরো বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসার ও ওসি সাহেবকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়ে দেব।

মতলব উত্তর থানার অফিসার ইনর্চাজ (ওসি) জনাব মো: মহিউদ্দিন বলেন, আইনের উর্ধে কেউ নয়। অন্যায়কারী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। জনাব মহিউদ্দিন আরও বলেন, আমি মতলব উত্তরে যোগদানের আগে শ্রদ্ধেয় এসপি মিলন মাহমুদ স্যার আমাকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন অন্যায়, দুর্নীতির ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পালন করতে বলেছেন।

ইউপি চেয়ারম্যান জোবাইর আজিম পাঠান (স্বপন পাঠান) বলেন, এটা একটা দু:খ জনক ব্যাপার। এমনটা করা ঠিক হয়নি। আমি এমপি মহোদয়কে সাংগঠনিকভাবে ইউসুফ মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব এবং ইউসুফ মিয়ার অপকর্ম ও অবৈধ ব্যবসা সম্পর্কে এমপি রুহুল সাহেব ও মতলব উত্তরের ওসি মো: মহিউদ্দিন সাহেবকে জানাব। জোবাইর আজিম পাঠান (স্বপন পাঠান)আরও বলেন যে, আমরা খুবই লজ্জিত যে, এক জন আওয়ামিলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক এ কাজ করতে পারে আমার জানাছিল না।

এই ঘটনায় ৩নং ওয়ার্ড মেম্বার মাহবুব আলম বলেন– ইউসুফ মিয়া আমার গ্রামের, এমনকি আমার বাড়ির বাসিন্দা। আমি নিজেও এর ভুক্তভোগী। আমি ওসি সাহেবকে অবগত করব এবং আমি, চেয়ারম্যান ও অন্যান্য ইউপি সদস্য সহ এমপি মহোদয়ের কাছে যাব।

সূত্র: https://mbcnewsbd.com/5013

]]>
ইলিশ ধরতে সাগরে জেলেরা, মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে https://ucchakontha.com/archives/31804 Sat, 29 Oct 2022 12:36:51 +0000 https://ucchakontha.com/?p=31804 মোঃ হাবিবুর রহমান

মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আবারও সাগর ও নদীতে ইলিশ ধরতে ছুটেছেন জেলেরা। শুক্রবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাবার পর নদীতে মাছ ধরতে ব্যস্ত জেলেরা। জালেও ধরা পড়ছে প্রচুর ইলিশ। এতে করে কর্মচাঞ্চল্য ফিরেছে জেলে পল্লীতে।

অক্টোবরে দুটি অমাবস্যা-পূর্ণিমাকে কেন্দ্র করে মা ইলিশ ধরা বন্ধে ২২ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়। ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বহাল ছিল নিষেধাজ্ঞা

মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর কর্মচাঞ্চল্য ফিরেছে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী পাড়ের জেলে পল্লীতে। তবে, দীর্ঘদিন বেকার থাকার পরেও বরফ সংকটে ট্রলার নিয়ে নদী ও সমুদ্রে যেতে পারেননি অনেক জেলে।

নিষেধাজ্ঞার সময়ে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকায় পরিবারে অভাব অনটন দেখা দেয়। পর্যাপ্ত মাছ ধরা পড়লে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন জেলে ও মাছ ব্যবসায়ীরা।

জেলে হারুন শেখ বলেন, ‘অবরোধ শুরুর পর থেকে এই দিনের অপেক্ষায় ছিলাম। স্ত্রী-সন্তান, পরিবার-পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। রাতেই রওনা হব সমুদ্রে।

লক্ষ্মীপুরের জেলেদের দাবি, মাছের আকার বড় হওয়ার পাশাপাশি দামও ক্রেতার নাগালের ভিতরে।

অভিযান সফল হওয়ায় প্রচুর ইলিশ ধরা পড়ছে বলে দাবি মৎস্য কর্মকর্তাদের।
একই চিত্র চট্টগ্রামেও। সাগর থেকে বিপুল পরিমাণ ইলিশ নিয়ে ফেরার আশা জেলেদের।

এদিকে, বরফ সংকট থাকায় ট্রলার নিয়ে সমুদ্রের যেতে পারেননি বরগুনার অনেকেই। এছাড়া বরফের অভাবে মাছ বাজারজাত করতে সমস্যায় পড়ছেন ভোলার ব্যবসায়ীরা।

এদিকে শুধু ইলিশ শিকারি জেলে নন, শনিবার দিবাগত রাতে বাগেরহাট থেকে বিভিন্ন এলাকার ৫ হাজারের বেশি জেলে শুঁটকি আহরণে রওনা দেবেন। সুন্দরবনের দুবলার চর, মাঝের কিল্লা, মেহের আলীর চর, নারকেল বাড়িয়া ও শেলার চরে প্রায় ছয় মাস অবস্থান করে শুঁটকি আহরণ করবেন এসব জেলে। নিষেধাজ্ঞার ফলে ইলিশের সঙ্গে সঙ্গে অন্যান্য মাছও বেশি করে পাওয়া যাবে বলে আশা সমুদ্রগামী জেলেদের।

]]>
কচুয়ায় ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার https://ucchakontha.com/archives/29848 Fri, 10 Sep 2021 12:04:41 +0000 https://ucchakontha.com/?p=29848 চাঁদপুরের কচুয়ায় ৬ কেজি গাঁজাসহ হৃদয় হাওলাদার (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। আজ শুক্রবার সকালে চাঁদপুর-কুমিল্লা সড়কের জগতপুর বাজার এলাকায় বোগদাদ বাসে তল্লাশী চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

হৃদয় হাওলাদারের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের বলে জানায় পুলিশ। এসআই আবু ফয়সাল, ওবায়েদ উল্যাহ নয়ন, ওয়ালি উল্লাহ ও এএসআই রাসেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সকালে জগতপুর বাজারে বোগদাদ বাসে তল্লাশী চালিয়ে হৃদয় হাওলাদারের কাছ থেকে ৬ কেজি গাঁজা জব্দ করেন। 

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, হৃদয় হাওলাদারের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে চাঁদপুরের জেল হাজতে পাঠানো হয়েছে। 

ছবি : কচুয়া থানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী।

]]>
স্থানীয় ইউপি সদস্যেদের অবহেলায় ৫ দশ’কে ও হয়নি ১টি ব্রিজ ক্ষোভ এলাকাবাসীর https://ucchakontha.com/archives/29525 Fri, 27 Aug 2021 12:48:24 +0000 https://ucchakontha.com/?p=29525 দেশরত্ন শেখ হাসিনার হাত দরে উন্নয়নের ছোয়ায় আলোকিত হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া-রুপসা থেকে পাটোরিয়া এমন একটি এলাকা খুঁজে পাওয়া যাবে না যেখানে উন্নয়ন হয়নি ।

সারা বাংলাদেশের মতো চাঁদপুর জেলায় ও উন্নয়নের জোয়ার বইছে।চাঁদপুরের জেলার কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগলেও স্থানীয় ইউপি সদস্যাদের অবহেলায় ৫ দশকের বেশি সময় পার হলে ও একটি ব্রিজের অভাবে মনোহরপুর গ্রামবাসীর স্বপ্ন যেন থমকে আছে।

একটি ব্রিজের অভাবে নানা সমস্যায় জর্জরিত এ গ্রামের মানুষের জীবনযাত্রা। মনোহরপুর গ্রামের পশ্চিমপাড়ার প্রায় ১শ পরিবার একটি ব্রিজের জন্য প্রায় ৫ দশক ধরে অপেক্ষা করছে। ব্রিজের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে এখানকার মানুষ। জানা গেছে, এই ব্রিজটি নির্মাণের দাবি গ্রামবাসীর দীর্ঘদিনের। দেশ স্বাধীনের পর থেকেই এ ব্রিজটি নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে অনেক আবেদন-নিবেদন করেও কোনো লাভ হয়নি।

বিভিন্ন সময় আশ্বাস পাওয়া গেছে। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। ফলে এ পথে যাতায়াত করতে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মনোহরপুর উচ্চ বিদ্যালয়, মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদরাসা-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীদের আসা যাওয়ার জন্য এ পথ ব্যবহার করতে হয়; যা কোমলমতি শিক্ষার্থীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সকাল হলে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়।

হাট-বাজার, অফিস, স্কুল-কলেজে যাওয়া সবার কাছে একটি বড় বিড়ম্বনা।স্থানীয় এমপি ও স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারে দৃষ্টি আর্কষন করছি ।

]]>
চাঁদপুরে থেকে ফের লঞ্চ চলাচল শুরু https://ucchakontha.com/archives/27308 Mon, 24 May 2021 05:06:48 +0000 https://ucchakontha.com/?p=27308 সোমবার ভোর থেকে আবারও চালু হয়েছে যাত্রীবাহী লঞ্চসহ অন্যান্য গণপরিবহন। এই জন্য ভোর থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রীদের বাড়তি ভিড় দেখা গেছে। ভোর ছয়টায় যাত্রী নিয়ে প্রথমে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ত্যাগ করে এমভি রফরফ।

এরপর প্রতি ঘণ্টায় অন্য লঞ্চগুলোও যাত্রী নিয়ে রাজধানী সদরঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। শুধু রাজধানীর সদরঘাট নয়, নারায়ণগঞ্জসহ আরো বেশ কয়েকটি নৌপথেও যাত্রী নিয়ে লঞ্চ ছেড়ে যেতে দেখা যায়। এসময় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে লঞ্চগুলোতে অবস্থান করতে দেখা যায়।

চাঁদপুর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম জানান, সরকারের বেধে দেওয়া গাইড লাইন মেনে প্রতিটি লঞ্চ টার্মিনাল থেকে ছাড়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এই জন্য জেলা প্রশাসন ও নৌ পুলিশের সহযোগিতায় কাজ চলছে। বেশ কয়েকটি লঞ্চের স্টাফরাও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা প্রদান করার কথা বলেন।

এদিকে যাত্রীরা জানান, ভাড়া বেশি নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। তাদের প্রত্যাশা এমন ধারা যেনো শেষ পর্যন্ত অব্যাহত থাকে।

উল্লেখ্য, চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জসহ ১৫টি নৌপথে প্রায় অর্ধশত যাত্রীবাহী লঞ্চ চলাচল করে।

]]>
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ https://ucchakontha.com/archives/17149 Wed, 29 Jul 2020 10:23:09 +0000 https://ucchakontha.com/?p=17149 চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার দুপুরে জেলার শাহরাস্তি উপজেলার কাকৈরতলা এলাকায়  এই দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি অটোরিকশার চালক ও যাত্রী।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক শাহরাস্তির হোসেনপুর গ্রামের মনির হোসেন (৩০), যাত্রী ফেনী সোনাগাজীর চরচান্দিয়া গ্রামের গুণধর চক্রবর্তী (৭০) ও নোয়াখালীর চর আমান উল্লা গ্রামের হরি চন্দ্র চক্রবর্তী (৫৫)। এ ঘটনায় গুরুতর আহত নজরুল ইসলাম নামে একজনকে কুমিল্লায় পাঠানো হয়ে। 

জানা যায়, গতকাল মঙ্গলবার মেহের উত্তর ইউনিয়নের খনেশ্বর ঠাকুরবাড়িতে আসেন গুণধর চক্রবর্তী ও হরি চন্দ্র চক্রবর্তী। সেখানে তাদের এক আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল তারা। বুধবার কুমিল্লার মুদাফফরগঞ্জ হয়ে তারা অটোরিকশায় নোয়াখালী যাচ্ছিলেন। এসময় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া পদ্মা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার শিকার হন তারা।

শাহরাস্তি থানার ওসি মো. শাহআলম জানান, সিএনজিচালিত অটোরিকশা বাসকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাস ও অটোরিকশা জব্দ করেছে। নিহতদের লাশ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।       

]]>
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে আরো এক যুবকের মৃত্যু https://ucchakontha.com/archives/12325 https://ucchakontha.com/archives/12325#respond Tue, 14 Apr 2020 08:30:46 +0000 https://ucchakontha.com/?p=12325 চাঁদপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরো এক যুবক মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৮টায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩০ বছর বয়সী ওই রোগী মারা যান। এর আগে সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হওয়া রোগীকে ভোররাতে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। মৃত সোহাগ মিজির বাবার নাম সৈয়দ মিজি। চাঁদপুর সদর উপজেলার গোবিন্দিয়া গ্রামে তার বাড়ি। তবে পাশের বালিয়া ইউনিয়নের রানীরবাজারে শ্বশুর বাড়িতে অসুস্থ ছিলেন তিনি। 

চাঁদপুরে করোনাবিষয়ক ফোকাল পারসন ও হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজাউদৌলা রুবেল জানান, ভর্তি হওয়ার প্রায় ৫ ঘণ্টার ব্যবধানে ৩০ বছরের এক রোগী মারা যান। তার আগের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। তিনি আরো জানান, যেহেতু করোনার উপসর্গ নিয়ে রোগী মারা গেছেন। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে তার মরদেহ দাফন করা হবে। একই সঙ্গে রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হবে। এ ছাড়া তার সংস্পর্শে যারা এসেছেন, তাদেরকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের সৈয়দ মিজির ছেলে সোহাগ মিজি। এই ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল কুদ্দুস রোকন জানান, রাজধানী ঢাকায় ফার্নিচারের দোকানে কাজ করতেন সোহাগ মিজি। গত ২৪ মার্চ বাড়িতে ফেরেন তিনি। কয়েকদিন পর অসুস্থ হলে শ্বশুর বাড়িতে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি আরো জানান, অবস্থার অবনতি দেখা দিলে মঙ্গলবার ভোররাতে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্ভি করেন স্বজনরা।

প্রসঙ্গত, গত শনিবার চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামে করোনার উপসর্গ নিয়ে মো. ফয়সাল নামে আরেক যুবক মারা যান। নারায়ণগঞ্জ থেকে সর্দি, জ্বর ও কাশি নিয়ে গত ১ এপ্রিল শ্বশুর বাড়িতে আসেন এই যুবক। জেলার মতলব উত্তরের মো. ফয়সাল নামে ওই যুবক নারায়ণগঞ্জে আইসিআই কম্পানির কারখানায় কর্মরত ছিলেন। অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়ে একজন চিকিৎসকসহ চারজন চিকিৎসাধীন আছেন।

]]>
https://ucchakontha.com/archives/12325/feed 0
বিদেশ ফেরতদের বাড়ী বাড়ী গিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করলো ফরিদপুর জেলা পুলিশ https://ucchakontha.com/archives/11161 https://ucchakontha.com/archives/11161#respond Sat, 21 Mar 2020 16:23:29 +0000 https://ucchakontha.com/?p=11161 মোঃ রোমন, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আজ পর্যন্ত করোনা ভাইরাস রোধে বিদেশ ফেরত ৬২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও গত ৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ফরিদপুর জেলায় ৪২৫৬ জন বিভিন্ন দেশ থেকে দেশে এসেছে

ফরিদপুর জেলার বিদেশ ফেরতদের বাড়ী বাড়ী গিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করলো ফরিদপুর জেলা পুলিশ সুপার, জনাব মোঃ আলিমুজ্জামান, বিপিএম এবং অত্র জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

]]>
https://ucchakontha.com/archives/11161/feed 0